![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/arjunasrinpony.author
নবম শ্রেণীতে থাকাবস্থায় স্কুলের দেয়াল পত্রিকায় একটা কবিতা ছেপেছিল। আজকে বাংলা একাডেমীতে দেয়াল পত্রিকা উৎসবে যেয়ে যেন খুঁজে ফিরছিলাম সেই কৈশোর!
বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদের আয়োজনে ১৬ জানুয়ারী'১৩ বাংলা একাডেমী চত্বরে অনুষ্ঠিত হচ্ছে ৩ দিন ব্যাপী " ৬ষ্ঠ জাতীয় দেয়াল পত্রিকা উৎসব ও প্রতিযোগিতা"। দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক বিদ্যালয় ও সংগঠন এ উৎসবে অংশগ্রহণ করছে।।
১.মসী অনির্বাণ, সিরাজগঞ্জ
২. ময়মনসিংহ এডওয়ার্ড ইন্সটিটিউট
৩. সেলিনা হোসেন লিখে অনুষ্ঠান উদ্বোধন করছেন
৪. উদ্বোধন চলাকালে শিক্ষার্থীরা বাদ্য বাজাচ্ছে
৫. সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়
৬.
৭.
৮.
৯.
১০.গোধুলী লগন: আজো কেন মানবতার খান্ডব দাহন?
১১. এই দেয়াল পত্রিকাটি পুরোটা কাপড়ের উপর সুতার কাজ করে লিখা হয়েছে।
১২. ১ম দেয়াল পত্রিকা উৎসব
১৩.
১৪. কিশোরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
১৫.
১৬.
১৭.
১৮.
১৯.
২০. রাজুর বাজার কলেজিয়েট স্কুল, নেত্রকোনা
২১.
সাম্প্রদায়িক সম্প্রতির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। যার প্রমাণ পাওয়া যায়....
১.
২.
এছাড়াও
আরো শ্লোগান দেখা যায়-
●অসাম্প্রদায়িক চেতনা বিকাশে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা গুরুত্বপূর্ণ
●মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে দীক্ষিত করতে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আরও কার্যকর ভুমিকা রাখতে হবে।
মূলত ৫টি উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে ৬ষ্ঠ জাতীয় দেয়াল পত্রিকা উৎসব ২০১৩।
√ মাধ্যমিক পর্যায়ে শিক্ষারত শিক্ষার্থীর সুপ্ত লেখক সত্ত্বাকে জাগিয়ে তোলা এবং এর বিকাশ ঘটানো
√ সারা দেশের ক্ষুদে লেখকদের সৃজনশীল চিন্তার বিনিময় এবং পারস্পরিক যোগাযোগের ক্ষেত্র তৈরী করা।
√ দেশের প্রখ্যাত লেখক, বুদ্ধিজীবি, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং নেতৃবৃন্দের সামনে ক্ষুদে লেখকদের ভাবনা তুলে ধরা
√ আনন্দদায়ক শিক্ষা নিশ্চিতকল্পে "দেয়াল পত্রিকা" কে একটি অন্যতম কৌশল হিসাবে গ্রহণ করতে সকল কর্তৃপক্ষ, শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত নীতিনির্ধারকদের উদ্বুদ্ধ করা।
√ মুক্তবুদ্ধি সম্পন্ন, সৎ, দক্ষ, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে উঠতে দেয়াল পত্রিকা অনুশীলনকে একটি নিয়মিত চর্চায় নিয়ে আসতে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা।
যারা অংশগ্রহণ করবেন
বাংলাদেশের ৭ টি বিভাগের শতাধিক বিদ্যালয় ও সংগঠনের অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
পুরো উৎসবের মোটামুটি সবগুলো ছবি ফেসবুকে আপলোড করা হয়েছে।
ছবি : নিজ এ্যালবাম থেকে।
অন্যান্য তথ্য: বাংলা একাডেমীর দেয়াল পত্রিকা উৎসব থেকে।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
আরজু পনি বলেছেন:
আগামী দু'দিন চলবে এই উৎসব। যদি দেশে বা ঢাকায় থাকেন সম্ভব হলে দেখে আসবেন। অবশ্যই ভালো লাগবে।
ধন্যবাদ শার্লক।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
রাতুল_শাহ বলেছেন: বাহ
অনেক সুন্দর তো।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১
আরজু পনি বলেছেন:
আশা করি উৎসব মিস করবেন না।
ধন্যবাদ রাতুল ।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
শান্তা273 বলেছেন: দেয়াল পত্রিকা উৎসব সফল হোক।
পোস্টে ভালোলাগা রইল অনেক।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
আরজু পনি বলেছেন:
উৎসবটা সম্পর্কে সবাইকে জানাতেই মুলত এই পোস্ট। যারা ঢাকার বাইরে বা প্রবাসে রয়েছেন তারা যেন আমার এই পোস্ট দেখে উৎসব সম্পর্কে মোটামুটি পুরো ধারণা পেতে পারেন, আর যারা সম্ভব হবে তারা যেন যেতে মিস না করেন।
অনেক ধন্যবাদ শান্তা।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল, আপনাকে ধন্যবাদ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
আরজু পনি বলেছেন:
উৎসব দেখে আসবেন , আশা করি ভালো লাগবে।
ভালো থাকুন।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১
নেক্সাস বলেছেন: জীবনে বহু দেয়াল পত্রিকা সম্পাদনা করেছে। মাঝে মাঝে এসব মনে পড়ে। সুন্দর পোষ্ট
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, সত্যিই স্মৃতিময় সেইসব দিনগুলো।
অনেক ধন্যবাদ নেক্সাস।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বুঝতে পারছিনা, ইদানিং ছবিব্লগে ঢুকলে লাইক বাটন শো করে না!
সুন্দর পোষ্ট। ভালো লাগলো।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, একটু সময় অপেক্ষা করলেই চলে আসে বাটন!
অনেক ধন্যবাদ সরকার।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
ছোট নদী বলেছেন: বাহ্ সুন্দর তো!
