নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

চাইলেই কি পাওয়া যায় । প্রশ্ন থেকেই যায় । মুল্যবোধের ব্যবহার কত দূরে ।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

১ । সম্ভাবনার তীরে দাড়িয়ে যখন শুধু অন্ধকার দেখা যায়,

তখন দেশাত্ববোধ আর জীবনের উপলব্ধিবোধ ফ্যাকাশে হয়ে যায়,

তবুও আমরা এই মানুষ নাম প্রানীরা ঘুড়ে দাড়াতে চাই,

চাই সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে ।।

২ । দেশপ্রেম শব্দটার সাথে ছোটবেলা থেকে পরিচয় হয়েছে বইয়ের পাতায়,

বই পড়ে মুখস্ত করে পরীক্ষা বেশ ভালো ফলাফল করেছি বটে,

কিন্তু জীবনের মধ্য বয়সে এসে এখন খুজছি দেশপ্রেম নামক শব্দটার উপলব্ধি বোধ,

অনেকের দারস্থ হয়েছি বটে,

বাস্তবতা খুজে পাইনি আজও । কেহ জানলে জানানোর জন্য অনুরোধ রইল!!!!!!!!

৩ । জীবনের মধ্য বয়সই নাকি সর্বোতকৃষ্ট সময় জানার-বোঝার-উপলব্ধি করার ।

কিন্তু আমি কেন এত অজানার মাঝে হাবুডুবু খাচ্ছি ।

পৃথিবীর সকল মানুষ এক এই কথার সত্যতা কোথায় পাবো !!!!!!!!!!!!!

এখনো মানুষকে শিখাতে শুনি - পৃথিবীর সকল মানুষ এক ।

পাল্টা প্রশ্নও অনেককে করতে শুনেছি - তাহলে এত প্রকারে ভেদাভেদ কেন ?

কালো - সাদা, ধর্মের ভিত্তিতে একশ্রেনির মানুষ অন্য ধর্মের মানুষই মনে করেরা ।

কেও বল হিন্দুদের মালায়ন, আবার কেহ বলে মুসলিমদের নাইরা, কেহ বলে হিন্দুদের মামা বাড়ী ভারত, কেহ বলে মুসলিমদের মামা বাড়ী পাকিস্তান.... এই যে ভেদাভেদ কবে দুর হবে । নাকি আদৌ কোন দিন হবেনা । এ ধারা অব্যাহত থাকবেই ।.....

তবে আজ আমার অজানা প্রশ্ন থেকেই যায়, আমি মানুষ হব কবে ???????????

কি প্রয়োজন ছিল এই পুথিগত বিদ্যা অর্জন করার !!!!!!!!!!!!!!!!!!!



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

ইখতামিন বলেছেন:
মানুষে মানুষে ভেদাভেদ দূর হোক

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

অপর্না হালদার বলেছেন: মানুষ হিসেবে আমারও এটাই কাম্য ।

ধন্যবাদ আমার পোষ্টটি পড়ে মন্তব্য করার জন্য ।

আপনার প্রতি শান্তি বর্ষিত হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.