নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন লেখক

আমি ভাই অতি সাধারন একজন মানুষ , আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখার চেষ্টা করি । আমার লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে জানাবেন । শুভেচ্ছা রইলো সবার জন্য ।

এইচ এম তানভীর মাহমুদ

এইচ এম তানভীর মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার কথা

২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০

জীবনে অনেক স্বপ্ন ছিল এমন কেউ

আমার

জীবনে আসবে যে শুধু

আমাকে ভালবাসবে, যার

পুরো পৃথিবী জুরে শুধু থাকবে আমার

অস্তিত্ব,

যার প্রতিটি নিঃশ্বাসে থাকবে শুধু

ভালবাসার

কথা, যার সাথে সারাদিন একবার

কথা না বললে সে অস্থির

হয়ে থাকবে আমার

সাথে একটু কথা বলার আশায়।

কখনো কখনো ভাবতাম তাঁর রোজ

সকালে মিষ্টি মুখে গুড

মর্নিং কথাটা শুনে আমার ঘুম

ভাঙ্গবে আবার

ঠিক লক্ষ্মী ছেলের মত

ঘুমিয়ে পরবো তাঁর সেই

মিষ্টিসুরে শুভ রাত্রি নামক দুটি শব্দ

শুনে ।

এমনি হাজারো স্বপ্নে আমি বিভর

হয়ে ছিলাম

শুধু তোমাকে পাবার আশায়। কিন্তু যখন

তোমার

সাথে দেখা হল তখন জানলাম নতুন

কিছু সত্য

-ফোনে কথা বলা নাকি বিরক্তিকর

-বেশি বেশি ফোন

দেয়া নাকি ব্যাকডেটেট

কালচার

-একটা এস এম এস

লিখা নাকি খুবি কষ্টের

কারন ফোনের বাটন চেপে এত কষ্ট

করা তোমার

পক্ষে সম্ভব না তাও আবার আমার মত

একটা সাধারণ মানুষের জন্য

-গুড মর্নিং, গুড নাইট

বলা নাকি গেয়ো ভুতদের

কাজ

-কাউকে মিস করলে করবে ।

এটা তাকে বলার

কি আছে এটা নাকি একটা ঢং

- ভালবাসা নাকি প্রমান করতে হয়

নাটক

সিনেমার নায়কদের মত

এসব কথা শুনে আজ আমার

মনে হচ্ছে আমি কি তাহলে এতদিনে

ভালবাসা নাম

চার অক্ষরের শব্দটা বুঝি নাই

নাকি তুমি আমার

থেকে এই ব্যাপারে অনেক

বেশি অভিজ্ঞ।

তবে একটা কথা শুধু

জেনে রেখো আমি আজোতোমায়

ভালবাসতে চাই তবে তোমার মত

না আমার নিজের

মত করে হোক তা বিরক্তিকর

কিংবা ব্যাকডেটেট

তবুও তো আমার ভালবাসা সত্যি… আর

আমি এই

সত্যিটা নিয়ে সারাটা জীবন

বেচে থাকতে চাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.