![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই শিক্ষা আরহোনে আমরা সেই অ আ ক খ থেকে আজও ছুটে চলেছি। অনেকেরই ঝুলিতে এ+, গোল্ডেন এ+ সহ নানা সুনামের খতিয়ান নামা আছে, উচ্চ শিক্ষার জন্য আমরা আজ নানা বিশ্ববিদ্যলয়ে পড়ছি, আরোহন করছি শিক্ষার নানা কিছু। কিন্তু তারপরও কী আমরা শিক্ষিত হতে পেরেছি?
আমাদের শিক্ষা কী শুধু কিছু কাগজেই সীমাবদ্ধ থাকবে, না এর প্রকাশও ঘটবে। আমি দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, নিজের কাজে বা অকারণেই ঘুরতে। আমার একান্ত ইচ্ছে থেকেই ঘুরে এসেছি সেই সকল প্রতিষ্ঠানের ওয়াসরূম থেকে, সবগুলোর দষা একই।
কতো কথা, কতো কবি, কতো শিল্পি নিজ হাতে টয়লেটের দেয়ালগুলোতে নানা কথা লিখে রেখেছে। অনেকে আবার কিছু ফোন নাম্বার দিয়ে নানা মন্তব্য দিয়েছে, তাতে অনেকটা ফেসবুকের মতো পরের আগতরা কমেন্ট করে এসেছে।
এই কি আমাদের শিক্ষার বহিঃপ্রকাশ! এই কি আমাদের নৈ্তিকতা?
যারা কথাগুলো লিখে তাদের পরিবারে কী মেয়ে নেই, তারা কী কোনদিন কণ্যা সন্তানের অভিভাবক হবেন না? কিছু লেখার আগে তারা কী নিজের পরিবারের বোনটির কথা ভাবে না?
নিজের ক্লাসমেট যে মেয়েটি তার উপর বিস্বাস করে নিজের মোবাইল নাম্বারটি দিয়েছে, তা কি কোন টয়লেটের দেয়ালে লিখে দামদর করার জন্য?
আমাদের ভাগ্য অনেক ভালো যে দেশে অনেক নিম্ন শিক্ষিত/অশিক্ষিত মানুষ আছে, যারা পেটের দায়ে এ সকল প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে কাজ করে। যারা উপরের নির্দেশে বছরের কিছু সময় রঙ হাতে এই দেয়েলগুলোর লেখন গুলো মুছে দেয়, হয়তো আবার কোন শিক্ষিত শিল্পি তাতে নিজের মনভাব প্রকাশ করবে বলে।
চতুর্থ শ্রেণীর এই সকল কর্মচারীর সবাই কিন্তু বকলম নয়, কিছু জানে বলেই তারা চাকরি পেয়েছে। যারা আমাদের মতো শিক্ষার্থীকে সন্মান দেয় কারণ আমরা দেশের উপকার করব, দেশের জন্য কাজ করব, তাদের জন্য কাজের জায়গা তৈরী করব বলে। কিন্তু যারা এসব লিখে বেড়ায় তারা কী করে এই লোকগুলোর সাথে চোখ মেলায় তা জানার ইচ্ছে রইল?
ইচ্ছে আরেকটা আছে। সাধারণত সকল প্রতিষ্ঠানেই মেয়েদের জন্য টয়লেট আলাদা থাকে, তো তাদের টয়লেটের দেয়ালগুলো কেমন ভাবে অঙ্কিত তা জানার। এই লেখাটি যদি কোন আপু পড়ে থাকেন তবে জানাবেন।
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০২
আজকের বাকের ভাই বলেছেন: ধন্যবাদ।
বানানটা ঠিক করে দিয়েছি।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৭
গোলাম মহিউদ্দিন বলেছেন: ভাই আগে বানানটা ঠিক করেন। ওটা শুশিক্ষিত হবে না, হবে সুশিক্ষিত।