![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার এক কাঠুরিয়া কাঠ কাটতে বনে গিয়ে হারিয়ে ফেললেন তার একমাত্র কুঠারটি। মন খারাপ করে বললেন, ঈশ্বর, কুঠারটি আমার উপার্জনের একমাত্র সম্বল। কুঠারটিতো হারিয়ে গেল, এবার আমি বউ ছেলে-মেয়ে নিয়ে কিভাবে চলবো!
ঈশ্বর কাঠুরিয়ার এই দু:খ ভরা আকুতি শুনে নেমে এলেন দুনিয়ায়। কাঠুরিয়াকে একটি সোনার কুঠার দেখিয়ে বললেন, এটা কি তোমার? কাঠুরিয়া বললেন, না ঈশ্বর, এটা আমার নয়। এরপর ঈশ্বর তাকে রূপার কুঠার দিয়ে বললেন এটা তোমার? এবারও কাঠুরিয়া বললেন, না এটা আমার নয়। শেষে ঈশ্বর পুরাতন কুঠারটি দেখালেন, কাঠুরিয়া বলে উঠলেন, হ্যা হ্যা, এটাই আমার কুঠার। ঈশ্বর কাঠুরিয়ার সততায় খুশী হয়ে তিনটি কুঠারই দিয়ে দিলেন।
এর কিছুদিন পরের কথা। এবার কাঠুরিয়া হারিয়ে ফেললেন তাঁর বউকে। যথারীতি তার আর্তনাদে ঈশ্বর নেমে এলেন। তিনি ঐশ্বরিয়াকে দেখিয়ে বললেন, এটা তোমার বউ? কাঠুরিয়া সাথে সাথে বললেন হ্যা এটাই আমার বউ। ইশ্বর বেজায় বিরক্ত হলেন কাঠুরিয়ার উপর। বললেন, তোমাকে সত মানুষ ভেবেছিলাম, কিন্তু একি করলে তুমি! কাঠুরিয়া তখন বললেন, ঈশ্বর, আমি যদি বলতাম সে আমার বউ নয় তাহলে এরপর আপনি দেখাতেন বিপাসা বসুকে। এরপর আমার বউকে। আমি সত্যবাদী হলে খুশি হয়ে তিনটাকেই আমার কাঁধে তুলে দিতেন। তিনটা বউ আমি সামলাতে পারতাম?
২| ১৬ ই মে, ২০০৭ সকাল ৯:০৭
মাহমুদ রহমান বলেছেন: হা হা হা মজার......
তবে বোঝা গেল কাঠুরিয়ার হারানোর অভ্যাস আছে। সব হারানোর সময়ই খোদা এসে হাজির হবে এমন তো কথা নেই। তিনটা থাকলে অন্তত কিছুটা দুশ্চিন্তামুক্ত থাকতে পারত।
৩| ১৬ ই মে, ২০০৭ সকাল ১০:০৮
কাঠুরিয়া. বলেছেন: আমি কিন্তু -- কিচ্ছু হারাইনাইকা . . .. .
৪| ১৬ ই মে, ২০০৭ সকাল ১০:৪৩
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: ... !@@!670079 !@@!670080
৫| ১৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৪৮
এ. কে. লিপু বলেছেন: এরকম তিনজন স্ত্রী থাকলে কাঠুরিয়া নিজেই হারিয়ে যাবেন ভেবে ভয় পেয়েছিলেন মনে হয়।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০০৭ সকাল ৮:১৪
জ্বিনের বাদশা বলেছেন: হা হা হা ... আমি এইটার উলটো ভার্সন পড়েছিলাম ... কাঠুরিয়ার জায়গায় এক মহিলা ছিল ... সে কিয়ানু রীভসকে দেখে সাথে সাথেই হ্যাঁ বলে ...
...
বাই দ্য ওয়ে, ছেলেগোতো চারটা পর্যন্ত জায়েজ