নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

মোছাব্বিরুল হক › বিস্তারিত পোস্টঃ

গোলাম

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৩৭


অভিনেতা আমি, শান্ত স্বভাব আর
সয়ে যাওয়ার অসীম ক্ষমতা আমার রক্তে।
যখন পাঁজর ভাঙে,
চোখে জল আসে, তবু
দূরে থাকি উফ শব্দটি থেকে।
পাঁজর ভাঙার মড়মড় স্বরে
খোঁজে পেতে চাই প্রেমময় সুর।
মনিব ভক্ত গোলামের মতো
লাথি উপহারে আশীর্বাদ খুঁজি। কারন
গোলামের রাগ থাকতে বারণ।

প্রতিবাদ! সে তো বহুদূর কথা
চোখে জল আসে এই ঢের বেশি।
দাস প্রথা গেল বহু যুগ আগে
সভ্যতার রথ ছুটে গেছে বহুদূর।
দাসের রক্ত বয়ে চলে তবু আমার শিরায়;
তাই মনিবের কথা অমান্য করে
ঘাড় উঁচু রেখে বাঁচার সাহস নেই।
শত আঘাতেও শুধু
জিভে দাঁত চাপি। কারন
গোলামের রাগ থাকতে বারণ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৫১

বিজন রয় বলেছেন: প্রভু আর গোলাম এই রীতি পৃথিবীতে এখনো বিদ্যমান। কবে এটার অবসান হবে জানিনা।

ভাল কবিতা। ছবিটিও দারুন মিলেছে।

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৫৮

মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ দাদা।
সত্যি, এই প্রভু আর গোলাম রীতির শেষ কোথায় কে জানে।

২| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: সমাজে গোলাম হয় দরিদ্র লোকেরা। দরিদ্র মানূষের কষ্টের শেষ নেই।

০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:৫২

মোছাব্বিরুল হক বলেছেন: গোলামী মানুষের স্বভাবগত ব্যাপার, এর সাথে আর্থিক অবস্থার কোন সম্পর্ক নেই। নজরুল দরিদ্র ছিলেন কিন্তু গোলাম ছিলেন না।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রাজিব নুর ভাই।
নিরাপদে থাকবেন।

৩| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:৪৩

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখা ,

০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ৯:১৫

মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.