![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
আশাহত কোন চাতকের মতো আকাশের দিকে
দু’চোখ যখন জমিন ভেজাতে চায়,
প্রভুর আরশ থেকে নেমে আসে রহমের ধারা
অবিরত অবিরাম।
ক্ষুদ্র চাওয়ার বোঝা ভেসে যায় প্রাপ্তি র বানে,
কৃতজ্ঞ মাথা নত হয় তার মালিকের পদতলে।
চাইতে জানিনা আমি,
সমুদ্র জল আজঁলে কি কভু ঠাঁই পেতে পারে?
ক্ষুদ্র কিটের কি’বা হতে পারে জগতের জ্ঞান?
সৃষ্টির কি’বা ক্ষমতা বুঝার স্রষ্টার বিশালতা।
বিচার দিবসে যদি-
তোমার দুয়ারে হিসাবের খাতা হাতে
জেগে উঠি তবে ক্ষমা করে দিও আপনার মহিমা তে।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।