নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাদের্ না বলা কথা

myLx

জমদূত

আমি যেন নিরামিশ না থাই।

জমদূত › বিস্তারিত পোস্টঃ

তোমর জন্য ১৮৬কিলোমিটার

২০ শে জুন, ২০১৪ রাত ৩:৩২

জান!

তোমার পৌন পেয়ে

নিজেকে স্থির রাখতে পারিনি

আর দেরি করিনি

কোন সংশয় ও ছিলনা

পরনের লুঙ্গি টা পাল্টে

অগোচালো ব্যাগ কাধেঁ নিয়ে

বেরিয়ে পড়লাম,

তুমি ডেকেছ

কি আর দূরে থাকা যায়

রিক্সায় করে সোজা শিবু মার্কেট।

বাধঁনের টিকেট কিনে উঠে পড়লাম

মনটা ভরে গেল জান

তোমার বাধঁনে জড়াবো বলেই তো ছুটে চলা।

কোন ভাবনা ছাড়াই

সোজা সায়েদাবাদ

ভাল গাড়ির আশায়

তুমি বলেছ নিরাপদে আসতে

তাড়া করে,

তা কি আর না করা যায়?

কিন্তু জান !

অপ্রত্যাশিত সময়ে ডাকায়

কেন যেন দিদা ,

কৌতৃহল

কেন ডাকছ

অনেক দিনের না দেখা,

জমে থাকা

অনুযোগ বলতে বুঝি।

না কি ছোয়া নিয়ে নিজেকে সৌরভিত করতে,

হাজারো দিদা ,সংশয়

নিয়ে ছুটে চালা।

আমার প্রিয় গাড়ি সী-লাইন

উঠে পড়লাম প্রিয় সিটে

ড্রাইবারের পিছনে

ওখান টাই বসে সব দেখা যায়

প্রকৃতি ,পরিবেশ,মানুষ

মরন কে ও

ভয় পাইয়ে দিলাম?

ছুটে চলা শূরু

সে কি চাপা আনান্দ

সগীয় সুখ অনুভবে

তোমাকে বুঝাতে পারবোনা;

কেন যে ডেকেছ

যাত্রাবাড়ীর জ্যাম পেরিয়ে

চিটাগাং রোড

গাড়ি থেমে থেমে চলছে

তোমার অভিমান ও বাড়ছে বুঝি!

শোন গাড়ি আর থামবেনা এই নোয়াখালীর শেষকাউন্টার ,

দাইদ কান্দি ব্রিজ উপরে আসলে মনট ভরে যায়

নদী দেখলে অনুভুতি বেড়ে যায়

কাছের মানুষ কে নিবিড় করে

পেতে ইচ্ছে করে

এই অনুভুতি উজানের ঢেউ এর মত

উপচে উপচে পড়ে।

এখান টাই বসে

তোমাকে নিয়ে

জাল ভুনি

আপন আলয়ে

জানি তোমার কষ্ট বাড়ছে

কিন্তু জান চাইলে পারিনা

এই জানযট কে

লাগব করতে।

কেন যেন বুঝি না

তোমার অস্তিত্বে

আমার শুন্যতার জম্ম নিল?

শুন ,

আমার পাশের সিটে

যাত্রীর চাচামারাগেছে!

তার কি যে তাড়া

কিছুই করার নেই,

ছোট ছোট জ্যাম আর

তার উপর শুরু হলো বৃষ্টি

এই শহরে তাড়া থাকলেও তাড়া করা যায়না,

নিয়ম কে মেনে নিতে হয়।

কত কিছু মাড়িয়ে আসছি জান

ইলিয়েট গজ্ঞ ,নিমসার,চান্দিনা, গৌরিপুর ,ক্যান্টমেন্ট আরো কত কি

পদুযার বাজার বিশ্বরোড পেরিয়ে ডানে মোড় নিলেই মনে হয় নোয়াখালী চলে এসছি তেমন জ্যাম নেই তবে সরু রান্তা এই যা সমস্যা।



একদিন তোমায় এই শহর ঘুরে বেড়াবো

কংর্কীটের শহরে সবাই কঠিন হয়ে গেছে

মনে হবে আসলে তা নয় ব্যস্ত কাজের কারনে,

বিজয়পুর,লালমাই পেরিয়ে বাগমারা চলে এলাম।

তোমাকে লালমাই পাহাড় দেখাব এবার আর বিজয় পুর হতে তোমার জন্য বিজয় কিনে রাখবো যেন কেউ তোমাকে চিনিয়ে নিতে না পারে

আর লালমাই পাহাড় দেখাবো তোমাকে রঙ্গিন করতে

পাহাড় জানান দেয় উচু থেকে ও সুখ দেয়া যায়,

হ্রদয় বড় করে

হাসছো তাইনা,

সময় দিতে পারবে তো?

ভেবে দেখো।

সোজা রাস্তা লাকসাম পেরিয়ে চৌরাস্তা অতিক্রম করে নিজ

শহরে সুধারাম থানায় চলে এলাম ।

আমার সমস্ত

বাস্তবতার স্নৃতি মানস পটে ফুটে ,মুগদ্ধতা এখন সুদুর হয়ে গেছে

আমি জানি তুমি

বলবে না যোগ্যতা নেই

বলবেনা ভালবাসতে জানি না, বলবে না কাছে টানতে জানি পারিনা

হাজারো না বলা যাবে।

কিন্তু একে আমি কি বলবো অযোগ্যতা নয় কি?

পেরা না পেরার তাফাত বুঝতেছি

কোন উপমা আসছে না,

আমার এই যাত্রা হবে না পেরার দেশে

বুঝতে পারিনি

তুমি কি বুঝেছ

এই যাত্রার শদ্ব

গন্তব্যে পেরার আকুতি কি !

তোমার জানা ছিল না

গন্তব্য পিছিয়ে দেয়ার নির্মমতা কি

এই১৮৬ কিলোমিটারের যাত্রা

হবে না পেরার......................................।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.