![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা খুব দু:খের সাথে দেখছি , ম্যাচিউর ব্যক্তিদের চিন্তা ভাবনার লেবেল নাবালক বা ১৮/২০ বয়সের স্থরে অবস্থান করা নিয়ে । যারা নিজেদের শুধু রাজনৈতিক দলের দোষ চর্চার ভিতরে আবদ্ধ রাখে, রাজনৈতিক সব দলেরই দোষ গ্রস্থ এবং ক্ষমতায় আসলে তাদের একই দোষ পরিলক্ষিত হয় । খুন , চুরি , দু:নীতি , রাহাজানি, মাস্তানি , চাঁদাবাজি, ঘুষ ইত্যাদি কর্ম সব দলের ভিতরে দেখা যায় । আওয়ামী লীগের যে দোষ, সেই দোষ বিএনপি, জামাত, জাতিয় পার্টি, ইউনুস সরকার সহ সবার ভিতরেই আছে , কিন্তু কিছু লোক আছে শুধু আওয়ামী লীগের দোষ চর্চা করে এবং কিছু লোক শুধু বিএনপি জামাতের দোষ চর্চা করে । এই মেন্টাল সেটাপ থেকে তারা বের হতে পারে না বা চেষ্ঠা করে না ।
ইন্ডাস্ট্রি লেবেল একটা শব্দ প্রচলিত সেটা হোল প্রোডাক্সন সিস্টেম লস। এটা এমন জিনিস এটাকে ০% করা সম্ভব নহে । আগে আমরা বাসা বাড়ীতে ১০০ ওয়াটে বাতি জালাতাম এবং এই আলোর জন্য ৭০% বিদ্যুৎ শুধু অপচয় হোত , এটাই সিস্টেম লস । সব যন্ত্র পরিচালনা করতে গেলে সিস্টেম লস হয় । এখন আমরা যদি রাজনৈতিক দলে দোষ গুলোকে যদি উন্নয়নের সিস্টেম লস বলি, তাহোলে বিষয়টা বুঝতে সহজ হয় । কোন ইন্ডাস্ট্রির পারফরমেন্স বিচার করা হয় , ঐ ইন্ডাস্ট্রির সিস্টেম লস এবং প্রডাক্টিভিটির উপরে ।
মনে করুন দুইটা ইন্ডাস্ট্রি একই যন্ত্র ব্যবহার করে, একই জিনিস উৎপন্ন করে এবং দুটোরি সিস্টেম লস ৩০% কিন্তু একটা প্রতিষ্ঠান ঘন্টায় ৬০ টা আইটেম তৈরি করে এবং অন্যটি করে ২০ আইটেম ।
এখন এখানে যে প্রতিষ্ঠান ঘন্টায় ২০টা তৈরি করে তাকে যদি বিএনপি এবং যে প্রতিষ্ঠান ৬০টা তৈরি করে তাকে আওয়ামী লীগ বলি তাহোলে বিষয়টা সহজ হবে । এখানে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের সিস্টেম লস বা দোষ( খুন, দু:নীতি, ঘুস ইত্যাদি) ৩০% উন্নয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু শুধু দক্ষতার জন্য একজনের উন্নয়ন মাত্রা ৬০ এবং অপর জনের ২০।
তাহোলে কে ভালো পারফরমার ? আমি জানি না আমাদের মেচিউর ব্যক্তিদের চিন্তা ভাবনার মেচুরিটি কবে আসবে ? শুধু বলি চিন্তা চেতনার সেট আপ পরিবর্তন করুন এবং ১৮/২০ বছর বয়সিদের মেন্টাল সেট আপ থেকে বেড়িয়ে আসুন । এটা যে কত বড় স্টুপিডিটি সেটা আপনারা বোঝেন না ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:৩০
কামাল১৮ বলেছেন: আরেকটু সহজ করে বললে সবাই বুঝতো।সত্যি বলতে কি,আমিও ভালো বুঝি নাই।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১২
এ আর ১৫ বলেছেন: তাহোলে তো করার কিছুই নেই , এটা আমার সব চেয়ে সহজ প্রচেষ্ঠা ভাই ধন্যবাদ ।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৫৭
রাসেল বলেছেন: আমাদের চরিত্রের চমৎকার বিশ্লেষণ। আমি মনে করি, আমরা সচেতনভাবেই পক্ষপাতমূলক সমালোচনা করি। সরেজমিনে পর্যবেক্ষণ করলে দেখা যায়, এই পক্ষপাতমূলক সমালোচনার সঙ্গে ব্যক্তিস্বার্থ জড়িত। এর জন্য আমি সাধারণ মানুষকে দায়ী করি না। কারণ, সাধারণ মানুষকে যেভাবে নেতৃত্ব দেয়া হয় তারা সেভাবে পরিচালিত হয়। দেশের নৈরাজ্যকর অবস্থার জন্য প্রশাসন অনেক ক্ষেত্রে দায়ী। প্রশাসনের অরাজকতায় সরকারি রাজনৈতিক দল মুখ্য ভূমিকা পালন করে থাকে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৩
এ আর ১৫ বলেছেন: আপনি ও চমৎকার উত্তর দিয়েছেন , ধন্যবাদ
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: এই সমাজে ও রাষ্ট্রে নিজের স্বার্থ দ্বারা ভালোমন্দ নির্ণায়িত হয়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৩
এ আর ১৫ বলেছেন: সেটাই হোল আসল সত্য , ধন্যবাদ
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৯
এ আর ১৫ বলেছেন: কোন ইন্ডাস্ট্রির পারফরমেন্স বিচার করা হয় সিস্টেম লস সাথে নিয়ে তার প্রডাক্টিভিটি কত সেটা নিয়ে । একই ভাবে রাজনৈতিক দল গুলোর সরকার পরিচলনার পারফরমেন্স নির্ধারন হয় সিস্টেম লস ( দু:নীতি, ঘুস , অরাজগত ইত্যাদি ) সাথে নিয়ে কত খানি উন্নয়ন কোরলো সেটা নিয়ে । বাংলাদেশের প্রক্ষাপটে আওয়ামী লীগের পারফরমেন্স অন্য যে কোন সরকার থেকে অনেক উন্নত ।
প্রযুক্তি যত উন্নত হয় ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম লস তত কমে আসে এবং একই সাথে দেশের উন্নয়ন যত বেশি হয় , অর্থনীতি যত শক্তিশালি হয় রাজনৈতিক সিস্টেম লস তত কমে আসে ।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১১
এ পথের পথিক বলেছেন: একটু বেশী জটিল এবং পোস্টকে ব্যাখ্যা করে বড় লিখলে হয়ত সহজবোধ্য হত ।
সমস্যা বলেছেন সমাধান বলেন নি । কিভাবে সিস্টেম লস ছোট বেলাতেই কমানো যায় । আশা করছি পরবর্তী পোস্টে বিস্তারিত লিখবেন এ ব্যাপারে ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪০
এ আর ১৫ বলেছেন: ৫ নাম্বার কমেন্টের উত্তর টাতে একটু ব্যাখা করেছি , দেখুন , ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:২৮
এ আর ১৫ বলেছেন: আমরা খুব দু:খের সাথে দেখছি , ম্যাচিউর ব্যক্তিদের চিন্তা ভাবনার লেবেল নাবালক বা ১৮/২০ বয়সের স্থরে অবস্থান করা নিয়ে । যারা নিজেদের শুধু রাজনৈতিক দলের দোষ চর্চার ভিতরে আবদ্ধ রাখে, রাজনৈতিক সব দলেরই দোষ গ্রস্থ এবং ক্ষমতায় আসলে তাদের একই দোষ পরিলক্ষিত হয় । খুন , চুরি , দু:নীতি , রাহাজানি, মাস্তানি , চাঁদাবাজি, ঘুষ ইত্যাদি কর্ম সব দলের ভিতরে দেখা যায় । আওয়ামী লীগের যে দোষ, সেই দোষ বিএনপি, জামাত, জাতিয় পার্টি, ইউনুস সরকার সহ সবার ভিতরেই আছে , কিন্তু কিছু লোক আছে শুধু আওয়ামী লীগের দোষ চর্চা করে এবং কিছু লোক শুধু বিএনপি জামাতের দোষ চর্চা করে । এই মেন্টাল সেটাপ থেকে তারা বের হতে পারে না বা চেষ্ঠা করে না ।
ইন্ডাস্ট্রি লেবেল একটা শব্দ প্রচলিত সেটা হোল প্রোডাক্সন সিস্টেম লস। এটা এমন জিনিস এটাকে ০% করা সম্ভব নহে । আগে আমরা বাসা বাড়ীতে ১০০ ওয়াটে বাতি জালাতাম এবং এই আলোর জন্য ৭০% বিদ্যুৎ শুধু অপচয় হোত , এটাই সিস্টেম লস । সব যন্ত্র পরিচালনা করতে গেলে সিস্টেম লস হয় । এখন আমরা যদি রাজনৈতিক দলে দোষ গুলোকে যদি উন্নয়নের সিস্টেম লস বলি, তাহোলে বিষয়টা বুঝতে সহজ হয় । কোন ইন্ডাস্ট্রির পারফরমেন্স বিচার করা হয় , ঐ ইন্ডাস্ট্রির সিস্টেম লস এবং প্রডাক্টিভিটির উপরে ।
মনে করুন দুইটা ইন্ডাস্ট্রি এই যন্ত্র ব্যবহার করে, একই জিনিস উৎপন্ন করে এবং দুটোরি সিস্টেম লস ৩০% কিন্তু একটা প্রতিষ্ঠান ঘন্টায় ৬০ টা আইটেম তৈরি করে এবং অন্যটি করে ২০ আইটেম ।
এখন এখানে যে প্রতিষ্ঠান ঘন্টায় ২০টা তৈরি করে তাকে যদি বিএনপি এবং যে প্রতিষ্ঠান ৬০টা তৈরি করে তাকে আওয়ামী লীগ বলি তাহোলে বিষয়টা সহজ হবে । এখানে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের সিস্টেম লস বা দোষ( খুন, দু:নীতি, ঘুস ইত্যাদি) ৩০% উন্নয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু শুধু দক্ষতার জন্য একজনের উন্নয়ন মাত্রা ৬০ এবং অপর জনের ২০।
তাহোলে কে ভালো পারফরমার ? আমি জানি না আমাদের মেচিউর ব্যক্তিদের চিন্তা ভাবনার মেচুরিটি কবে আসবে ? শুধু বলি চিন্তা চেতনার সেট আপ পরিবর্তন করুন এবং ১৮/২০ বছর বয়সিদের মেন্টাল সেট আপ থেকে বেড়িয়ে আসুন । এটা যে কত বড় স্টুপিডিটি সেটা আপনারা বোঝেন না ।