![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলতো ভালো বাসা আজ কেন?
আরে বোকা কে বলেছে আজ
প্রতিটি মিনিট হতে ৬০ সেকেন্ড লাগে
ভালবাসা ঐ সময়ের মত
বিন্দু বিন্দু করে জমে ,
জমে জমে বিশাল হয়
বুঝলাম; তবে আজ পালন করতে হবে কেনো!
পালন না , তোমাকে দেখিয়ে দিতে চাই আমরা সবাই
হলাম ভালবাসা বাসি মানুষ!যারা দেখাতে পারে না
তারা বুঝি ভালবাসেনা ?
আরে না ..
হিংসা তৈরি করে দেখিয়ে দেই
একটা দিন অনন্তত
তুমি তোমার প্রিয়জনের জন্য রাখ
পৃথিবী কে জানিয়ে দাও ভালবাসা কেমন?
যে যার অস্থান হতে ,
ফুল নিয়ে আসতে হবে বলিনি , মালা নিয়ে আসতে হবে বলিনি
সুন্দুর শাড়ি পড়ে আসবে তাও বলিনি
বলিনি তো লেকের ধারে আসতে হবে
বলিনি তো নায়ে করে নিয়ে গুরতে হবে, বলিনি তো তাজ মহল দেখাতে হবে
শুধু পাশে রবে আজ
নয় কোন কাজ...!
বসন্তের সাথে মিতালি করে
ভালবসা আসে কেন?
না রে;
কোন দিন নেই
ক্ষন নেই
যখন যেথায় যেখানে সেখানে
পড়ে রয় ভালবাসা ।
বুঝেনিতে হয়
বলে দিতে হয়
আপন কে ভালবাসা।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫১
আরণ্যক রাখাল বলেছেন: ভালবাসা দিবসের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১০
জমদূত বলেছেন: ভালবাসা বেচেঁ থাকুক না পাওয়ার মাঝে , পাওয়াতে সুখ নেই। কারন বেশি সুখ হলে অনুভুতি নষ্ট হয়ে যায়।ভালবাসা আর সেখানে থাকেনা।