নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অণু । বাবা - মা ডাকে অনিক বলে । নিজের সম্পর্কে বড় করে পরিচয় দেবার মতো কোন যোগ্যতা এখনো তৈরি করে উঠতে পারি নাই । কিছুদিন অনুরাগ ছদ্মনামে সামাজিক মাধ্যমে লেখালিখি করেছি , এখন নিজের প্রকৃত নামেই লিখছি । সঙ্গতকারণে পরিবার থেকে দূরে থাকতে হয় , পরিবারের সদ

আশফিকুর রহমান অণু

আমি অণু । বাবা - মা ডাকে অনিক বলে । নিজের সম্পর্কে বড় করে পরিচয় দেবার মতো কোন যোগ্যতা এখনো তৈরি করে উঠতে পারি নাই । কিছুদিন অনুরাগ ছদ্মনামে সামাজিক মাধ্যমে লেখালিখি করেছি , এখন নিজের প্রকৃত নামেই লিখছি । সঙ্গতকারণে পরিবার থেকে দূরে থাকতে হয় , পরিবারের সদস্যদের তেমন খুব একটা কাছে পাওয়ার সুযোগ হয় না আর ব্যক্তিগত জীবনেও খুব একটা ভালো কোন বন্ধু- বান্ধব বন্ধু নেই; যে বা যার যা যাদের সাথে নিজের কথা গুলা বলে হালকা হতে পারি । খুব একা থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি । তাই সেই চিন্তাবোধ - বিবেক তাড়না থেকেই নিজেকে হালকা সহজ করার প্রয়াসে ব্লগ লেখার চেষ্টা শুরু করা মাত্র । অবসর সময়ে কবিতা লিখে সময় কাটাই নয়তো একাই নিজে নিজের ম তো করে দূর দূরান্তে পায়ে হেঁটে ঘুরতে বেরিয়ে পরি ।

আশফিকুর রহমান অণু › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

ইদানিং ধর্ষণ বা গণধর্ষণ আমাদের দেশে মহামারী আকার ধারণ করেছে। পত্র পত্রিকা বা অনলাইন মিডিয়া খুললেই দেশের কোথাও না কোথাও ধর্ষণ এর খবর চোখে পড়বেই। কয়টা খবর মিডিয়ায় আসে..?!!
আমার মতে শতকরা ৯০% ধর্ষিতাই লোকলজ্জার ভয়ে চুপচাপ থাকে..!!
ধর্ষকরা হয়তো ধর্ষণের সময় এটা ভুলে যায় তারা(ধর্ষকরা) নিজেরাও তো কোনো না কোনো মায়ের সন্তান, তাদেরও হয়তোবা বোন-বউ বা ফুটফুটে একটা কন্যা সন্তান রয়েছে।
ধর্ষণ করার সময় একটা বারও কি তাদের(ধর্ষকদের) নিজ পরিবারের সদস্যদের কথা মনে পড়ে না..???
তাদের পরিবারেও তো নারী সদস্য রয়েছে।
তারা কি এটা ভাবে না,আজ যদি একই কাজ তার নিজের মা, বোন, বউ বা আদরের ফুটফুটে কন্যার সাথে হতো তখন তার(ধর্ষকের) খারাপ লাগতো না..???
.আমার প্রশ্ন দুটির উত্তর একটিই আর সেটা হচ্ছে, "না"...!!!
.তার কারণ হচ্ছে ওরা মানুষ নয়,ওদের পরিচয় একটাই আর সেটা হচ্ছে ধর্ষক।
ওরা কারো সন্তান হতে পারে না,ওরা কারো স্বামী হতে পারে না, ওদের অধিকার নেই কারো বাবা হওয়ার।
কারণ ওরা মানুষ নয় ওরা ধর্ষক।
.সরকারের উচিৎ এদের(ধর্ষকদের) দমন করার জন্য দেশের আইন সংশোধন করা।
এমন আইন করা হোক,ধর্ষণের আলামত বা প্রমাণ পাওয়ার সাথে সাথেই দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষিতার বয়স এবং ধর্ষনের মাত্রা অনুযায়ী ধর্ষকের শাস্তি হবে ক্যাপিটাল পানিশমেন্ট অথবা আমৃত্যু কারাদন্ড। নূন্যতম শাস্তি থাকবে যাবজ্জীবন কারাদন্ড।
এবং ধর্ষকের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি দেয়া হবে ধর্ষিতাকে।
সেই সাথে ধর্ষকের NID card এ Capital Letter এ লিখে দেয়া হবে "RAPIST" যা থাকবে আজীবনের মতো অসংশোধনীয়।

মাদকের মতো ধর্ষণের ক্ষেত্রেও ঘোষণা করা হোক 'জিরো টলারেন্স' নীতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.