![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
প্রতীক্ষায় বসে আছি;
সুদিন আসবে বলে গেঁথে যাই কবিতার মালা।
বিজয়ের কবিতা; নতুন দিনের আগমনী গান।
যখন আঁধার শেষে সু দিনের আলো
ঝলমল করে আলো দেবে চারিদিকে,
লাশের পাহাড় ঠেলে বেঁচে যাবে যারা-
তাদের শোনাব বলে;
ব্যস্ত সময় কাটে কবিতা লিখে।
অন্যায় দেখে জ্বলে পুড়ে মরি
বিদ্রোহ প্রাণে ধাও ধাও করে জ্বলে;
যুদ্ধের মাঠ ছেড়ে বন্দী করি তারে কাগজের ভাঁজে।
বড্ড ভালোবাসি নিজেকে;
হয়তো’বা তোমাদের চেয়ে একটুখানি বেশি।
আমি কা-পুরুষ নই;
চিৎকার দিয়ে ভেঙে দিতে পারি
জালিমের গড়া রক্ত প্রাসাদ।
চুপ করে তবু ধৈর্যের খেলা খেলি
কবিতায় আঁকি আগামী দিনের সু দিনের ছবি।
রক্ত আমার বড় ভালো লাগে
রাজপথ ভেজা টগবগে লাল;
শ্লোগানে শ্লোগানে যে লাল জন্মে বড় ভালোবাসি তারে।
বিদ্রোহী লাল জমিনে মাখিয়ে জন্ম নেয়া
শহীদের লাল বড় ভালোবাসি।
তবু’ও ভয় জাগে নিজের রক্ত দানে
আশ্রয় খুঁজি তাই কবিতার ভাঁজে।
ছবি- Google
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২১
অক্পটে বলেছেন: হানাদারলীগ যেভাবে হামলে পড়ে প্রতিটা আন্দোলনে। খুব অল্প সময়ের ব্যবধানে ওরা ৩টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে।