![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন কিছু লেখিনা। কয়েকদিনের পর্যবেক্ষন এ মনে হল বিনয় সত্যি একটি শিল্প। তাই লিখতে ইচ্ছে হল।
বিনয় সবার দ্বারা হয়না। পাড়ার চায়ের দোকানে বসে কিছু পয়সা খরচ করে দু চারটি সাংগু পাংগু রেখে গুন্ডামি, বাঁদরামি করাটা বেশ সোজা, কিন্তু বিনয়ী হতে বেশ সাধনার প্রয়োজন। শিক্ষার প্রয়োজন, শিক্ষা বলতে সুশিক্ষা। স্বশিক্ষা যাকে বলে। অন্যের মতকে সম্মান দেয়া, কি বলতে চাইছে পুরোপুরি শোনা, স্বচ্ছচিন্তার সাথে জবাব দেয়া, দুর্বলকে তাচ্ছিল্য না করে তার কথাগুলো শুনে ধৈর্য সহকারে সাহায্য করা সব কিছুই বিনয়ের অন্তর্ভূক্ত। হাসিমুখে গ্রহন করাটা সব সময় হয়ে ওঠে না। অহমিকা, লালসা, হিংস্রতা, আমি খাব, আমি হব, আমি নেতা, আমি সেরা ইত্যাদি দাম্ভিক বাক্যগুলো বিনয়কে গুড়িয়ে দেবার জন্য যথেষ্ট।
মানুষ তখনি বিনয়ি হতে শেখে যখন সে বুঝতে পারে ধরণীর বিশাল আয়তনের হাজারো রুপ,রঙ, রসে সে একজন শূন্যের কাছাকাছি মাত্র। তবে এই অনুধাবন সহজে আসে না। দু চার কলম পড়াশোনা করে, কিছু একটা জায়গা পেয়ে কিংবা কোন একটি দলের কর্ণধার বা ছোটখাট পোষ্ট পেল কিনা মানুষের মাঝে বিনয় এর কমতি দেখা দেয় দিনের আলোর মত।
বখাটে দের ক্ষেত্রে তো আরো ভয়াবহ। বখাট্যপানা যেদিন থেকে হাতে নেয় সেদিনই বিনয় এর পুরো গুষ্টি উদ্ধার করে তারা দুগ্ধস্নান করে। আর পরবর্তীতে এতটাই ওদ্ধ্যেত হয়ে ওঠে যে, বুঝতেই পারে না পতনের কতটা কাছে এসে গিয়েছে সে। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। কথাটি বেশ সত্য।
বিনয়ী হওয়া আর বিনয়ী হবার অভিনয় করা দুয়ের মাঝে বেশ পার্থক্য রয়েছে। বিনয়ী হবার অভিনয় করাটা বেশ সহজ। মাঝে মাঝে কাজেও লেগে যায়। তবে প্রশ্ন যখন শিল্পের, তখন তার বিশ্লেষণ ও প্রকোট।
বিনয়ী হওয়া আর দুর্বলতা এক জিনিস নয়। বিনয়কে দুর্বলতা ভেবে মানুষ এই পদের শিল্পীদের বেশ অবমাননা করতে চায়। দুর্বলতা প্রকাশ পায় পিছু হটায়, বিনয় প্রকাশ পায় হাসিমুখে গ্রহন করবার ও সঠিক উপায়ে মোকাবেলা করার মাঝে। বিনয়ী কখনোই বিনা কারণে উচ্ছৃঙ্খলতা দেখায় না। বখাটেরা কারণহীন অকারণে উচ্ছৃঙ্খলতা দেখিয়ে নিজের অসারতা প্রমান করে। বখাটে দু প্রকার: শিক্ষিত বখাটে, অশিক্ষিত বখাটে। শিক্ষিত বখাটেরা এক শ্রেণীর উজবুক! যদিও উজবুক রা বেশ বুদ্ধিমান। এরা মূলত ভাবার্থে উজবুক।
বিনয়ী হতে বেশ জানতে হয়, বেশ ভাল ভাল কাজ করতে হয়, ভাল বই পড়তে হয়, বড় বড় মানুষদের সাথে মিশতে হয়, তাদের কর্মগুলো দেখতে হয়। বড় বড় মানুষ বলতে অর্থ সম্পদ কিংবা কুক্ষিগত ক্ষমতা বেঁচে খায় কোন ব্যক্তি নন,বা নোংরা রাজনীতি চর্চার কোন অনুসারী নন, বড় মানুষ বলতে আলোকিত মানুষ কে বোঝায়।
"আমি জানিনা" I don't know- কিংবা মাফ করবেন, ভুল হয়েছে-এটা সবাই বলতে পারে না। যারা পারে তারা শিল্পী। বিনয় একটি শিল্প। এ শিল্পের কর্ণধার সবাই নয়, ছদ্মবেশী অনেক আছে, কিন্তু শিল্পীর পরিমান খুবই কম। আর মন থেকে উজার করে সম্মান শুধু সেই শিল্পীদের জন্যই।
©somewhere in net ltd.