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
আরজু পনি বলেছেন:
উৎসবে গেলে আরো অনেক বেশি ভালো লাগবে।
দেশে , মানে ঢাকা থাকলে মিস কইরেন না।
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
লেখোয়াড় বলেছেন:
অপূর্ব।
ধন্যবাদ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
আরজু পনি বলেছেন:
এতো দারুণ যার হাত, সে যদি বলে তবে যেমনই হোক আমি তার কথাই বিশ্বাস করবো।
কৃতার্থ হলাম লেখোয়াড়।
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
মাহী ফ্লোরা বলেছেন: বাহ দারুন তো!
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
আরজু পনি বলেছেন:
সামনা সামনি দেখলে আরো বেশিই ভালো লাগবে।
ফেসবুকে মোট ৮৩টার মতো ছবি দেওয়া আছে, সম্ভব হলে দেখে নিবেন।
অনেক ভালো থাকুন প্রিয় মাহি।
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
ইনকগনিটো বলেছেন: খুবই ভালো উদ্যোগ। বের হয়ে আসুক কিছু প্রস্ফুটিত ফুল, সুপ্ত প্রতিভা।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
আরজু পনি বলেছেন:
সম্ভব হলে দেখে আসবেন। অনেক ভালো লাগবে।
আগামী কাল এবং আগামী পরশু চলবে এই উৎসব।
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
সেলিম আনোয়ার বলেছেন: valo laglo
khub sundor
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ সেলিম। সুযোগ পেলে যাবেন আশা করছি।
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: অনেক সুন্দর। ভালো লাগলো আপু।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
আরজু পনি বলেছেন:
স্মৃতিময় তাই না!
অনেক ধন্যবাদ বন্ধু।
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
ভিয়েনাস বলেছেন: খুবি ভালো উদ্যোগ।
শেয়ারে অনেক ধন্যবাদ।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
আরজু পনি বলেছেন:
সম্ভব হলে দেখে আসুন।
উৎসব চলবে আগামী ১৭ এবং ১৮ জানুয়ারী
১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
রায়হান কবীর বলেছেন: ভালো লাগলো দেয়াল পত্রিকাগুলো দেখে।
প্লাস
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
আরজু পনি বলেছেন:
ফেসবুকে আরো অনেকগুলোই শেয়ার করেছি। দেখে নিবেন।
অনেক ভালো থাকুন রায়হান।
১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
কাউসার রুশো বলেছেন: বাহ! এমন একটা উৎসব হয় জানাই ছিলোনা। খুব ভালো লাগলো
স্মৃতিকাতর হলাম
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
আরজু পনি বলেছেন:
সম্ভব হলে উৎসব ঘুরে আসুন। ১৭ এবং ১৮ জানুয়ারী এই দু'দিনও চলবে।
১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
আবু মান্নাফ খান বলেছেন: দেয়াল পত্রিকা নিয়ে সারা রাত জেগে পত্রিকায় রঙ করা । হাতে লিখে সব গুলো লেখা বিভিন্ন ভাবে সাজান। সেসব দিনের কথা মনে পরে গেল।
ধন্যবাদ
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
আরজু পনি বলেছেন:
সত্যিই, সময়গুলো বেশ স্মৃতিময়। এই উৎসবই আবার স্মৃতিগুলোকে টেনে আনলো সামনে।
ভালো থাকুন জলের মানুষ।
১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
মনিরা সুলতানা বলেছেন: ক্লান্তি বিহীন ...
কত স্বপ্ন বুনেছি , এভাবে ...।।
অনেক সৃতি মনে পরে গেল
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
আরজু পনি বলেছেন:
সত্যিই, অনেকই স্মৃতিময়!
অনেক ভালো থাকুন প্রিয় মনিরা।
১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ মাসুম।
১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
জাহিদ হাসান বলেছেন: ক্লাস ফাইভে থাকতে আমিও দেয়াল পত্রিকার জন্য নিজের লেখা কবিতা দিয়েছিলাম । পুরনো জিনিস আবার মনে করিয়ে দিলেন ।
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
আরজু পনি বলেছেন:
স্মৃতিকাতর করত্ওে এই পোস্ট
অনেক ধন্যবাদ জাহিদ।
২০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
১০ নং ভালো লাগা, ঈশ মিস করেছি যেতে পারলে ভালো লাগত
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
আরজু পনি বলেছেন:
উৎসবতো চলছে! আগামী কাল পর্যন্ত চলবে।
অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব।
২১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ করতে গিয়ে এই কবিতাটি লিখেছি ৩মিনিটে প্রেম
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
আরজু পনি বলেছেন:
মারাত্নক প্রতিভা! আসছি শিগগীরই।
২২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পনি আপু, ছবি গুলো দারুন হয়েছে। আর হ্যাঁ দেয়াল পত্রিকা নিয়ে পোস্ট দেখেই মনে পড়ে গেল আমার প্রথম এবং শেষ দেয়াল পত্রিকার কথা। পত্রিকার নাম ছিল 'রংধনু'। আমার সম্পাদনায় সেই যে কবে বের হয়েছিল। তখন বয়স কত!? ১৮ কি ১৯! সেই কত দিন আগের কথা! মুরাদপুর হাই স্কুলের বার্ষিক খেলাধূলার পুরষ্কার বিতরণ হবে ২১শে ফেব্রুয়ারী। সেই দিন ২১ কে নিয়ে সুন্দর সুন্দর কবিতা নির্বাচন করে বানিয়ে ফেলি একটা দেয়াল পত্রিকা। আমার হাতের লেখা নেহায়েৎ মন্দ নয়। তাই প্রধান শিক্ষক সাহেবকে দেখাতে নিয়ে গেলাম। বললাম, স্কুলে টাঙিয়ে রাখতে চাই। তিনি দেখে সায় দিলেন। আর আমার উৎচ্ছাস দেখে কে! সুন্দর একটা কার্টুন এঁকে দিয়েছিলাম। একটু পর পর গিয়ে দেখে আসি, ক'জন পড়ছে। ক'জন দাঁড়িয়ে আছে আমার পত্রিকার সামনে। সেখানে আমার লেখা একটা কবিতাও ছিল। স্বাধীনতা নামে। এখন আর মনে নেই কিছু। আর হারিয়েও গেছে অনেক কবিতা। অবশ্য সেগুলোকে আমি কবিতাও বলিনা। কবিতা লেখার জন্য অনেক অনেক অকবিতা লিখতে হয়, সেগুলো ছিলো আজকের কবিতা লেখার ভিত্তি। একজন আঁকিয়েই বলতে পারবেন আঁকিয়ে হয়ে উঠার আগ পর্যন্ত তিনি কত আঁকি বুকি করেছেন। সেই রকম আর কী।
অনেক কথা বলে ফেললাম আপু। ভালো লাগলো। সেই সাথে মনের কথাগুলোও স্মৃতি নিংড়ে বলে ফেললাম। ভালো থাকবেন সব সময়।
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩
আরজু পনি বলেছেন:
আহ্ দারুন লাগলো সজীব!
