নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ- Thanks Maa (Hindy)

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:০৭

অন্যদের মুভি রিভিউ দেখে মনে হল কাজটি আমারও করা উচিত। আজ আমি ভারতীয় মুভি থ্যাংকস মা (Thanks Maa) নিয়ে কিছু কথা বলব। এটা আমার দ্বিতীয় মুভি রিভিউ।

প্রথম রিভিউ ছিল যুগ্ধ শিশু



ইরফান খানের পরিচালিত মুভিটি ২০০৯ সালে মুক্তি পেয়েছে। তারপরও কেন জানি মনে হয় মুভিটি অনেকেই দেখেনি। ১২০ মিনিটের ছবিটিতে মূল ভুমিয়ায় রয়েছে কিছু পথশিশু, যারা তাদের জন্ম পরিচয় জানে না। আইডিএম এ মুভিটি ৭.৬ রেটিং পেয়েছে।



আসুন মূল কাহিনীতে আসা যাক।



ছবিটির প্রথমেই কিছু বস্তির বাচ্চাদের জীবিকার তাগিদে চুরি করতে দেখা যায়। যারা ভিন্ন সময়েই নানা জায়গায় চুরি করে পরে তা নিজেদের মাঝে ভাগ করে নেয়। একসময় একটি ছেলে পুলিশের হাতে ধরা পড়ে ও তাকে বাচ্চাদের নার্সিং হোমে রাখা হয়। নার্সিং হোমের তত্বাবধায়ক ছেলেটির সাথে সেক্স করতে নানাভাবে চেষ্টা করে, ভয়ে ছেলেটি রাতের আধারে নার্সিং হোম ছেড়ে পালিয়ে আসে।



কিন্তু পালানোর সময় সে মূল ফটকের সামনে গাড়ি থেকে এক মহিলাকে একটি বাচ্চাকে রেখে যেতে দেখে। কিছু কুকুর বাচ্চাটিকে কামড় দিতে চাইলে সে বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায়। ছবিটির মূল ভুমিকা শুরু এখানেই।



একজন বাচ্চা যে নিজেই অবহেলিত তার পক্ষে অপর একটি নবজাতকের যত্ন নেয়া যে কী কঠীন তা ছবিতে ফুটে উঠেছে। এতো কষ্টের পরও সে বাচ্চটিকর তার কাছ থেকে হাতছাড়া হতে দেয়নি। নবজাতকটিকে নিয়ে চার পথশিশুর যে ব্যস্ততা তা ছবিটি না দেখলে বুঝবেন না।

বাচ্চটির মাকে খুজে পেতে চলে তাদের নানা কৌশল। যার মাঝে ফুটে উঠেছে পুরুষদের অন্য নারীদের প্রতি আসক্ততা, নানা অসামাজিক দিক, পতিতালয়ের বাস্তব কিছু দিক। যেমন সমাজে সবাই ছেলে সন্তান চাইলেও পতিতালয়ে সম্পুর্ণ ভিন্ন। কেননা তাদের সমাজে কোন অবস্থান নেই আর পতিতালয়ে সবাই একটা সময় পর্যন্তই কাজ করে তারপর তাদের আর কেউ খোজও নেয় না। এসময় একটি মেয়েই তাদের অন্য দিতে পারে। মা হয়ে মেয়েকে অন্যের কাছে বেচার মতো কিছু কষ্টকর ও অসামাজিক দিক যেমন ছবিটিতে আছে, তেমনি সমাজের অসৎ চরিত্রের মানুষকেও দেখানো হয়েছে যারা নিজ স্ত্রীকে ঘরে রেখে এমন কাজে লিপ্ত হয়।



অনেক পথ চলার পর অবশেষে বাচ্চাটির মাকে খুজে পেলেও, মাটি বাচ্চাকে নিতে অস্বীকার করে পালিয়ে যায়। পরবর্তীতে দেখা যায় সন্তানটির জনক মেয়েটির নিজ বাবা।



অবাক করার মতো হলেও ২০০৯ এ মুক্তি পাওয়া ছবিটির কাহিনি আজ ভারতে বর্তমান। কেন জানি ভারতে অস্বাভাবিহ হারে নিজ ঘরেই নারী নির্যাতন বেড়ে গেছে।



