![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
আমি প্রতিদিন আয়নায় দেখি নিজের সুরত
শান্ত ভদ্র এক আদমের সন্তান
সমাজের চোখে বড় ভালো এক জন
অনেকের মনে নিজেকে গড়ার অবয়ব,তবু-
যখন নিজেকে নিয়ে একা একা ভাবি
নিজেকে এখনো মানুষ ভাবতে লজ্জিত হই
মনে মনে ভাবি এই দেখে বুঝি ডারউইন
বলে গিয়েছিল মানবের জাত সে’তো বাদরের ছা
সৃষ্টির সেরা দাবী নিয়ে বাঁচা আদম সন্তান
নিজেকে গড়তে চায়নি আদমের রূপে
ভোগের খায়েশে পাড়ি দিতে গিয়ে জীবনের পথ
জমিন কাঁপাতে চায় দাম্ভিকতার পদচারণায়।
স্বর্গ-নরক! সে’তো তর্কে তে বহুদূর
দৃষ্টির সীমা পাড়ি দেয়া চোখ, বিশুদ্ধ প্রাণ
জাগতিক মোহ জয় করে যার বেঁচে থাকা, শুধু-
সে প্রাণ পেয়েছে অসীম সুখের স্বর্গের সন্ধান।
পথে পথে আজ বহুরূপী বাড়ে
দিনে দিনে কমে আদমের জাত
নতুন সূর্যালোকে নিজেকে সাজাই আদমের রূপে
জাগতিক চোখে লুকায়িত থাকে ভেতরের রঙ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:২৮
অধীতি বলেছেন: অসাধারণ লিখেছেন। রঙবাজ মানুষেরা আজ মুখোশের ভীরে হারিয়ে ফেলেছে আদিম সুরত।