নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MD_AKASH

MD_AKASH › বিস্তারিত পোস্টঃ

হস্তমৈথুন কি ইসলামে হারাম?

১০ ই জুলাই, ২০২০ রাত ৮:২৫

আলেমদের মতামত

এ ব্যাপারে ডঃ আবু আমেনা বিলাল ফিলিপ্স বলেছেন-

“হস্তমৈথুন হারাম বলার পক্ষে কুরআন ও হাদিসে কোন দলিল নেই। আমি একে হারাম বলতে পারি না।” https://www.youtube.com/watch?v=n8qE2aoi9Jw


ডাক্তার জাকির নায়েক বলেছেন-

"যদি হস্তমৈথুনের কথা বলতে হয়, ইসলামে এ ব্যাপারে সরাসরি কোন আয়াত বা দলিল নেই। বিভিন্ন আলেমের মত রয়েছে। এ নিয়ে কুরআন হাদিসে নিশ্চিতভাবে সরাসরি কিছু বলা নেই। আলেমদের বিভিন্ন মত রয়েছে। এ ব্যাপারে সরাসরি কোন আয়াত উল্লেখ নেই। হস্তমৈথুনের ব্যাপারে দুটি গ্রুপ রয়েছে। বেশিরভাগ স্কলারের মতে এটা পাপ। কিছু স্কলারের মতে, যদি এটা যৌন অপরাধ থেকে দূরে রাখে সে ক্ষেত্রে এটা হালাল। এ ক্ষেত্রে মত পার্থক্য রয়েছে। https://www.youtube.com/watch?v=Hak1oWgGIdw


হস্তমৈথুন কি ইসলামে হারামঃ


যে ব্যাপারে নির্দেশ নেই আবার নিষেধও নেই সেটাকে ইসলাম বলে মুবাহ। মুবাহ মানে ব্যাক্তির ইচ্ছাধীন।

হস্তমৈথুন জায়েজ বা হালালের পক্ষে আরো কিছু আলেমের মতঃ

এটি একটি মুবাহ(জায়েয) কর্ম এবং এর বিরুদ্ধে কিছু বলতে হলে বড়জোর এতোটুকু বলা যায় যে, এ কাজ উন্নত নৈতিক বৃত্তির বিরোধী হবার কারণে এটি একটি মাকরুহ ও অপছন্দনিয় কাজ। এই অভিমতের সমর্থকরা এ যুক্তি পেশ করেন যে, হাদিস ও কুরআনের কোথাও এ কাজটিকে হারাম বলে উল্লেখ করা হয়নি।

উপরন্তু আল্লাহ তায়ালা বলেছেনঃ

"তিনি সকল নিষিদ্ধ বিষয় বিস্তারিত জানিয়ে দিয়েছেন।"

- কুরআন, সুরা আল আনামঃ ১১৯।

কাজেই হারামের ফিরিস্তিতে যখন এর উল্লেখ নেই তখন এটি হালাল। ইবনে হাযম মুহাল্লা পূর্ণ দলীল ও প্রমাণাদি ও সনদসহ এ বিষয়টি বর্ণনা করেছেন এবং একথাও উল্লেখ করেছেন যে, হাসান বসরি, আমর ইবনে দিনার, ও মুজাহিদ এ কাজের বৈধতার পক্ষপাতি ছিলেন এবং আতা একে নিছক মাকরুহ মনে করতেন । (আল মুহাল্লাহ, ১১ খণ্ড , পৃষ্ঠা ৩৯২-৯৩) ।

তাবেঈ আমর ইবনে দিনার বলেছেন-

"হস্তমৈথুনে আমি কোন ক্ষতি দেখি না।"- মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিসঃ১৩৫৯৪

----------------------------------------------------------------------------------
কুরআন ও হাদিসে হস্তমৈথুন হারাম হবার কোন দলিল নেই। অর্থাৎ এটা হালাল বা মুবাহ। মুবাহ বা হালালকে হারাম বলে দেয়াই বরং হারাম।

নবী (সাঃ) বললেন,

"নিশ্চয়ই আল্লাহর কিতাবে যা হালাল বলে উল্লেখ করা হয়েছে তা হালাল আর আল্লাহর কিতাবে যা হারাম বলে উল্লেখ করা হয়েছে তা হারাম।

