![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
হাদারাম ভাবে সব লোক গাধা
সেই শুধু একা জ্ঞানী,
তার মতো আর এই সংসারে
একটিও নেই প্রাণী।
মগজের ঘরে জ্ঞান শুধু তার
গিজগিজ গিজ করে,
জগতের যতো ঝামেলা সে একা
পলকে সারাতে পারে।
জ্ঞানীজন ভাবে ছোট্ট জীবন
হয়নি তো কিছু করা,
মূর্খতা এসে মগজ কুঠরে
কেবলি বাঁধাল জরা।
দিন যায় বাড়ে ভুলের হিসাব
জ্ঞান আহরণ বাকি,
দুনিয়ার ফাঁদে ফেঁসে গিয়ে শুধু
সময় গিয়েছে ফাঁকি।
এক আসমান জমিনেতে বাস
ভাবনারা বহুদূর
রঙ এক তবু কাক ও কোকিল
জবানে ভিন্ন সুর।
২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৪
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
যারা উপরে ভালোর লেবাস ধরে অন্তরে শয়তানী নিয়ে থাকে এবং অন্যের ক্ষতি করেও নিজেকে সাধু প্রমান করে বেড়ায় তাদের মিচকা শয়তান বলে। এমনটাই আমি জানি।
চেষ্টা করব এমন চরিত্রের লোকদের নিয়ে লেখার জন্য। যদিও আমি সখের বশে লেখার চেষ্টা করি মাত্র।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৫
মোছাব্বিরুল হক বলেছেন: সহজ সরল সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লিখেছেন। অভিভূত।
আচ্ছা, মিচকা শয়তান কাকে বলে, জানেন? পারলে মিচকা শয়তানকে নিয়া একটা ছড়া লেখেন।