সত্যিই যেন দেখতে পাচ্ছিলাম আপনার উচ্ছ্বাসমাখা মুখখানি।
অনেক শুভকামনা রইল।
২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
মামুন রশিদ বলেছেন: ইশকুল জীবনের কথা মনে করিয়ে দিলেন আপু । আমরাও নবম শ্রেনীতে পড়ার সময় বিজয় দিবসে একটা দেয়াল পত্রিকা বের করেছিলাম ।
আমাদের সময় রংগীন কোলাজের ছড়াছড়ি ছিলোনা । সাদা আর্ট পেপারের উপর ইকোনো কলম দিয়ে লেখা । দুয়েকটা লতা-পাতার ইলাস্টেশন করেছিলাম । সেই ১৯৮৬ সালের কথা ।
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
আরজু পনি বলেছেন:
পোস্টটা দেওয়া সার্থক মনে হচ্ছে। অনেকেরই স্মৃতিময় সময়ের কথা জানতে পাচ্ছি।
অনেক ধন্যবাদ মামুন।
২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
বাদশা নামদার বলেছেন: ভাল লাগছে। অনেক দিন পরে দেয়াল পত্রিকার কথা মনে পড়ল ।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
আরজু পনি বলেছেন:
স্মৃতিকাতর করতে পেরে ভাল লাগছে।
ইদানিং ব্লগে কি অনেক কম দেখি? ব্যস্ততা মনে বেড়ে গেছে....!
২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
তারছেড়া লিমন বলেছেন: ভালো লাগা রইল............
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ লিমন।
২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
আমি তুমি আমরা বলেছেন: ছবি অনেক বেশী মনে হচ্ছে। একবারও পেজ পুরা লোড হইল না।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
আরজু পনি বলেছেন:
এখানেতো অল্প কিছু ছবি দিয়েছি। ফেসবুকে ৮৩টার মতো আছে
ভালো ছবি তুলতে না পারার জ্বালা অনেক !
অনেক ধন্যবাদ ..................আমি তুমি আমরা !
২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন পোস্ট
ছবি আর দেয়ালিকার কারুকাজ
যেন অপরুপ সাজ +
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু।
২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
আকাশ বন্ধু বলেছেন: View this link
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
আরজু পনি বলেছেন:
কিসের লিংক??
২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬
আকাশ বন্ধু বলেছেন: ???? ??? ?????
??????? ??????????, ?? ? ????????, ???? ??? ?:??
????????? -? ??????? ?? ??????????? ? ????? ????? ????????? ????? ?????? ???????? ???????? ??? ???? ??? ???? ???? ? ???? ??? ???? ??? ?? ?????????? ??? ??? ???? ???? ???? ???? ??? ???? ?????? ??? ??????? ??????????? ???? ????? ?? ????? ????? ??? ??????, ?? ????? ????? ????? ?????????? ??????...
???????? ????? ? ?? ??????? ?? ??? ???? ?like!
???????? ??????? ?? ?????? !
??????? ?? ????, ?? ? ????????, ???? ??? ?:??
??? ??? ????????? ????????? ??? ????? ???
????? ????? ?? ???? ??? ?? ??? ??
???? ????? ????? ????? ???? ?????? ??? ..
??? ?????? ?????? ?? ????? ????
?? ???? ??????????? ???? ????? ?????? ??????? ???? ????
??? ???? ??? ??? ??
????????? ???? ?????? ??? ???? ????? ????...
???????? ????? ? ?? ??????? ? ??? ???? ?like!
???? ??? ???????????? ???
??????? ??????? ?????, ?? ? ????????, ???? ??? ?:??
???????? ???????? ???? ??? ???????????? ??? ????| ????? ????, ??????? ?????? ??? ??? ????, ??? ??? ???? ????? ????| ????? ???? ???? ???? ????????????, ????...
???????? ????? ? ?? ??????? ?? ??? ???? ?like!
??????? ??? ?????
??????? ??????? ????, ?? ? ????????, ???? ??? ?:??
post image ?????? ??????? ??? ????? ????? ????? ???? ?????? ???????
https://www.facebook.com/BargunaForum
???????? ????? ? ?? ??????? ? ??? ???? ?like!
???? ???? ???? ???? ?? ??????? ???? B:-)
??????? ?????? ?????, ?? ? ????????, ???? ??? ?:??
???? ???? ???? ???? ???? ??????? ??? ????, ?????? ?????? ??? ?????? ????? ?????? ??? ?? ?????, ?? ??????�???? ????, ???? ???? ????? ?????? ???? ???? ????? ???? ????????? ?????? ????????? ????? ??????
LOVE=Life�s Ordinary Valueless Event
HATE= Harmful Arrogance Takeover the Emotion
CHEAT= Charming and Hilarious Expression Against Truth ...
???????? ????? ? ?? ??????? ?? ??? ???? ?like!
????? ????????? ????? ??? ??? ?? ?????
??????? ????? ?????? ?????, ?? ? ????????, ???? ??? ?:??
???????? ???? ???? ??? ????? ????? ?????? ???? ???? ????? ??? ???????? ??? ??? ?? ??????? ???? ???? ??? ???? ??? ??? ??? ??? ??? ??? ??????? ???? ??, ?????? ???? ???? ???? ?? ??????? ?????? ??????? ????? ???? ???? ????? ???? ?????? ??, ????? ???????? ????? ????? ??? ??????...
???????? ????? ? ?? ??????? ? ??? ???? ?like!
??? ?? ?????? ?????
??????? ?????? ????, ?? ? ????????, ???? ??? ?:??