আর যে সব বিষয়ে অনুল্লেখিত রয়েছে সেগুলো তার ভুলে যাওয়া নয়, সেগুলো তার ক্ষমা। সেগুলো নিয়ে তর্ক করো না।"

- আল বায়হাকি ১০/১২২ এবং দারে কুতনি ৪/১৯৯

হাদিসের মানঃ হাসান সহিহ

---------------------------------------------------------------------------------
কিছু সংশয়ের জবাব

কিছু লোক সুরা মুমিনুনের ৫-৭ নাম্বার আয়াত দলিল হিসেবে উপস্থাপন করে বলে যে হস্তমৈথুন হারাম। কিন্তু এটা নিতান্ত প্রসঙ্গ ছাড়া ভুল বক্তব্য। সুরা মু'মিনুন ৫-৭ আয়াতের প্রসঙ্গ দেখলে খুব সহজেই বুঝা যায় এটা কি বলছে। এখানে বলা হয়েছে কাদের সাথে সেক্স বৈধ। উত্তর হল স্ত্রী এবং দাসি। এখনে যৌন আচরণ সম্পর্কে বলা হয় নি। বলা হয় নি হস্তমৈথুন করা যাবে কি যাবে না। মাসিকের সময় সেক্স করা যাবে কি যাবে না, এনাল সেক্স করা যাবে কি যাবে না এসব উক্ত তিন আয়াতের আলোচ্য বিষয় না। হস্তমৈথুন সম্পর্কে উক্ত তিন আয়াতে কিছুই বলা হয় নি। আয়াতের প্রসঙ্গ এবং কথা লক্ষ করুন। উক্ত তিন আয়াতের আলোচ্য বিষয় হল "কাদের সাথে সেক্স করা যাবে"। " কি ধরনের সেক্স করা যাবে" তা উক্ত তিন আয়াতের আলোচ্য বিষয় নয়।

"এদেরকে ছাড়া অন্য কাউকে কামনা" বলতে বুঝায় এই দুই শ্রেণীর মানুষ ছাড়া অর্থাৎ স্ত্রী অথবা দাসি ব্যাতিত অন্য মানুষের সাথে সেক্স করা। এর সাথে হস্তমৈথুনের দূরতম সম্পর্ক নেই। হস্তমৈথুন কোন নারী বা পুরুষের সাথে সেক্স করা নয়। আয়াতের প্রসঙ্গ দেখলেইত বুঝা যায়।

সুরা মুমিনুন ৫ থেকে ৭ নং আয়াতের অনুবাদ-

"এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে।" -কোরআন ২৩ঃ৫-৭ [অনুবাদঃ মুহিউদ্দিন খান]

আয়াতে স্পষ্ট বলা হয়েছে- এদেরকে ছাড়া অন্যকে কামনা। তারপরও কেউ কেউ আয়াত বিকৃত করে প্রচার করে- এদেরকে ছাড়া অন্য কোন পন্থা কামনা। কেন?

