![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
চোখ মেলে দেখি কান পেতে শুনি
ঠোঁট চেপে বলি চুপ!
হেরে স্বাধীনতা চাপা পরে কথা
মন জুড়ে জমে ক্ষোভ।
মন বলে বলি ফের কথা গিলি
পথ ছেড়ে খুঁজি পথ,
আবডালে যতো থাক ঘৃণা শত
লোক দেখে শুধু মত।
মনে শত পাপ রোজ করি মাপ
সাধু বেশে দেই ধূপ,
মন বলে তুই সাধু বেশে চোর
ফের বলি, চুপ! চুপ!
হলে রোজ ভোর দেখি শত চোর
চোর জমে পরে পলি
জ্ঞানী জন বলে তার কাছে গেলে
যুগ খানা বাপু কলি।
এতো শুরু সবে কতো কি যে হবে
দেখে যাও শুধু চোখে,
তাই ভাবি ক্ষণে একা মনে মনে
আমি আছি বেশ সুখে।
মনে জমা চুরি সাধু বেশে ঘুরি
বুদ্ধি টা পেলে লুপ,
থাকি অবশেষে পাগলের বেশে
ঠোঁট চেপে বলি, চুপ।
০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫১
মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৫:২৯
সাইদুর রহমান বলেছেন: ঠিক কি বুঝাতে চেয়েছেন ? ভালো থাকুন।
০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫০
মোছাব্বিরুল হক বলেছেন: চারিদিকে এতো সমস্যা কিন্তু আমাদের কোন প্রতিবাদ নেই। যখন বিবেক নাড়া দেয়, মন প্রতিবাদী হতে চায় তখনি যুক্তি দাঁড়িয়ে যায় আশপাশের সবাইতো চোর। আমি একটু চুপ করে থাকলে কিংবা সামান্য চোরির সাথে সম্পৃক্ত থাকলে সমস্যা কি?
ভালো থাকবেন।
৩| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:০৫
রাজীব নুর বলেছেন: চুপ থাকাই নিরাপদ।
কথা বলতে গেলেই সমস্যা। যে যাই ই বলুক কারো না কারো বিপক্ষে সেই কথা চলে যায়।
৪| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:১৫
নেওয়াজ আলি বলেছেন: সব কথা অতি সহজ সরল উপস্থাপন
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
চুপ চুপ বলে আর
যাবে কতকাল
স্বৈরাচার চালায়
জুলুম উত্তাল!!
খুলতেই হবে মুখ
হয়ে উন্মুখ
রাজা তুই ন্যাংটো
বলাতেই স্বাধীনতা সূখ।।