?? ????? ????? ??????? ???????????? ????? ????? ???????? (????? ???? ????? ????? ????-???? ????) ????? ??????? ?????? ????????? ????? ??? ??????? ???? ?????? ??????? ????, ??? ????? ??????? ???? ???-???? ???? ????? ????? ???? ?? ????? ?????; ?? ????? ????? ???????? ???? ????? ???? ???? ??????? ???? ???? ?? ???...
???????? ????? ? ?? ??????? ?? ??? ???? ?like!
???????????????? ???????? ?????? ????? ?????????? ?????????? ??????
??????? ????? ????, ?? ? ????????, ???? ??? ?:??
????? ????????? ??????? ??????????? ??? ?
??????? ??????? ???????? ???-???? ??????????????? ??????? ?????????? ??????? ?? ?????? ????? ??? ???????????????? ???????? ?????????? ????? ????????? ??????? ?????????? ????? ????? ???? ??? ?????? ????? ????????? ?????? ? ????? ????? ???????? ?????? ?????????? ??????, ? ????????? ????? ???? (????????????????? ???? ?????? ???? ??? ????) ?????...
???????? ????? ? ?? ??????? ?? ??? ???? ?like!
????????? ????? (?? ???? ????) ????-?
??????? ???? ?????!, ?? ? ????????, ???? ??? ?:??
????????? ????? (?? ???? ???) ???? ?
????????? ????? (?? ???? ????) ????-?
????-?
??????? ????? ????????? ????? :...
???????? ????? ? ?? ??????? ?? ??? ???? ?like!
???
??? ???????? ?????- ??? ????(????? ????)
??????? ????? ?????, ?? ? ????????, ???? ??? ?:??
??? ???????? ?????- ??? ????(????? ????)
????????? ????? ????? ????? ??????? ??? ????? ???? ??????? ?? ???? ???? ??? ?? ??????? ?????? ?????? ??????? ?????? ????? ???? ??? ?? ????? ?????? ?????? ??? ?? ??? ???? ??????? ??????? ????? ??? ???? ??? ?? ?????????? ??? ??? ???? ?????? ?????????? ???? ??????...
???????? ????? ? ?? ??????? ? ??? ???? ?like!
????? ?????? ???? ????????
??????? ?????? ?????, ?? ? ????????, ???? ??? ?:??
* ??????
??? ????? ,??? ???? ??? ??? ???? ???? ????? ?????? ? ????? ,???? ??? ??? ????? ??? ?????? ????? ???? ???? ? ??? ????? ??? ????? ??? ???
???? ??? ?????? ????? ?? ????? ?? ????? ????? ????? ????? ??? ???? ????? ??????? ??????? ???? ???? ????...
???????? ????? ? ?? ??????? ? ??? ???? ?like!
?????
??????? ?????? ????, ?? ? ????????, ???? ??? ?:??
??
???? ??? ????? ??? ????? ???? ?? ???? ???? ???? ???? ??? ?????? ?? ????? ?????? ???? ????? ???? ???? ??? ?????? ???? ???? ??? ?? ???? ?????? ???? ?????????? ???? ?? ???? ???????, ??? ?????? ?????? ???? ??? ??? ?? ???? ???? ?????? ????????? ???? ???? ???, ?? ??...
???????? ????? ? ?? ??????? ? ??? ???? ?like!
????? ???? ??? ????? ???? ????? ???? ????
??????? ?????? ?????, ?? ? ????????, ???? ??? ?:??
????? ????????? ??????? ??????? ???? ?????? ???????? ? ?????? ??????? ???????? ???? ????? ???? ??? ????? THE ANANTO JALIL & BORSHA With Jajabor Rasel@Radio Circle ?????? ????? ???????? ? ?????? ??????? ???? ????? ?????? ?????? ??? ???????? ???? ?????? ??? ?? ? ??? ?????? ?????????? ?????????? ??????? ????????? ??????...
???????? ????? ? ?? ??????? ?? ??? ???? ?like!
????? ??????
??????? ???????, ?? ? ????????, ???? ??? ?:??
????? ??????
?????? ????? ???????
?????
?????? ?????? ??????
????? ??????? ?????? ????...
???????? ????? ? ?? ??????? ? ??? ???? ?like!
? ? ? ? ? ?►
[????????]
[????????]
???????????? ??...???? ???? ???
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
আরজু পনি বলেছেন:
আপনার মন্তব্যটি ভাইরাসে আক্রান্ত। জলদি নিরাপত্তার ব্যবস্থা করুন
৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০২
রেজওয়ান তানিম বলেছেন: ভাল উদ্দোগ
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, আসলেও খুবই ভালো উদ্যোগ।
অনেক ধন্যবাদ তানিম।
৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৩
শামীম আরা সনি বলেছেন: ভালো উদ্যোগ!
