![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
চারিদিকে বসে আজ ভুখা শকুনের দল
শিকারের খুঁজে বসে হায়েনারা
সবুজ অরণ্যে আজ নরকের বিষ বাষ্প
কান্নার-ই সুর শুধু চারিদিকে
কখনো'বা কেবল-ই স্তব্ধতা
ভয় ভয় আর ভয়।
বনের পাখিরা আজ গান ভুলে বাক হীন
প্রজাপতির ভেঙেছে ডানা
রঙিন পাখা যে তার অলস বসে-
ভুলতে ব্যস্ত উড়ার স্মৃতি।
ইচ্ছের বুকে পাথর চাপা দিয়েছে সে আজ
কারন, তার উড়তে মানা।
সেখানে বাতাসে আজ শুধু অভিশাপ; আর
হৃদয় পচা দুর্গন্ধ।
নিশাচর শিকারিরা খুঁজে ফিরে তাজা প্রাণ;
ছিঁড়ে ছিঁড়ে কেড়ে খায় পেলে সতেজ হৃদয়।
ছবি- ইন্টারনেট
১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪০
মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪০
মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর প্রকাশ