নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

মোছাব্বিরুল হক › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতা

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৩



চোখ দু’টি ঘুম ঘুম তেলতেলে চেয়ারে তে
ঝিম ধরে বসে আছে ক্ষমতা
কপালে তে ভাঁজ তার দেখেনি তো কভু কেউ
হৃদয়ের খাঁজে শুধু মমতা।

সভাসদ পদতলে বসে অতি সাবধানে
তেল মেখে ব্যস্ততা গদিতে
ক্ষমতার মনে ঠাঁই করে রাখা সদা চাই
সিদ্ধতা খুশি থাকে যদি সে।

গাড়ি পেলে কেউ খুশি কেউ খুশি বাড়িতে
কেউ পেলে সুন্দরী রমণী
ক্ষমতার গদি যদি তেলতেলে ভেজা হয়
মুখে তার হাসি ফুটে ওমনি।

কি’বা ভুল কি’বা ঠিক যাই বলে ক্ষমতা
সকলের বলা চাই ঠিক ঠিক
নইলে ই ক্ষমতার মগজেতে বাঁধে জট
আঁধারেরা ধেয়ে আসে দশ দিক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৭

ফুয়াদের বাপ বলেছেন: হীরক রাজার জয় হোক
ঠিক ঠিক ঠিক
রাজার সব সিদ্ধান্তই ঠিক
রাজা-ই সঠিক
তেলতেলে চেয়ারে তে
বসে রাজা হাসে-হে
দেশ যায় যাক রাসাতলে
সব-ক্ষমতা তারই-যে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৫

মোছাব্বিরুল হক বলেছেন: হীরক রাজদেরও একদিন পতন হয়। তখন সুরটা বদলে যায়।
দড়ি ধরে মার টান, রাজা হবে খান খান।।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: ক্ষমতা দিয়ে তো আর মৃত্যু কে ঠেকিয়ে দেওয়া যায় না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৬

মোছাব্বিরুল হক বলেছেন: তবুও মানুষ ক্ষমতার মহড়া দেখাতে ব্যস্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.