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
আরজু পনি বলেছেন:
ঠিকই বলেছেন।
সম্ভব হলে উৎসব দেখে আসবেন।
অনেক ধন্যবাদ সনি।
৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭
প্রকৌশলী আতিক বলেছেন: ভাল লাগা দিয়ে গেলাম ।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আতিক।
ভালো থাকুন।
৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
সঞ্জয় নিপু বলেছেন: মনে পড়ে গেল - কলেজ জীবনের কথা ।
আমি ও আমার প্রবাসী ২ বন্ধু মিলে পুরো কলেজে খুব আলোড়ন সৃষ্টি করেছিলাম ব্যপারটিতে ।
আমাদের কলেজের প্রথম দেয়ালিকা আমাদের সৃষ্টি ছিল ।
নাম - "এসো নতুন কিছু শিখি" ।
অনেক ধন্যবাদ আপু ।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
আরজু পনি বলেছেন:
বেশতো, জেনে খুব ভালো লাগছে।
যারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছে সত্যিই খুব ভালো লাগছে।
অনেক ধন্যবাদ সঞ্জয়।
৩৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
এসএমফারুক৮৮ বলেছেন: শিক্ষনীয় বিষয়। একবার আমাদের স্কুলে দেয়াল পত্রিকা বের হয়েছিল।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
আরজু পনি বলেছেন:
আমাদের কলেজের দেয়াল পত্রিকায় আমার একটা বিতর্কিত কবিতা ছাপা হয়েছিল
এই মাত্র সেটা মনে হয়ে এখনো হাসি পাচ্ছে
অনেক ধন্যবাদ ফারুক।
৩৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো ছবিগুলো দেখে। দেয়ালিকার কিছু স্মৃতি মনে পড়ে গেল।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
আরজু পনি বলেছেন:
স্মৃতি মনে করিয়ে দিতে পেরে ভালো লাগছে ।
অনেক ধন্যবাদ হাসান।
৩৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
আমিনুর রহমান বলেছেন: সুন্দর +++
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
আরজু পনি বলেছেন:
ধন্যবাদ আমিনুর।
শুভকামনা রইল।
৩৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
শের শায়রী বলেছেন: অনেক আগের কথা তখন ক্লাশ ৮ এ পড়তাম। আন্তজেলা দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় আমার স্কুল অংশগ্রহন করে। ওখানে আমার লেখাও প্রকাশিত হয়েছিল। অনেক আগের কিছু স্মৃতি নাড়া দিয়ে গেল। ভালা লাগা জানবেন।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
আরজু পনি বলেছেন:
সত্যিই দেয়াল পত্রিকার বেশ কিছু স্মৃতি অনেকেরই আাছে। ভালো লাগলো আপনারটা জেনে।
অনেক ভালো থাকুন শের শায়েরী।
৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
নক্ষত্রচারী বলেছেন: প্রচেষ্টা বাস্তবায়িত ও সফল হোক ।
শুভকামনা ।।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ নক্ষত্রচারী।
আপনিও অনেক ভালো থাকুন।
৩৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
দেবদাস. বলেছেন: ভালো উদ্যোগ +++
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ দেবদাস.
৪০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
ইখতামিন বলেছেন:
সপ্তদশ ভালো লাগা....
তাছাড়া বিশেষ ভাবে যেটা নজর কেড়েছে-
১১. এই দেয়াল পত্রিকাটি পুরোটা কাপড়ের উপর সুতার কাজ করে লিখা হয়েছে।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
আরজু পনি বলেছেন:
এই ছবিটা এ্যাড করার সময় আশা করেছিলাম, কেউ না কেউ বিশেষ নজর রাখবে।
ভালো লাগলো অনেক।
অনেক ভালো থাকুন ইখতামিন।
৪১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসি তোমায়
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
আরজু পনি বলেছেন:
দেখলাম।
৪২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
সেলিম আনোয়ার বলেছেন: gotodiner cheye valo kobita
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
আরজু পনি বলেছেন:
বউ এর চেয়ে এটা ভালো লাগলো।
৪৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
আদিম পুরুষ বলেছেন: নাইস কালেকশন। ভালো লাগল।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আদিম পুরুষ।
৪৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নিও গেছিলেন ?
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, গেছি বলেই তো ছবি তুলতে পেড়েছি !
আপনিও গিয়েছিলেন নাকি? না গেলে দেখে আসুন। ভালো লাগবে।
অনেক ধন্যবাদ পাইলট।
শুভরাত্রি।
৪৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অনেক অনেক ভালো লাগল আপু। চরম হয়েছে সবগুলো ছবি।
আমি একবার আমাদের ডিপার্টমেন্টের সব ছাত্রকে পটিয়ে মোটামুটি মানের একটা দেয়ালিকা বের করেছিলাম। ঐ শেষ, পরে আর কোন জুনিয়র ব্যাচ উৎসাহ দেখায় নি।
আচ্ছা যে প্রতিযোগিতার কথা বললেন তা কিসের ভিত্তিতে হচ্ছে? শুধুই কি লেখা না সাথে ব্যাকগ্রাউন্ডও আছে?
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
আরজু পনি বলেছেন:
পোস্টে ফেসবুকের লিংক দেওয়া আছে, ওখানে আরো অনেকগুলি ছবি আছে, দেখতে পারেন।
এসব কাজের জন্যে নিজেদের উদ্যোগী হওয়ার পাশাপাশি, গাইডও প্রয়োজন হয় অনেক সময়ই। সবাই নিজে থেকে উদ্যোগী হয় না।
বিচার কিভাবে হবে স্পষ্ট করে বলা নেই। তবে লেখা, উপস্থাপন সব মিলিয়েই নিশ্চয়ই।
অনেক ধন্যবাদ জনৈক গন্ডমুর্খ।
ভালো থাকুন।
৪৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
নেকড়ে বলেছেন: ভালো লাগলো অনেক।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ নেকড়ে মানব।
৪৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
লোনলিফাইটার বলেছেন: গুড +++
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
আরজু পনি বলেছেন:
থ্যাংকস ফাইটার।
৪৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাওয়া হয়নি, দেখি আজকেই যাব। ধন্যবাদ, না দেখলে জানতামই না, আহা কত স্মৃতি আছে এই দেয়ার পত্রিকা নিয়ে!!
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
আরজু পনি বলেছেন:
উৎসবতো ১৮ তারিখ পর্যন্ত হওয়ার কথা। গেলে কিছু দেখার সুযোগ হলো কি না জানাবেন।
অনেক ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা।
৪৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
লেখোয়াড় বলেছেন:
অনেক কথা শোনার জন্য তৈরী থাকুন।
আমাকে অশেষ করেছেন, তার ঋণ এবার শোধ করতে হবে।
হ্যাঁ, রাত থেকে নিস্তব্ধতা বিলুপ্ত্ হওয়ার আগেই
সে সব কথা আপনাকে শুনতেই হবে।
কোন ক্ষমা নেই, অজুহাত নেই।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
আরজু পনি বলেছেন:
আমার ধৈর্য্য সম্পর্কে আপনার ধারণা কেমন জানি না, তবে আপনার ওই হাতের যাদুতে .................আমারও অনেক কিছু বলতে ইচ্ছে করছে ঠিক গানের মতো করে....তুমি কেমন করে গান কর হে গুণি......নিস্তব্ধ রাতেই বসলাম .....সব স-অ-ব শুনবো।
৫০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
বাদশা নামদার বলেছেন: জ্বী আপু, ইদানিং একটু কম আসি।মাঝে মাঝে প্রথম পাতায় ঢু মেরে যাই আর আগের ভাল লাগা কিছু লিখা পড়ি।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
আরজু পনি বলেছেন:
শুনে ভালো লাগলো না। খুব ব্যস্ততা না থাকলে বা ব্যস্ততার ফাকেঁ একটু সময় বের করে নিয়মিতই আসুন না।
শুভকামনা রইল অনেক।
৫১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
সিডির দোকান বলেছেন: আপি তোমাকে অনুসারিতে নিলাম।
পোস্ট ভালা অইছে রে.....
