নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানবো,জানাবো।

আরিফ১৯৭৮০০৭

আরিফুল ইসলাম ৬৭১৬৮ |

আরিফ১৯৭৮০০৭ › বিস্তারিত পোস্টঃ

মৈত্রী এক্সপ্রেস ।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭







সাবেক পূর্ব পাকিস্তান এবং ভারতের সাথে রেল যোগাযোগ ১৯৬৫ সালের যুদ্ধের পর বন্ধ হয়ে যায়। এরপর ২০০৮ ইং সালে বাংলা নবর্ষের দিন অর্থাৎ ১৪ই এপ্রিল পুনরায় ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিস চালু হয়।



কাস্টমস এবং ইমিগ্রেশন মিলিয়ে মোট ১৩ ঘন্টা সময় প্রয়োজন হয়। দু’দেশের রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ট্রেনের নাম ট্রেনের গায়ে ইংরেজী, বাংলা এবং হিন্দীতে লেখা হয়। ভারত ও বাংলাদেশ দু’দেশের রেল কর্তৃপক্ষের ট্রেন পরিচালনা করে। নিজ নিজ ভূ-খন্ডে নিজ দেশের চালক, নিজ দেশের ইঞ্জিন দিয়ে বদল হয়। কাস্টমস এবং ইমিগ্রেশনের কাজটি সীমান্তে বাংলাদেশ ও ভারতে যথাক্রমে দর্শনা ও গেদে স্টেশনে সম্পন্ন হয়। নিজ নিজ ভূ-খন্ডে ট্রেনটি থাকা অবস্থায় নিজ নিজ দেশের রেল কর্তৃপক্ষ ক্যাটাগরিং সার্ভিস দেয়।



ট্রেনের নাম ও নম্বর





বাংলাদেশ রেলওয়ে BR Rake : ঢাকা-কলকাতা-৩১০৭

কলকাতা- ঢাকা ৩১০৮



বাংলাদেশে রেলওয়ে IR Rake : কলকাতা-ঢাকা ৩১০৯

কলকাতা-ঢাকা ৩১১০





BR Rake ৩১০৭ প্রতি শুক্রবার ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় আর ৩১০৮ কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।



IR Rake ৩১০৯ প্রতি মঙ্গলবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে আর ৩১১০ বুধবার থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে।



ভাড়া

>এসি ১ম শ্রেণী/ কেবিন- ২০ মার্কিন ডলার।

>এসি ১ম শ্রেণী চেয়ার- ১২ মার্কিন ডলার।

>নন এসি চেয়ার ৮ মার্কিন ডলার।

৩০০ টাকা ভ্রমণ কর এবং ১৫% ভ্যাট প্রযোজ্য।

প্রাপ্ত বয়স্কদের সাথে ৫ বছর বা এর কম বয়সীরা ৫০ কম ভাড়ায় ভ্রমণ করতে পারে। ভ্রমণ সংক্রান্ত যথাযথ কাগজপত্র প্রদর্শন করে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টার মধ্যে ঢাকা ও কলকাতা রেল স্টেশন থেকে টিকেট সংগ্রহ করতে হয়।



লাগেজ নেয়া

প্রত্যেক প্রাপ্তবয়স্ক টিকেটের বিপরীতে ৩৫ কেজি ওজনের লাগেজ নেয়া যায়। আর শিশু টিকেটের বিপরীতে ২০ কেজি ওজনের লাগেজ নেয়া যায়। স্ক্যানিং মেশিনে স্ক্যান করার জন্য লাগেজের আকার ৬৫ সে.মি. ও ৪০ সে.মি. এর মধ্যে হতে হয়। আর লাগেজের সংখ্যা সর্বোচ্চ দু’টি হতে পারে। বাণিজ্যিক উদ্দেশ্যে মালপত্র বিপুল ঠেকানোর জন্যই অতিরিক্ত ওজনের লাগেজের জন্য উচ্চ মাশুল আরোপ করা হয়েছে।



মাশুল

৩৫ কেজি থেকে ৫০ কেজি পর্যন্ত প্রতি কেজির জন্য ২ মার্কিন ডলার আর ৫০ কেজির অপর প্রতি কেজির জন্য ১০ মার্কিন ডলার দিতে হয়। শিশুদের টিকেটের ক্ষেত্রে ২০ কেজি থেকে ৩৫ কেজি পর্যন্ত প্রতি কেজির মূল্য ২ মার্কিন ডলার এবং ৩৫ কেজির ওপর প্রতি কেজির মূল্য ১০ মার্কিন ডলার দিতে হয়।





সময়সূচী









ট্রেনে যা যা থাকে-





























সংগৃহীত।















মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সোচ্চার বলেছেন: ভাড়া টাকায় কত হবে জানালে উপকৃত হতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.