![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
এইদিন থাকবেনা ঘুটঘুটে আঁধারের
একদিন সূর্যরা জাগবে,
আগামীর পথ ধরে বিজয়ের আলো জ্বেলে
নতুনের সুর তুলে ডাকবে।
যতো সব অনিয়ম অন্যায় অবিচার
দূর হয়ে অনাবিল শান্তি,
ফিরে পাবে সকলেই নিজ নিজ অধিকার
মুছে যাবে যতো ভুল ভ্রান্তি।
একদিন থাকবেনা সত্যের পায়ে বেড়ি
মিথ্যারা হয়ে র'বে বন্দি,
অজানাতে ভেসে যাবে সময়ের পালোয়ান
জালিমের সাথে যার সন্ধি।
সত্যের আলো দেখে মিথ্যার পূজারীরা
হুতুমের সাথী হবে কুঠরে,
আসবেই সুদিনের আলো ফিরে আসবেই
আজ যতো হোক রাত ভূতুড়ে
ছবিঃ Google
২১ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪২
মোছাব্বিরুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কব্বিতা।
২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২২
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১০
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: সত্যের জাগরন হোক। মিথ্যা পরাভূত হোক। ন্যায়ের পুনর্জাগরন হোক অন্যায়ের বিরুদ্ধে।
২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৪
মোছাব্বিরুল হক বলেছেন: সত্যের জয় অবধারিত। যখন সময়ের সূর্য সন্তানেরা জাগবে তখন মিথ্যা বিলুপ্ত হবে।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৪
কামাল১৮ বলেছেন: আশা জাগানিয়া কবিতা।ভালো লাগলো