নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

সরকারের নতুন ভাবনা ও আমার কিছু কথা

০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৫

লিখতে বসেছি কিন্তু শুরুটা কিছুতেই করতে পারছি না, তাই কোন প্রকার নিয়ম না করেই লিখলাম। গত কিছুদিন ধরে সরকারের নতুন অনেক ভাবনা আমায় ভাবিয়ে তুলেছে। ভাবনাগুলো খারাপ নয় তবে কতটা লাভবান হব বা কারা লাভবান হবে তাই ভাবনার বিষয়।



১।

এখন থেকে বিদুৎ খাতে কোন ভুর্তকি দেবেনা সরকার, নিজের ব্যবহ্রত বিদুৎ খরচ নিজেকেই বহন করতে হবে।

#

কাজটা আগেই হলে খারাপ হত না, আমাদের সেই সামর্থ্য ছিল তবে এখন নেই। আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরা যখন ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে না করেছিল তখন সরকার বা সুশীল সমাজের কেউ শুনেনি। আকাশ সমান শর্ত নিয়ে বিদ্যুৎ আমদানি করেছে সরকার।

সেইসব শর্তের তেমন কোনটাই মানতে পারিনি সরকার, যে পরিমান বিদ্যুতের টাকা আমরা দেই তাও পাইনি কারণ বাংলাদেশে আসার আগেই ভারতের নানা ছইটমহলে তার একটা বড় অংশ চুরি হয়ে যায়, আর সরকারের উচ্চমহল নিশ্চুপ।

বারবার বিদ্যুতের দাম বাড়াতে মানুষ অনেকটাই নাজেহাল, এরপর ভুর্তিকি বাদ দিলে আবার বাড়বে বিদ্যুতের দাম। আবারও সমষ্যায় পড়ব আমরাই।



২।

ঢাকা ও চট্টগ্রামে ব্যাটারিচালিত রিক্সা চলাচল নিষেধ।

#

ভাবনা অনেক ভাল কিন্তু কোন প্রকার বিকল্প না দিয়ে এমন সীদ্ধান্ত কতোটা ভাল হল তাই চিন্তার বিষয়। শুধু ঢাকায় যে পরিমান ব্যাটারিচালিত রিক্সা আছে তা কী হবে? যাদের জীবিকা মাধ্যম এই রিক্সা তারা কীভাবে বাচবে?



যখন প্রথম এই রিক্সা আসে তখন কেন সরকার কিছু বলল না আর এখন যখন অনেকেই নিজের সমস্ত খরচ করে একটি ব্যাটারি চালিত রিক্সা নিয়ে পরিবারের সবার দুবেলা খাবার জোগাড়ে ব্যাস্ত তখন এমন স্বীদ্ধান্ত শুধু তারই নয় বরং সেই পরিবারের সবার মুখের খাবার ছিনিয়ে নিবে।

তাই এই আইন বাতিল করে এমন নতুন রিক্সা তৈরী বন্ধ করতে হবে, আর সবাইকে এক বছর বা দুইবছর সময় বেধে দিতে হবে। আর শুধু ঢাকায় নয় দেশের সব জায়গায় এই আইন করে দিতে হবে এবং এর বাস্তবায়ন কঠোর নজরদারিতে করতে হবে।





মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.