![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
ক্ষমা করো ওহে বঙ্গ জননী সম
তোমার কোলেতে জন্মেছি আমি তবু
এই দুর্দিনে বাঁচার পিয়াসা মনেতে প্রবল বটে;
চেয়ে দেখি তাই লোটেরার দল দিবালোকে নিল লোটে।
দিনে দিনে বাড়ে ক্ষমতার বোঝা ভারি
ফিকে হয়ে আলো আসে অমানিশা রাত
জীবন বাঁচাতে জেঁকে বসে কাঁধে ঘোরতর অভিশাপ।
পরাধীনতার শিকল পায়েতে ক্রমশ ধরেছে এঁটে
নির্বাক শুধু চেয়ে চেয়ে দেখি নিগড় পরানো ঠোঁটে
জেগেছে যখন বিবেক তখনি গলা চেপে ধরি তারে
সত্যের বলি উল্লাসে মেতে মিথ্যার অভিসারে।
ভিরুর জন্ম বেড়ে চলে শুধু বীরেদের তল্লাটে
প্রাণে দিয়ে ভীতি লোটেরার দল দিবালোকে নিল লোটে।
ক্ষমা করো ওহে বঙ্গ জননী সম
সবুজ আঁচলে মমতায় দিলে ঠাঁই
তোমার আবরু নিলামে তুলেছি আজ এই অবেলায়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪
মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় কবি।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০০
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নূর ভাই।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৫
ফুয়াদের বাপ বলেছেন: মাশাআল্লাহ, আবেগ-প্রতিবাদ মেশানো ভালো লিখেছেন।
জন্মভূমি তো জন্মদাতা মায়ের মতোই। অবাক লাগে, কি করে পারে লোটেরার দল নিজের মাকে অপমান করতে! কি করে পারে মায়ের সম্পদ লুট করে কানাডা/সিঙ্গাপুর/দুবাই/আমেরিকায় বেগমপাড়া বানাতে!! সত্যিই ভাই, আমরা ভিরুর দল। আমাদের পূর্বপুরুষ বীরের মতো লড়ে একটা স্বাধীন ভূমি দিয়েছিল। লুটেরাদের ভয়ে ভিরু হয়ে প্রতিবাদ করতেও ভুলে গেছি আমরা। সক্ষমতার সবটুকু দিয়ে যে যার অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করা উচিৎ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৬
মোছাব্বিরুল হক বলেছেন: চোরেদের কোন জাত ধর্ম হয়না তাই বোধ হয় ওরা নিজের দেশকে লুটে নিয়ে অন্য দেশে সম্পদের পাহাড় গড়ে তুলে।
আমাদের সাধারন মানুষের মূলমন্ত্র হলো আপনি বাঁচলে বাপের নাম, তাই আজ দেশের এই অবস্থা।
মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩০
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর প্রকাশ
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২২
মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ আবেগময়