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদরে সিডির দোকান .....
৫২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩
*কুনোব্যাঙ* বলেছেন: আসলেই স্মৃতি কাতরতা। কয়েকদিন অনলাইনে না থাকার কারণে মিস হয়ে গেল। পোষ্টটি আগে চোখে পড়লে অবশ্যই এক ঘুরনা যেতাম বাংলা একাডেমিতে।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
আরজু পনি বলেছেন:
কি আর করা। মন খারাপ করবেন না। কোন স্মৃতি থাকলে শেয়ার করতে পারেন।
শুভকামনা রইল।
৫৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
খেয়া ঘাট বলেছেন: এই দেয়াল পত্রিকাটি পুরোটা কাপড়ের উপর সুতার কাজ করে লিখা হয়েছে -
দারুন,দারুন এবং দারুন।
বিশ্ববিদ্যালয়ে সারারাত জেগে দেপ বের করার স্মৃতি মনে পড়ে গেলো।
পোস্টটির জন্য এক দেয়াল ভর্তি ধন্যবাদ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
আরজু পনি বলেছেন:
অনেক স্মৃতি তাই না!!
অনেক অনেক ধন্যবাদ খেয়াঘাট।
৫৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
ইখতামিন বলেছেন: কেমন আছেন?
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
আরজু পনি বলেছেন:
ঠান্ডা-কাশিতে বিশেষ ভালো নেই।
ঠান্ডা-জ্বরে চোখ মেলে ঠিক মতো তাকাতে কষ্ট হয় বলে ব্লগে সময় দিতে পাচ্ছি না।
ধন্যবাদ ইখতামিন।
ভালো থাকবেন।
৫৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
ইখতামিন বলেছেন: কেমন আছেন?
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
আরজু পনি বলেছেন:
আমার পোস্ট নিয়ে তো কিছু বললেন না!!! ভালো বা মন্দ
৫৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
লেখোয়াড় বলেছেন:
আপনার ধৈর্য্য সম্পর্কে আমার কোন ধারনা নেই।
তবে মানুষদের ধৈর্য্য খুব বেশি না। বড়জোর ভোর পর্যন্ত, তারপর রোদ উঠলেই সব শেষ।
তারপর কে কার কথা মনে রাখে। মানুষ খুব অল্পতেই ফুরিয়ে যায়।
আপনি তো মানুষ, তবে ব্লগে আপনি খুব কর্মমুখর ও সদাচঞ্চল,
এটাকে বলতে পারি এক ধরনের সৎ চিন্তার যুদ্ধ।
আপনি প্রায়ই বলে থাকেন আমার হাত খুব ভালো, মানে লেখায়, তাহলে আমার মন ভাল নয়, তাই তো?
আমার হাতের যাদুতে আপনারও অনেক কিছু বলতে ইচ্ছে করে, বলেছেনও, তবে নিজের নয়, রবীন্দ্রনাথের।
কেন এই ছল করলেন, ধার করা কথা না বলে আসলেই আপনার নিজের কথাটি তো বলতে পারতেন, না কি??
আমার নাকি অনেক গুণ, ব্লগে অনেকে তো আমার নিকট থেকে আমার গুণ ধার নিতে চায়, আচ্ছা বলুন আপনি, এটা কোন কথা হলো, গুণ কি কাউকে ধার দেয়া যায়, এসবে আমি খুবই বিব্রত হই।
আমার মুখের মারবেল সরানোর জন্য আপনার প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই, তবে মারবেলগুলো একবারে ভেঙে না যায় সে দিকে তো আমার খেয়াল রাখতে হবে!!
নিস্তব্ধ রাতেই বসলাম .....সব স-অ-ব শুনবো........... এটি আপনার বলা কথা।
না, আমি বসতে পারি নি, আমি সময়কে ধরতে পারিনি। বসলাম এখন এই ভর দুপুর বেলায।
আপনি খুশি হবেন কি না জানি না।
আপনি কোথায়?
আপনি খুব কাজের কাজী, সারাদিনওমান শুধু কাজ আর কাজ।
একদিন আপনার ধৈর্য়্যের পরীক্ষা নেবো, তৈরী থাকবেন, আগামী শীতের শুরুতে, আশ্বিন কিংবা কার্তিকে।
দেখবো আপনার কত ধৈর্য্য।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
আরজু পনি বলেছেন:
তবে মানুষদের ধৈর্য্য খুব বেশি না।বড়জোর ভোর পর্যন্ত, তারপর রোদ উঠলেই সব শেষ।....কথাটা বলে ভাল করেছেন। নিজেকে যাচাই করার সুযোগ পেলাম।
কে কার মনের খবর রাখে বলুন? লেখা থেকেইতো আমরা একজন আরেকজনের খবর জানতে পারি, তার ধরণ যেমনই হোক না কেন।
নানান সীমাবদ্ধতায় আপনার কথার লম্বা জবাব দিতে পারলাম না। আর পারার কথা্ও না। আমি কাঠখোট্টা মানুষ! এতো কাব্য করে হাতের যাদু দিয়ে আমার পক্ষেতো দারুণ দারুণ বাক্য রচনা পেটে বোম মারলেও আসবে না
সবশেষে বলি....ঠিকাছে সময়ই কথা বলবে।
৫৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমি কি পোষ্টটা আগে দেখিনি...........!!! দুঃখজনক আমার জন্য........তবে দেয়াল পত্রিকা গুলো দেখেই মন ভরে গেল....... ধন্য হলাম........
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
আরজু পনি বলেছেন:
আপনার ভাল লাগলো জেনে আনন্দিত হলাম।
ভালো থাকবেন বন্ধু তুহিন।
৫৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
যুবায়ের বলেছেন: অসাধারন একটি পোষ্ট!!...
চমৎকার তথ্য সমৃদ্ধ....
কলেজে যখন পড়তাম তখন দেয়াল পত্রিকা বের হতো...