ছবিটির শেষে ভারতে নারী নির্যাতনের উপর নানা তথ্য তুলে ধরা হয়েছে।



এমন একটি ছবির নাম Thaks Maa রাখার যুক্তিটা অনেক সুন্দর। কেননা আমাদের সকলেরই উচিত নিজ মাকে ধন্যবাদ জানানো। কারণ তিনি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, তার পরিচয়ে বড় করেছেন, জীবনের প্রতি মুহুর্তে তার মমতার হাত মাথায় রেখেছেন। যদিও আমরা অনেক সময়ই মাকে ভুলে নানা মানুষকে নিয়ে আনন্দে মেতেছি, কিন্তু মা সবসময়ই তার সন্তানকে আগলে রেখেছেন।



যারা ছবিটি দেখেননি তাদের দেখার অনুরোধ রইল।



আসুন আরও একবার বিশ্বের সকল মমতাময়ী মাকে স্বরণ করি, তাদের প্রতিদান দেবার ক্ষমতা বিধাতা আমাদের দেননি। তবে সেবা করার কিছু সুযোগ দিয়েছেন। যাদের মা গত হয়েছেন, তাদের কিছু বলার নেই। আসুন আমরা পৃথিবীর সব মাকেই সন্মান করি, কারণ মা তো মা ই হয়, হোক না সে আপনার বা আমার।



মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মুভি রিভিউ পড়ে ছবিটি দেখার আগ্রহ হচ্ছে।

ধন্যবাদ, আজকের বাকের ভাই।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৯

আজকের বাকের ভাই বলেছেন: কিছুটা হলেও সার্থক মনে হচ্ছে।
ধন্যবাদ

২| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

আমি ইহতিব বলেছেন: ভারতীয় হিন্দি একটা এ্যাডে - Thanks Maa এই কথাটা বলে। আমার মেয়েটা এই এ্যাডটা দেখলে আমাকে জড়িয়ে ধরে বলে - Thanks Maa। কি যে ভালো লাগে তখন!!! তাই নাম দেখেই ছবিটি দেখার আগ্রহ হচ্ছে। আর আপনার রিভিউ সেই আগ্রহের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

১৫ ই জুন, ২০১৪ রাত ১১:৪০

আজকের বাকের ভাই বলেছেন: ধন্যবাদ আপনার অনুভূতি শেয়ার করার জন্য। মুভিটি দেখলে ভাল লাগবে মনে হয়।

৩| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ২:০৬

আরজু পনি বলেছেন:

নারী নির্যাতন সর্বত্র প্রকাশিত না...নীরব নির্যাতনগুলি প্রকাশিত হলে আরো ভয়াবহ চিত্র উঠে আসতো ।

আপনি বেশ সুন্দর করে লিখেছেন কিছু মেসেজ সহ ।

শুভেচ্ছা রইল ।

আপনার গতমাসের রিভিউটি সময়মতো না চোখে পড়াটাতে অস্বস্তি হচ্ছে ।

ভালো থাকুন আর লিখুন এভাবেই সচেতনতা জাগানো লেখা ।।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:১৬

আমি ইহতিব বলেছেন: এই মাত্র দেখলাম মুভিটি। চোখের পানি আটকাতে পারিনি শেষটুকু দেখে।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৮

আজকের বাকের ভাই বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ।

০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৪

আজকের বাকের ভাই বলেছেন: আপনার ব্লগ ঘুরে এলাম, অনেক ভাল লাগল।
আপনি যে আমারও চেয়েও ভাল বিশ্লেষক তাতে কোন সন্দেহ নেই।
আপনার প্রতি ছোটভাই হিসাবে ভালবাসা রইল আর স্নেহর অপেক্ষায় রইলাম।

৫| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: রিভিউ সংকলনে যাচ্ছে ...
টরেন্ট ডাউনলোড লিংক যোগ করে দিলে ভালো হয় ...

২২ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪১

আজকের বাকের ভাই বলেছেন: আপনার কথাটি বুঝতে পারিনি

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

সুপ্ত আহমেদ বলেছেন: দেখবো ভাবছি। ভালই হবে তো মনে হচ্ছে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.