নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

হতাশায় আমাদের কৃষকেরা, বাচাতে এখনই পদক্ষেপ নেওয়া দরকার

১৬ ই মে, ২০১৫ সকাল ১১:৪০

ছোটবেলায় বইয়ে পড়েছি, আমাদের দেশের ৮০% লোকই কৃষিকাজ করে। এটা খুবই ভালো কথা সেই ৮০% এর অনেককেই একন নানা পেশায় লিপ্ত। কিন্তু কেমন আছে আমাদের কৃষকেরা?
গত বছর দেখেছিলাম, ঠাকুর গায়ে রাস্তায় আলু ফেলে তাদের প্রতিবাদ জানাতে। কারণ আলুর দাম ছিল খুবই কম, যদিও তখন ঢাকায় আলু কিনতে আমাদের অনেক টাকা গুনতে হয়েছে। এবার বাসায় গিয়ে ধান চাষীদের করুণ দষা দেখে আসলাম।

গ্রামে সাধারণত সবাই নিজের জমিতে ধানই চাষ করে বেশী। তা থেকে বছরের খাবারের চালের জন্য কিছু ধান রেখে বাকীটা বিক্রি করে দেওয়া হয়। অনেককেই আবার ধার দেনা করে ধান চাষ করেছেন, আশা ছিল ধান বিক্রি করে দেনা পরিষোধ করেও থাকবে কিছু। কিন্তু তা আর হবে না, কারণ দামের দেখা নেই। ফসলের দাম যে একবারেই থাকে না তা নয়, যাদের সামর্থ্য আছে তারা গুদামজাত করে রাখে। পরে ভালো দাম এলে বিক্রি করে দেয়, কিন্তু ছোট চাষীরা?
আপনারা জানেন, বর্তমানে এনজিও এর সংখ্যা অনেক, তাদের কাছ থেকে লোন নিয়ে যারা চাষাবাদ করেছে তারা আছে আরো করুণ দষায়। এলাকায় ইরি ধান (ভালো নাম মনে নেই) এর মণ ৩৫০, আর অন্য ধান ৫০০ টাকা মণ। যেখানে গরুর মাংসের দাম ৩৬০ টাকা, হিন্দুদের জন্য খাসীর দাম বাদই দিলাম।

সরকার প্রতি বছর বাইরে থেকে চাল না কিনে যদি আমাদের কৃষকদের দিকে তাকিয়ে একটি ভালো দামে ধান কিনে চাল বানাতো। তবে যে পরিমান ধান আবাদ হয় তাতে আমরাই চাল রপ্তানি করতে পারতাম। বেশী কিছু না শুধু কৃষকদের বাচানো মন মানষিকতা থাকেই সব সম্ভব। কারণ যেদিন তারা অতিরিক্ত ধান আবাদ বাদ দিবে সেদিন চালের আনতে হবে বাইরে থেকে। আর এতো ভুট্টা বা গম দিয়ে কী করবেন বলুন, বাঙ্গালী একান্ত ঠেকায় না পড়লে তিনবেলা ভাতই খায়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:১৯

সুমন কর বলেছেন: সরকার প্রতি বছর বাইরে থেকে চাল না কিনে যদি আমাদের কৃষকদের দিকে তাকিয়ে একটি ভালো দামে ধান কিনে চাল বানাতো। তবে যে পরিমান ধান আবাদ হয় তাতে আমরাই চাল রপ্তানি করতে পারতাম।

ভালো বলেছেন।

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২২

আজকের বাকের ভাই বলেছেন: ধন্যবাদ, পড়ার জন্য।

২| ১৬ ই মে, ২০১৫ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


কৃষককে কৃষিতে টিকাতে অনেক টাকা খরচ হচ্ছে, আরো দরকার।

১৭ ই মে, ২০১৫ সকাল ৯:৪৭

আজকের বাকের ভাই বলেছেন: নিজের অনেকেই কৃষিকাজ করে, তাই জানি আপনার কথাটি সত্য।
সরকার কিছু সার আর পেট্রোলের টাকা দিলেই কিন্তু কৃষক বাচবে না, কৃষককে বাচাতে ফসলের নায্য দাম দরকার।

কিছু মনে করবেন না গাজী ভাই, আমার কেন জানি মনে হয় এই সরকার কখনোই এই সিন্ডিকেট কে দমানোর চেষ্টা করবে না।

৩| ১৭ ই মে, ২০১৫ সকাল ১১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভ জন্মদিন।

কৃষক রক্ষা না পেলে বাংলাদেশের অর্থনীতি অচিরেই হুমকির মুখে পড়বে।

১৭ ই মে, ২০১৫ সকাল ১১:৩৫

আজকের বাকের ভাই বলেছেন: অশেষ ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য। আপনি দিয়ে মোট চার জন শুভেচ্ছা জানালো। জন্মদিন নিয়ে একটি বিশেষ পোস্ট লিখেছি গত রাতে, সেখানে আপনার মন্তব্য পেলে খুশি হব।

৪| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৫

মেশকাত মাহমুদ বলেছেন: ধন্যবাদ সময় উপযোগী একটি পোস্টের জন্য। আমার পরিবারও কৃষিজীবী। যদিও বাড়তি ইনকাম সোর্স আছে। লাভ তো হওয়ার প্রশ্নই আসেনা। উলটো ধান বিক্রি করলে মণ প্রতি কমপক্ষে ২০০ টাকা লস। এখন বলেন কৃষক যাবে কোথায়। সরকার ৮৮০ টাকা দাম ধরেই শেষ। আর কোন দ্বায়িত্ব নেই। শুধু ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করলে চলবেনা। আমদানি পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। সরকারী উদ্যোগে চাল রপ্তানী করতে হবে। তাইলে কৃষক বাঁচবে। অন্য কোন বিকল্প পথ নেই। আপনাকে জন্মদিনের লেট শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।

১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

আজকের বাকের ভাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.