নিয়মিত লেখা দিতাম... তখন থেকে টুকটাক কবিতা লেখার অভ্যাস হয়।
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, দেয়াল পত্রিকা কিশোর লেখকদের গুনের বিকাশে খুবই সহায়ক ভুমিকা পালন করে থাকে।
অনেক ধন্যবাদ যুবায়ের।
৫৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
অপর্ণা মম্ময় বলেছেন: চমৎকার লাগলো ছবি গুলো দেখে। ১৮ তারিখ বাংলা একাডেমীর সামনে দিয়ে যাওয়ার সময় দেখেছি এই দেয়াল পত্রিকার আয়োজন। ভাবলাম কাজটা সেরে দেয়াল পত্রিকার আয়োজন দেখব। যখন গেলাম দেখলাম আয়োজন শেষ। ভীষণ আফসোস লেগেছিল।
অনেক অনেক ভালা লাগা রইল আপনার এই পোস্টের জন্য।
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
আরজু পনি বলেছেন:
আমারও এরকম হয় অনেক সময়ই। যাই, যাচ্ছি করতে করতে মিস হয়ে যায় অনেক পছন্দের অনুষ্ঠানই।
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
অনেক ভালো থাকুন অপর্ণা।
৬০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৯
জেমস বন্ড বলেছেন: বাহ সুন্দর পরিবেশনা করেছে তো ।
ফটূ তুলেছেন
, মাশাল্লাহ
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
আরজু পনি বলেছেন:
হিহিহিহি
আলহামদুলিল্লাহ
৬১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: আমাড় পড়োঠোম লেখাটি এক অখ্যাত ও ছোট্ট স্টেশনের দেওয়াল পত্রিকায় স্থান পেয়েছিল।স্কুলেও এমন পত্রিকায় জড়িত থাকতাম--ভালো লাগল পোস্ট--
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
আরজু পনি বলেছেন:
জয়তি, আপনেকি ফনেটিকে লিখেন?
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সর্বদা।
৬২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
কালীদাস বলেছেন: জীবনে এই একটা মিডিয়ায় লেখালেখি হয় নাই বললেই চলে; লেখছিলাম ক্লাশ টেনে লাস্টবার। ক্লাশ এইটে জেনেটিকসের উপরে লেখছিলাম, পুলাপান এমন পঁচানি পঁচাইছিল মাইনষের কোষে জিন থাকে পইড়া, বেদানা
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
আরজু পনি বলেছেন:
আপনি হচ্ছেন জাত পন্ডিত মানুষ! পন্ডিতরা মাঝে মাঝে টুকটাক পচিানি খায়ই , আমরাও আমাদের আতেঁল বন্ধুদের যেমন অনেক পছন্দ করি , তেমনি পচানি দিতেও পিছ পা হই না
৬৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
পরিবেশ বন্ধু বলেছেন: আপু খুব সুন্দর দেয়ালিখা সমচার
১০০ লেখা হল আজি
নিকে দরশন চাই একবার
শুভকামনা ভক্তরাজি
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
আসবো পরিবেশ বন্ধু, খুব শিগগীরই।
ভালো থাকবেন।
৬৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
ইখতামিন বলেছেন: কেমন আছেন?
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ ইখতামিন।
আজকাল কে কার খোজ রাখে বলুন! তবুওতো আপনি একজন শুভাকাঙ্খী হয়ে খোঁজ নিলেন।
ভাল আছি, আলহামদুলিল্লাহ।
আপনিও অনেক ভালো থাকুন শুভকামনা রইল।
৬৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
রাসেল মাহ্মুদ বলেছেন: প্রিয় আরজুপানি, অত্যন্ত দুঃখিত, নানা কারণে অনেকদিন পর আপনার মন্তব্য দেখলাম। লেখাটি যে সামুতে পোস্ট করিনি তা কেবলই লক্ষ্য করলাম। সেক্ষেত্রে আপনাদের এটি নিয়ে কাজ করা প্রাসঙ্গিক হবে কি না জানি না। সামুতে ছিল অন্য একটি লেখা। লিঙ্কটি Click This Link
রেফ : Click This Link
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
আরজু পনি বলেছেন:
আমি অপরবাস্তব এর জন্যে যা লেখা পেয়েছি, সবগুলোর প্রাপ্তি স্বীকার করেছি।
সেখানে আপনার পোস্ট আছে কি না, আমাকে একটু দেখতে হবে।
শুভকামনা রইল রাসেল।
৬৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
রাসেল মাহ্মুদ বলেছেন: প্রিয় আরজুপানি, অত্যন্ত দুঃখিত, নানা কারণে অনেকদিন পর আপনার মন্তব্য দেখলাম। লেখাটি যে সামুতে পোস্ট করিনি তা কেবলই লক্ষ্য করলাম। সেক্ষেত্রে আপনাদের এটি নিয়ে কাজ করা প্রাসঙ্গিক হবে কি না জানি না। সামুতে ছিল অন্য একটি লেখা। লিঙ্কটি Click This Link
রেফ : Click This Link
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
আরজু পনি বলেছেন:
এই পোস্টেই যদি কমেন্ট করলেন তবে দেয়াল পত্রিকা নিয়েতো কিছুই বললেন না
৬৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: দেয়াল পত্রিকাগুলো দেখে স্মৃতিকাতর হয়ে হয়ে গেলাম।
স্কুল কলেজের দেয়াল পত্রিকা নিয়ে উত্তেজনার দিনগুলো মনে পরে যাচ্ছে! এখানকার দেয়ালপত্রিকা গুলো অনেক সুন্দর!
পোষ্টে ভালো লাগা রইলো।
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
আরজু পনি বলেছেন:
সত্যিই কি দারুণ কৈশোর পার করে এসেছি!
অনেক ধন্যবাদ ৎঁৎঁৎঁ (ইয়ে , মানে আপনার নিকতো উচ্চারণ করতে গিয়ে তোতলা হয়ে যাচ্ছি! :!> :-& )
৬৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
ইখতামিন বলেছেন: আশা করি এখন সুস্থ আছেন.
শুভ কামনা রইল. ভালো থাকবেন.
