![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
তুমি আমি দু'জনাতে একলা যখন থাকি.....
- দু'জনাতে একলা কি হয় কভু?
হয়না বুঝি! হয়তো বা হয়,
দুই হৃদয়ে না হয় যদি গভীর মাখামাখি।
- সাধ্য কি আর তোমার কথার খুঁজতে পারি মানে
তাই নিয়তই হচ্ছি ঘায়েল কাব্য কথার বানে।
দিব্বি তোমার সঙ্গী বনে কাটবে জীবন বাকি
আমার কি’বা হৃদয় যে আর করব মাখামাখি।
এই যা! তোমার মুখ যে হলো ভার,
আমি কি আর তোমার মনে চাইছি দিতে ব্যথা
লক্ষী সোনা ওসব ছেড়ে-
বলছি তবে তোমায় এখন কাব্য রসের কথা।
- আমি কি আর তোমার মতো কাব্য কথা বুঝি?
জাগনা-নিশি ঠেলতে হাড়ি কাটছে জীবন রোজ-ই।
তোমার মতো হয়নি তো আর আমার জ্ঞানের ঝুলি
নারী জীবন জন্ম শুধু শুনতে আদেশ বুলি।
প্রিয়তমা, রাগ করোনা; একটু খানি শুন
কারও কাজই নয়তো ছোট নয়তো অচল হীন।
এই দুনিয়ায় তুমি আমি সবাই মরি খেটে
কেন তবে মিথ্যে ব্যথায় মরছ গোবর ঘেঁটে?
- ঠিক বলেছ! আমি কেবল গোবর ঘেঁটেই ফিরি।
খেয়ে-দেয়ে আমার কি’বা কাজ!
তোমার সাথে কথার জালে মাখতে কি আর আসি
থাকতো যদি এই হৃদয়ে একটুখানি লাজ।
দাসির বেটি, এ সংসারে খেটে ই জীবন সাড়া
কেউ কি আমায় মানুষ বলে ভাবে?
ভালো যতো এ সংসারের সবাই নিলে পরে
মন্দগুলো কেবল আমার ভাগে।
তবু আমি জাত বেহায়া লজ্জা শরম ভুলে
জাওলি নাচি সকল কিছু মাথার উপর তুলে।
রোজ সকালের নাস্তা কর, স্কুল অফিসের রাস্তা কর
ভাঙ্গা মেজাজ আস্ত কর- আরো হাজার কাজ,
এসব কি আর করতে আসি থাকতো যদি লাজ?
আহা! আহা! একটু খানি থাম,
অল্প কথার এমন হলো ফল?
কান ধরেছি, মাখবো না আর ভালোবাসার কল।
ছবিঃ Google
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩২
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪৪
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: পড়তে ভালো লেগেছে।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৫
বিজন রয় বলেছেন: আরে আপনি কেমন আছেন?
অনেক দিন পর পোস্ট দিলেন।
নিয়মিত থাকবেন আশাকরি।
শুভকামনা।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: মোটামটি।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৬
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার...