![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
কলম পেয়ে মলম বেচে জ্ঞান চোরাদের দল,
নাম কামাতে গড়গড়ি খায় নেতার বগল তল।
নেতার গুনের মালা সাজায়
তেলের নদী নামের পূজায়
জাতির বুকে চাপুক যতোই পাথর জগদ্দল;
হাসি মুখে কেবল চাটে নেতার বগল তল।
কলম যে তার বেজায় দামি সকল কাজের নয়,
সব বিষয়ে নাক গলানো জ্ঞানের অপচয়।
তাইতো কলম চোখ বুঁজে রয়
বাতাস বুঝে ফের কথা কয়
যুগের স্রোতে দেয় বাঁজিয়ে স্তুতিতে মর্দল;
বগল চাটা নাম পূজারি কলম চোরার দল।
০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
২| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৪
রাজীব নুর বলেছেন: গ্রেট।
০৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪১
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩২
এম ডি মুসা বলেছেন: ভালো হয়েছে
১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫০
মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪| ০৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৩
জগতারন বলেছেন:
ওরে আমি গেলাম !!!
আমারে ধর !
অসাধারন কবিতা !
সাহিত্যের ভাষায় এর চেয়ে নিকৃষ্ট ভাষায়
মোনাফেকদের আর কিভাবে গালি দেওয়া যায় (!)
আমার জানা নেই।
এই সময়ে এমন একটি সুন্দর কবিতা লিখার জন্য
কবি মোছাব্বিরুল হক-এর প্রতি সুভেচ্ছা ও অভিন্দন জানাই।
এই কবি'কে এই প্রথম আমি এখানে পেলাম।
সামু'তে কবি মোছাব্বিরুল হক-এর উপস্থিতী প্রাঞ্জল হউক কামনা করি।
১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৫
মোছাব্বিরুল হক বলেছেন: আমার অনিয়মিত ব্লগিং এ আপনাকে স্বাগতম।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
নিয়মিত পাশে পাবার আশা রাখি।
৫| ১২ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৬
খায়রুল আহসান বলেছেন: চাটার দল কে নিয়ে ভালই কবিতা লিখেছেন। তবে,
এতদিন জানতাম তারা পা চাটে,
ছবিতেও দেখি চাটার দলের একজন নেতার হাঁটু জড়িয়ে আছে,
কিন্তু আপনি আজ নতুন করে শোনালেন, তাদের দুর্গন্ধময় অন্য কিছু চাটার কথা!
১২ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৪
মোছাব্বিরুল হক বলেছেন: আমার লেখায় মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা।
চাটুকার বুঝাতে পা চাটা শব্দটা আমার কাছে কেমন যেন কম মনে হয়। তাই বগল চাটা বললাম। মেজাজ কন্ট্রোলে ছিল বলে এই ভাষা, নয়তো আরো কঠিন শব্দ ব্যবহার করতাম হয়তো।
সকল সময় পরামর্শ পাবার আশা রাখি।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ।