নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঃ হাকিম চাকলাদার

আঃ হাকিম চাকলাদার › বিস্তারিত পোস্টঃ

সাউদীতে ধর্ষনের উপর গবেষনা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫০







লেখক- হাসান মাহমুদ

প্রকাশক- আবদুল হাকিম চাকলাদার (লেখকের অনুমোদনক্রমে)



এই ভিডিওটায় সাউদীর ধর্ষনের একটা চিত্র তুলে ধরা হয়েছে।এতে দেখানো হয়েছে সেখানে প্রায় এক চতুর্থাংস শিশু নিয়মিত ধর্ষিত হচ্ছে।

প্রায় ৪৬% ছাত্র/ছাত্রী সমকামিতার শিকার হচ্ছে।

৬২% ধর্ষনের কোন রিপোর্ট হচ্ছেনা।অনেক ক্ষেত্রে এসব ধর্ষন নিজস্ব আত্মীয় স্বজন দ্বারা হচ্ছে।

রিপোর্টে দেখানো হয়েছে ১৬% ধর্ষন আত্মীয় স্বজন দ্বারা হচ্ছে।

এদের মধ্যে ৫% হয় ভাই-বোনের মধ্যে, ২% শিক্ষকদের দ্বারা. ১% হয় পিতা/মাতার দ্বারা।

জেদ্দার আর্ম ফোর্স হাসাতালের প্রেসিডেন্ট DR. INAM (AL-RABI) সতর্ক করে বলেছেন-আমরা অদুর ভবিষ্যতে এমন একটি সমাজ পেতে চলেছি, যেখানে সমকামিতার প্রাদুর্ভাব এসে যাচ্ছে।

কারণ, হাসপাতালে ধর্ষিত শিশুর আগমনের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। একই সংগে শিশুদের উপর নির্যাতন ও বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো উল্লেখ করেন, হাসপাতালে প্রতি সপ্তাহে অন্ততঃ ৩ জন করে ধর্ষনের আঘাত প্রাপ্ত শিশু চিকিৎসার জন্য আগমন করতেছে।

পশ্ন- এই গবেষনাটা কত এরিয়া লয়ে করা হয়াছে?

উত্তর-সঠিক এরিয়াটা আমার জানা নাই। তবে এটা সাউদী জাতির নিকট থেকে গ্রহণ করা হয়েছে।এটা সাউদীদের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে।এটা অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য।

এ ছাড়াও সাউদীর একটি সামাজিক প্রতিষ্ঠানের অফিসের তদারকীতেও একটি প্রকাশনা বেরিয়েছে, সেটাও অত্যন্ত ভয়াবহ।

এই রিপোর্টে দেখানো হয়েছে, রিয়াদের ৪৬% ছাত্র/ছাত্রী সমকামিতার শিকার হয়েছ।

জেদ্দায় ২৫% ছাত্র/ছাত্রী সমকামিতার শিকার হয়েছে।

তিনি দাবি করছেন, আমাদের অতিসত্বর এটা প্রতিহত করা প্রয়োজন।

তিনি দুখ করে করে বলেছেন আমাদের সমাজের ছাত্র- ছাত্রীদের একটি অংস সমকামী তে পরিণত হয়ে গিয়েছে।আমাদের কোন শক্ত সমাজ নাই।

এ সংবাদ গুলী বর্তমানে সাউদী পত্রিকাগুলী ফলাও করে প্রকাশ করছে।

লেখক পরিচিতি-

বই ও ভিডিও এর লেখকওয়ার্ল্ডমুসলিমকংগ্রেসেরউপদেষ্টাবোর্ডেরসদস্য, দ্বীনরিসার্চসেন্টারহল্যাণ্ড-এররিসার্চএসোসিয়েট, মুসলিমসফেসিংটুমরো‘রজেনারেলসেক্রেটারী, ফ্রিমুসলিমসকোয়ালিশন-এরক্যানাডাপ্রতিনিধি, আমেরিকান ইসলামিক লিডারশীপ কোয়ালিশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং খুলনা‘র “সম্মিলিতনারীশক্তি”রউপদেষ্টা। শারিয়ার উপরে “শারিয়াকি বলে, আমরাকিকরি” ওআন্তর্জাতিকপ্রশংসিতডকু-মুভি “হিল্লা“, “নারী” ও “শারিয়াপ্রহেলিকা” –লণ্ডন ও টরন্টো‘র স্কুলে ধর্মীয় শিক্ষা ক্লাসে দেখানো হয়।



লেখকের নিজস্ব সাইটঃ http://hasanmahmud.com/



সূত্র-



https://www.youtube.com/watch?v=eqZLrtpp9t0





http://www.translatingjihad.com/2012/....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সউদিতে বাপেরা তাদের কন্যাদের মূল্য কমাইলেই অন্তত ৮০ভাগ সমস্যা মিটে যায়। ছেলেরা অতি উচ্চমূল্যের কারণে বিয়ে করতে পারে না। কন্যার বাপেরা ৪০ থেকে ৫০ হাজার রিয়াল না পাইলে কন্যারে বিয়া দিতে রাজি হয় না।

আজকাল মেয়েরাও চাকরি করে। তাইলে তাদের সময় মত বিয়া করবার অধিকার দেওয়া হোক। তাও তো সঊদি সরকার করবে না। তো সমকামী বাড়বে না তো কী হবে?

কিছুদিন আগে একটা সংবাদ পড়ছিলাম, সউদিতে ১০লাখ মেয়ে আইবুড়ি হবেন, মানে উপযুক্ত বয়সে তাদের বিয়া হইতাছে না। মেয়েরা পুরুষদের অনুরোধ করছিল একজন যেন চারটা করে বিয়া করে, সেটাও সমর্থন পায় নাই।

কাজেই মেয়েদের মোহরানার পরিমাণ যতদিন ৫ থেকে ১০হাজার রিয়াল নির্ধারণ করা না হবে, অল্প আয়ের সৌদি যুবকেরা বিয়া করতে না পাইরা সমকামে লিপ্ত হবেই। মেয়েদের বেলায়ও একই কথা।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৪

লিখেছেন বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.