![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
যুগ যুগ ধরে মুসলমানের যে ক্ষতি হয়েছে তার
চার আনা হলে বিজাতির হাতে বারো আনা মোল্লার।
নিজের এলেম অহংকারেতে বিবেকে লাগিয়ে তালা
উল্লাসে কর ধর্ম স্বজাতি আপন বিনাশী খেলা!
ফিকহি মাসালা, ঠুনকো বিষয় মতানৈক্যের জেরে
তোমাদের গড়া তর্ক বিবাদে
মতানৈক্যের প্রতি পদে পদে
কতোজন গেল সত্যের আলো ধর্মের দিশা ছেড়ে।
তোমাদের কাজে খুশি হয়ে দূরে ইবলিস শয়তান
বন্ধনা করে ইসলাম নাশে তোমাদের অবদান।
জ্ঞানের ব্যাপারি সেঁজে-
দু’পায়ির ভীড়ে পাইনা’কো আজ মানুষের জাত খোঁজে।
ধর্মের জ্ঞান যখন বসেছে রিযিকের খোদা হয়ে
দাম্ভিকতার গড়েছে প্রাসাদ জ্ঞানের কুঠুরি ক্ষয়ে।
তাই ভাবি মহাজ্ঞানী-
ভুলের উর্ধ্বে নিজেরে বসাতে ধর্মের দাড়ি টানি।
২| ১৯ শে মে, ২০২৪ দুপুর ১:১৫
এম ডি মুসা বলেছেন: কথা সত্য মনে হয়
৩| ১৯ শে মে, ২০২৪ দুপুর ১:১৭
এম ডি মুসা বলেছেন: আরেকটি মন্তব্য করি,, আমি এই বিষয়ে আগেই বলছিলাম,,, আসলেই অহংকার তো শয়তানে করেছিল,, বাংলা হোক আরবি হোক,,ইংরেজি হোক আর কোরআনে জ্ঞান অর্জন করে নিজেকে বড় দাবি করা মূর্খের দাবিদার সে। জ্ঞানী লোক সদা নত থাকে জ্ঞানের কাছে মানুষের কাছে।
১৯ শে মে, ২০২৪ বিকাল ৫:৫৮
মোছাব্বিরুল হক বলেছেন: ঠিক বলেছেন ভাইজান। মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।
৪| ১৯ শে মে, ২০২৪ দুপুর ২:৪৭
ফেনা বলেছেন: সুন্দর সত্যের চমতকার উপস্থাপন।
ভাল থাকুন।
১৯ শে মে, ২০২৪ বিকাল ৫:৫৯
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৫| ১৯ শে মে, ২০২৪ রাত ৯:৫৮
কামাল১৮ বলেছেন: ইসলাম ধর্মে বহু বিষয়ে দ্বিমতের স্থান আছে।সর্বনাশ হয়েছে সংশোধনের যায়গা না রেখে।
৬| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২৪
টবগমৃুাপৃসত বলেছেন: This poem offers a powerful critique of those who misuse religious authority, highlighting how arrogance and petty disagreements can lead to division and harm within a build now gg community. It serves as a reminder of the importance of humility and true understanding in matters of faith.
৭| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৯
বাউন্ডেলে বলেছেন: বাংলাদেশের মোল্লারা অত্যান্ত জঘন্য চরিত্রের। এরা গুজব ও মিথ্যা তৈরী করে ছড়িয়ে দেয়। অত্যান্ত অর্থ ও ক্ষমতালোভী। এরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কোরান/হাদিস বিকৃতভাবে উপস্থাপন করে । বর্তমানে দেশটাকে তারাই অন্ধকারে নিয়ে গেছে। মানুষের বাক স্বাধীনতা ও মিডিয়ার স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০২৪ দুপুর ১২:৩৭
জ্যাক স্মিথ বলেছেন: এই মোল্লা গোষ্ঠী আর রাজনীতিবিদ এই দুই গোষ্ঠী মিলে দেশটাকে একদম জাহান্নাম বানিয়ে রেখেছে।