আয়াতে বলা হয়েছে স্ত্রীকে কামনা করা যাবে। মজার বিষয় স্ত্রীকে কামনা করেও হস্তমৈথুন করা সম্ভব । একজন প্রবাসি যুবক তার স্ত্রীকে কামনা করে হস্তমৈথুন করতে পারে। দেশের দুই প্রান্তে অবস্থান করা স্বামী-স্ত্রীও এই কাজ করতে পারে। হয়ত ফোনে কথা বলে অথবা স্ত্রীর ছবি দেখে। সেত স্ত্রী ব্যাতিত অন্য কাউকে কামনা করছে না। অর্থাৎ সুরা মুমিনুন ৫-৭ আয়াত মেনে সে স্ত্রীকে কামনা করে হস্তমৈথুন করছে। যা থেকে এই কর্ম ১০০% হালাল প্রমাণিত হয়।
-----------------------------------------------
অনেকে মনে করে- হস্তমৈথুন শুধু পুরুষ করে। অথচ নারীরাও হস্তমৈথুন করে যা নারীদের মত ও গবেষণা দ্বারা ১০০% প্রমাণিত। এমনকি বিবাহিতা নারীরাও হস্তমৈথুন করে।
-----------------------------------------------
অনেক বলতে পারে রাসুলুল্লাহ সিগারেটের হারামের ব্যাপারেও কিছু বলেন নি। লক্ষণীয় রাসুলুল্লার সময় সিগারেট ছিল না। কিন্তু হস্তমৈথুন আদিকাল থেকে চলে আসছে। রাসুলুল্লাহ (সঃ) অবশ্যই এ ব্যাপারে জানতেন। জেনেও হারাম না বলার অর্থ সেটা হালাল। এছাড়া তামাক দ্রব্য ক্যান্সারের অন্যতম কারন যা সুরা বাকারার ১৯৫ নং আয়াতের প্রেক্ষাপটে হারাম সাব্যস্ত হয়।
----------------------------------------------
অনেকে বলতে পারে কোরানে সুরা নুরের ৩০-৩১ আয়াতে যৌনাঙ্গ হেফাজত করতে বলা হয়েছে। কিন্তু এর সাথে মাস্টারবেশনের কি সম্পর্ক? এখানেও প্রসঙ্গ ছাড়া অপব্যাখ্যা। হস্তমৈথুনের মত গোপন আর কি আছে! আর এটা যৌন বাহিত রোগ সংক্রমন থেকে আশংকা মুক্ত। এমন কি স্ত্রীর সাথে সেক্স করলেও কিছু যৌন বাহিত রোগ ছড়ানোর আশংকা থাকে। যেমনঃ গনেরিয়া, সিফিলিস এমন কি জন্ডিস। এখন কি স্ত্রীর সাথে সেক্স হারাম বলবেন? হালাল।
----------------------------------------------
হস্তমৈথুনের সময় পরনারী কল্পনা করা হয় বলে দাবি করা হয়। স্ত্রীর সাথে সেক্স করার সময়ও পরনারীকে কল্পনা করা সম্ভব। তার মানে স্ত্রীর সাথে সেক্স করা হারাম? এছাড়া প্রবাসী যুবক তার স্ত্রীকে কল্পনা করেও হস্তমৈথুন করতে পারে।
---------------------------------------------
২০০ বছর আগের মানুষ কিভাবে হস্তমৈথুন করত? তখন টিভি ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না। অর্থাৎ পর্ণও ছিল না। হস্তমৈথুনের সাথে পর্ণ র ধারনা যুক্ত করা হাস্যকর। পর্ণ অতি সাম্প্রতিক। আর হস্তমৈথুন আদিম।
--------------------------------------------
যার বিয়ে করার যার সামর্থ্য নেই, সে যেন সিয়াম পালন করে"। অনেক সাহাবী অবিবাহিত ছিলেন। অবিবাহিত সাহাবিরা এই উদ্দেশ্যে প্রতিদিন সিয়াম পালন করতেন? এরুপ দলিল কি আছে??? সিয়ামের আরেকটি অর্থ ধৈর্য বা সংযম । অবিবাহিত সাহাবিরা ধৈর্য বা সংযম(সিয়াম) অবশ্যই পালন করতেন। সাহাবিরা এই হাদিস কিভাবে বুঝেছেন দেখুন। এছাড়া যেভাবেই ভাবেন এ হাদিস দ্বারা হারাম ফতুয়া দেয়া যায় না। স্পষ্ট নিষেধ ছাড়া হারাম বলা যায় না। এটা হালাল-হারামের মূলনীতি বিরোধী। যার বিয়ে করার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে। এখানে হস্তমৈথুন হারাম কোথায় বলা হল? ডাক্তার বলল কমলা কিনার সামর্থ্য না থাকলে লেবু কিনে খাবেন। এ থেকে কি বলবেন ডাক্তার ভাত খেতে নিষেধ করেছেন? আশ্চর্য চিন্তাভাবনা। তাছাড়া বিয়ে করেও কেউ হস্তমৈথুন করতে পারে।
---------------------------------------------

হস্তমৈথুন কি ক্ষতিকর?

