![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে নিজের অনুভবটা অন্যকে বলার চেয়ে নীরব থাকাটাই জরুরী হয়ে পরে...কারণ , আমি বুঝতে পারছি তারা আমার কথা শুনছে কিন্তু বুঝতে পারছে না !!!
আজ মোহাম্মদপুর হইতে কাপাশিয়া যাচ্ছি , পথে শালনা ফিলিং স্টেশনে গাড়ীটা থামলো গ্যাস নেয়ার জন্য । সবার মতো আমিও বাস হতে নিচে নামলাম । কিন্তু একটা জায়গায় কিছু লোককে জড়ো থাকতে দেখে আমিও এগিয়ে গেলাম, দেখলাম ১২ বৎসরের এটা ছেলে চেয়ারে বসে 7UP খাচ্ছে । ছেলেটির দুইটা হাত গোড়া থেকে কাটা । মাত্র ৬ বছর বয়সে বৈদ্যুতিক দূর্ঘটনার কারনে চিকিৎসক তার দুইটা হাত কেটে দিয়েছে । ছেলেটির বাবা নেই , মা দর্জির কাজ করে । খুব খারপ লাগছিল যখন ওর বর্তমান ও ভবিৎষত এর কথা ভাবতে ছিলাম । আবার অবাকও হলাম যখন দেখলাম ছেলেটি ভিক্ষার জন্য কারো কাছে হাত বাড়ায় না । তারপরেও আমরা কয়েকজন মিলে ওর চলার পথটাকে একটু সহজ করার বৃথা চেষ্টা করলাম ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩
আরণ্যক রাখাল বলেছেন: এরা অপরাজেয়| শ্রোদ্ধা তাদের