নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

মোছাব্বিরুল হক › বিস্তারিত পোস্টঃ

মা

৩০ শে মে, ২০২৪ সকাল ১১:৫৮



শত মমতার গল্প গাঁথুনি পৃথিবীর ভাঁজে ভাঁজে
কিছু নয় তার মাতৃ তুল্য মা তাঁর তুলনা নিজে।
কত প্রিয়জন বন্ধু-স্বজন প্রাণপ্রিয় সন্তান
হতে পারে পর এলে কভু ঝড়
ভুলে শত অবদান।

পুষ্প কাননে মধু আহরণে
ভিড় করে কত অলি,
বাসন্তী স্রোতে অবশেষে ভাসে
মধুময় প্রেম গুলি।
জাগতিক যত প্রীতি ভালোবাসা
যত সুর যত গান
মা গো তুমি ছাড়া মনোহরা ধরা
সবকিছু নিষ্প্রাণ।

মাতৃ মমতা হারিয়েছে যার কী যে ব্যথা সেই বোঝে
সব আছে তবু শূন্যতা জাগে
ধু ধু মরু চর হৃদয়ের বাগে
কোন কিছু নয় সেই ব্যথা সম
সে তার তুলনা নিজে।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২৪ দুপুর ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ। আপনার ছড়া লেখার হাত অতুলনীয়।

কিছু বানান দেখে নিন :

আহরন : আহরণ
ব্যাথা : ব্যথা
শূণ্যতা : শূন্যতা
যত/যতো : যে-কোনো একটা লেখাই ভালো।
এ লাইনে বুঝে না হয়ে বোঝে হবে।

কি যে না হয়ে কী যে হবে।

শুভেচ্ছা রইল।





৩০ শে মে, ২০২৪ দুপুর ১:২৭

মোছাব্বিরুল হক বলেছেন: আপনার মন্তব্য সবসময় অনুপ্রানিত করে। বানান ঠিক করে দিয়েছি। পথ দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।

২| ৩০ শে মে, ২০২৪ দুপুর ১২:১৬

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ দুপুর কবি...

৩০ শে মে, ২০২৪ দুপুর ১:২৭

মোছাব্বিরুল হক বলেছেন: শুভ দুপুর "প্রিয়"

৩| ৩০ শে মে, ২০২৪ দুপুর ১:১১

মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: পাঠে মুগ্ধ হলাম। ভালো লেগেছে। পৃথিবীর সকল পিতা মাতার প্রতি শ্রদ্ধা এবং সন্মান রইল।

৩০ শে মে, ২০২৪ দুপুর ১:২৮

মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

৪| ৩০ শে মে, ২০২৪ বিকাল ৩:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লিখেনতো অনন্য এবং অনবদ্য

৩০ শে মে, ২০২৪ রাত ৮:৪৪

মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.