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
আরজু পনি বলেছেন:
জ্বি, আলহামদুলিল্লাহ।
অনেক ধন্যবাদ। আপনিও অনেক ভালো থাকুন।
৬৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দেয়াল পত্রিকা এই প্রথম দেখলাম। খুবই ভাল লেগেছে।
আমার ব্লগে জবাবটা দেখবেন দয়া করে।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
আরজু পনি বলেছেন:
দেয়াল পত্রিকার চর্চা আমাদের দেশের স্কুল, কলেজের শিক্ষার্থীদের মেধা, মননের চর্চায় বিশেষভাবে সহায়ক।
হ্যাঁ, দেখে, আরেকটা মন্তব্য করে এলাম।
ভালো থাকবেন।
৭০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
পাগলমন২০১১ বলেছেন: ২৪ তম প্লাস
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ পাগলমন২০১১।
ভালো থাকবেন।।
৭১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
অদৃশ্য বলেছেন:
উদ্দেশ্যগুলো জেনে ভালোলাগলো.... আশাকরছি অনুষ্ঠানটি সফলভাবেই বাস্তবায়িত হয়েছে....
মনে পড়ে গেলো কোন এক সময়ের আন্ত উপজিলা স্কুল প্রতিযোগিতার ক্থা... যেখানে আমরা ক'জন বন্ধুরা মিলে আমাদের স্কুলের পক্ষ থেকে দেয়াল পত্রিকা তৈরী করেছিলাম... সেটাই প্রথম আর সেটাই শেষ ছিলো আমার....
শুভকামনা....
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
আরজু পনি বলেছেন:
আমিও তেমনটি আশা করছি। শেষের দিন যেতে পারি নি।
আপনার স্মৃতিকথা জেনে অনেক ভালো লাগলো।
দেয়াল পত্রিকা আসলেই অনেক স্মৃতিময়।
অনেক ধন্যবাদ অদৃশ্য।।
৭২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
বিলাতী পোলা বলেছেন: অনুসারিতদের দলে নিয়া গেলাম।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ বিলাতী পোলা।
এই অনুসারিত ট্যাবটা কেন যে আমি মনেই রাখতে পারি না! দেখি আবার চেষ্টা করে অনুসারিত লিস্টি ফলো করার অভ্যেস্ও করতে হবে।
ভালো থাকুন অনেক।
৭৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
প্রত্যাবর্তন@ বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
আরজু পনি বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ প্রত্যাবর্তন@
৭৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
নীল-দর্পণ বলেছেন: কি সুন্দর রংবেরংয়ের দেয়াল পত্রিকা.....
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
আরজু পনি বলেছেন:
ফেসবুকে আরো বেশ কিছু আছে, দেখতে পারেন।
অনেক ধন্যবাদ নীল-দর্পন।
৭৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
গোলাপ ভাই বলেছেন: প্রতিটি শিশু-কিশোরের চিন্তা-চেতনা বিকশিত করার ক্ষেত্রে দেয়াল পত্রিকার গুরুত্ব অনেক বেশি। তাই এধরনের উৎসব শুধু ঢাকায় নয় সারা দেশে করা প্রয়োজন।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
আরজু পনি বলেছেন:
আররে গোলাপ ভাই যে, মুক্তি পেলেন কখন!!!!
হ্যাঁ, আসলেই....শিশু, কিশোরদের কথা ভেবেই এসব আয়োজন করা উচিত নিয়মিতই।
শুভ ব্লগিং গোলাপ ভাই
৭৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
নীলফরিং বলেছেন:
অনেক সুন্দর আপু।
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ নীলফরিং।
ভালো থাকবেন।।
৭৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
সিংহমামা বলেছেন:
তাই আপনাদের জন্য একটু----
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
আরজু পনি বলেছেন:
আপনি যে জেনারেল হয়েছেন, তা অন্য ব্লগে কমেন্ট করা দেখেই বুঝেছি। জেনারেল মুবারক।
আমার পোস্ট নিয়ে তো ভাল , মন্দ কিছুই বললেন না
৭৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
পিয়ার আহসান বলেছেন: চমৎকার পোস্ট। আমারো পুরানো স্মৃতি মনে পড়ে গেল। আপনাকে ধন্যবাদ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
আরজু পনি বলেছেন:
স্কুল, কলেজে যারা দেয়াল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তাদের স্মৃতি সত্যিই বড্ড সুখের।
অনেক ধন্যবাদ পিয়ার আহসান।।
৭৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
ইখতামিন বলেছেন: রেনডম রেটিং দেওয়ার ব্যবস্থা থাকিলে আরও কয়েক বার রেটিং দিতুম। কিন্তু রেটিং দেওয়ার আর সুযোগ নাই। বিধায় আর রেটিং নাহি দিলুম। তবে + + + + + দিলুম। যোগ করিয়া নিবেন.।
ভালো থাকিবেন.
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
ধন্যবাদ, ধন্যবাদ ।।
৮০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট
দারুন। +++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।।
৮১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
নীরব 009 বলেছেন: অনেকদিন পর দেয়াল পত্রিকার ছবি দেখে দারুণ লাগল। সবগুলোই দারুণ লেগেছে।
পোস্টে ভাল লাগা রইলো
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ নিরব।
ভালো থাকুন সবসময়।।
৮২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
মুহাম্মাদ আসাদুল্লাহ্ বলেছেন: khub e valo laglo. school jibone fire gelam
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
আরজু পনি বলেছেন:
সেটাই, এই ছবিগুলো আমাকেও স্মৃতি কাতর করে ফেলেছিল, তাই সহব্লগারদের কথা ভেবেই এই পোস্টের অবতারণা।।
আসাদুল্লাহ্, ভালো থাকুন অনেক অনেক।
৮৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭
পথ-হারা এক পথিক বলেছেন: ভালো মানের পোস্ট। পেছনের দিকের কিছু সময়ে ফিরে গেলাম। আপু, তুমি আজ থেইকা অনুসারিত ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
আরজু পনি বলেছেন:
ধন্যবাদ পথিক, তবে সময় অনুযায়ী আপনার ব্লগে পোস্ট তো বেশ কম দেখলাম ! অনেক ব্যস্ত থাকেন মনে হচ্ছে...
ভালো থাকুন অবিরত।।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
শার্লক বলেছেন: বাহ। সুন্দন সুন্দর ছবি।