![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
ঘড়ির কাঁটার স্রোতের তালে
সকল কিছুই বদলে যায়,
সকাল গিয়ে সন্ধ্যা আসে
বিদায় এসে হাত বাড়ায়।
ভাবছ তুমি অনেক বাকি, জীবন গানের গল্প আঁকি
ছন্দে গানে কাটবে বেলা সুখ ছড়ায়;
মরণ এসে হটাৎ তখন হাত বাড়ায়।
সুখের খুঁজে আপন ভুলে হন্যে হয়ে নিত্যদিন
মাতাল জীবন ক্ষণ যাপনে
সর্বহারা সুখ সাধনে
রঙের ছটা হারায় যতো সাধ রঙিন।
ভোরের পাখি সাঁজের বেলা ভিড়ায় পাখা নীড় খোঁজে
সঙ্গী যে তিন দু’জন ফিরে, একের বসত কবর ঘরে
তবু মানুষ স্বার্থভোলা
নিত্য চাওয়ার হিসেব খোলা
ভাবনা যখন দাঁড়িয়ে সুখের দোরগোড়ায়
মরণ এসে হটাৎ তখন হাত বাড়ায়।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৭
খায়রুল আহসান বলেছেন: মৃতুর দিনক্ষণ মানুষের অজানা, তাই অনিশ্চিত; কিন্তু এটা জন্মের সময় থেকেই নির্ধারিত হয়ে আছে এবং তদনুযায়ী এর আগমন সুনিশ্চিত এবং অবধারিত।