![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
আসবে যখন বিদায় বেলার তরী
কাঁদবে স্বজন পরশি আপন পাষাণ চোখের জলে
গোপন হৃদয় তলে-
থাকবে কারো জমাট ব্যথার নদী
দেখবে না কেউ গোপন যে জল বইছে নিরবধি।
সেই নদীতে পড়লে কভু জ্যোৎস্না স্মৃতির আলো
জোয়ার হটাত উঠবে জেগে ভাঙতে দু’ধার প্রবল বেগে
হটাত তখন সজীব হবে জমাট ব্যথা গুলো।
হয়তো কারো স্মৃতির পাতায় হাজার সুখের ভিড়ে
থাকবে না ঠাঁই আমার কভু, তবে-
হৃদয় ভাঙার দিন গুলিতে বেদনার উৎসবে
আপন হয়ে থাকব আমি চোখের জলে মিশে
আমার পায়ের চিহ্নগুলো দুঃখ হয়ে র’বে।
আকাশ যখন কাঁদবে বসে শ্রাবণ জলের ধারা
হয়তো কেহ আমার কথা ভেবে
সেই জলেতে লোনা ফুটায় ভাঙবে হৃদয় খড়া।
হয়তো কভু অন্ধ চাঁদের রাতে
জোনাক জ্বলা আলোর নিচে কাব্য নিয়ে বসে
মরতে কারো ইচ্ছে হবে ঘোর বিরহের বিষে।
তুচ্ছ যে প্রাণ হাজার জনে ক্ষুদ্র নাদান অতি
সে প্রাণ আবার কারো কাছে মুক্তা মানিক মতি।
কে বা জানে কার হৃদয়ে মূল্যে কে কার কতো
কে দেখে কার হৃদয় জমা গোপন ব্যথার ক্ষত?
২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫০
মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: চমৎকার কবিতা।
২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫১
মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৫
গেঁয়ো ভূত বলেছেন:
বেদনা সিঞ্চিত কাব্যকথা!