চিকিৎসা শাস্ত্র মতে হস্তমৈথুন না করলে ক্যান্সারের রিস্ক আছে। অর্থাৎ জীবন নাশের আশংকা। এখানে গবেষক ডাক্তারগণ বলেছেন হস্তমৈথুন না করলে ক্যান্সার রিস্ক অনেক বেশি থাকে। হস্তমৈথুন করলে প্রোস্টেড ক্যান্সারের ঝুকি কমে। বিবিসির দলিলঃ [http://news.bbc.co.uk/1/hi/health/3072021.stm]


ক্যান্সারের সম্ভাবনা কমায় হস্তমৈথুন। কালের কন্ঠঃ [https://www.kalerkantho.com/online/lifestyle/2015/01/21/178118]

------------------------------------
অনেকে বলে অতিরিক্ত হস্তমৈথুন ক্ষতিকর। অতিরিক্ত ভাত খাওয়াও ক্ষতিকর। তাহলে কি ভাত হারাম? এখানে অতিরিক্ত প্রসঙ্গ আসে কি করে?

পুরুষ হস্তমৈথুন করলে এই সেই মারাত্মক ক্ষতি হয় বলে প্রচার করা হয়। মেডিক্যাল সাইন্সে যার কোন ভিত্তি নাই।
--------------------------------------
ইউরুপ আমেরিকা তাদের পর্ণ শিল্প টিকিয়ে রাখতে হস্তমৈথুনের খারাপ দিক লুকিয়ে রাখে বলে কেউ কেউ অভিযোগ করে। কিন্তু এটা নিতান্ত কুযুক্তি এবং তামাম পৃথিবীর ডাক্তার ও মেডিক্যাল সাইন্সের উপর মিথ্যা অপবাদ। ডাক্তার বা মেডিক্যাল সাইন্সের সাথে পর্ণ ইন্ডাস্ট্রির কি সম্পর্ক? ইসলাম এমন মনগড়া অপবাদের অনুমতি দেয় না। এর জন্য ক্ষমা চাইতে হবে। চিন্তা করুন ডাক্তারগণ যদি এমন হতেন তাহলে ইউরুপ আমেরিকার ডাক্তারগণ কি কখনো সিগারেট এবং মদের ক্ষতিগুলো তুলে ধরতেন??? চিন্তা করেন, ভাবেন। মদ ও সিগারেট-ত আরো বড় ইন্ডাস্ট্রি। ডাক্তার ও মেডিক্যাল সাইন্সের উপর এমন নির্লজ্জ অপবাদ দেয়া থেকে বিরত থাকুন।
----------------------------------------

১।অনেকে বলে হস্তমৈথুন করলে শরীরে রক্ত কমে যায়। চিন্তা করুন, এই যুক্তিতে বিবাহিত দম্পতিদের শরীরে কোন রক্তই থাকার কথা নয়। কারন হস্তমৈথুনেও শরীর থেকে একই বস্তু নির্গত হয়।

২। পুরুষ হস্তমৈথুন করতে থাকলে সে ধীরে ধীরে নপুংসক হয় এটা বহুল প্রচারিত মিথ্যাচার। মেডিক্যাল সাইন্সে এর কোন ভিত্তি নাই।

৩। হস্তমৈথুন স্বাভাবিক যৌন মিলনের স্থায়িত্ব কমায় না।হস্তমৈথুন_স্বাস্থ্যগত_উপযোগিতা

৪। মেডিক্যাল সাইন্স মতে হস্তমৈথুন স্বাস্থ্যকর।- হস্তমৈথুন_স্বাস্থ্যগত_উপযোগিতা

৫।মেডিক্যাল সাইন্স মতে হস্তমৈথুন সাইকোলজিক্যালি স্বাভাবিক আচরণ।-হস্তমৈথুন_স্বাস্থ্যগত_উপযোগিতা

৬। American Medical Association ১৯৭২ সালে হস্তমৈথুন স্বাভাবিক বলে ঘোষণা দিয়েছে।- হস্তমৈথুন_স্বাস্থ্যগত_উপযোগিতা

৭। হস্তমৈথুন শরীরের শক্তি নিঃশেষ করে না।- হস্তমৈথুন_স্বাস্থ্যগত_উপযোগিতা

৮। হস্তমৈথুন করলে প্রোস্টেড ক্যান্সারের ঝুকি কমে। http://news.bbc.co.uk/1/hi/health/3072021.stm

৯। হস্তমৈথুন স্বাস্থের পক্ষে ভাল। এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। Click This Link

১০। হস্তমৈথুন স্বাস্থের পক্ষে ভাল। ভিডিওঃ https://www.youtube.com/watch?v=czHow9it1Xc

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.