![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১ সাল। কদমতলীর কৈবর্ত্পাড়ায় অকুতোভয় সাতজন গেরিলা যো্দ্ধা। পাক হানাদারের ঘাটিতে দ্রুত এ্যাকশন ঘটিয়ে সবাই বিচ্ছিন্ন হয়ে আত্মোপন করবে। সে প্রস্তুতি নিতেই গেরিলা দলটি বসেছে তাদের যু্দ্ধকৌশল নিয়ে। দলপতি জামান, ৩০ বছরের শহুরে ছেলে, উচ্চশিক্ষিত। আরো আছে ষাটোর্ধ সরাফত আলি, ৪৫ বছরের নিলুফার বানু, আমজাদ, ইস্রাফীল, মালেক প্রমুখ। শেষোক্ত জনেরা সবাই মোটামুটি জামান-এর কাছাকাছি বয়সের। দলের সর্বকনিষ্ঠ সদস্য হলো রহিম বাদশা, বয়স মাত্র ৮ বছর। যুদ্ধে পুরো পরিবারকে হারিয়েছে। পাকিস্তানী হানাদার ও তাদের দোসর রাজাকারদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে ওর বাবা, মা এবং পড়শী পরিজন। লাশের স্তুপের মাঝে সংজ্ঞাহীন রহিমকে খুঁজে পায় দলপতি জামান। বুকে জড়িয়ে নিয়ে আসে গোপন ঘাঁটিতে। সেই থেকে রহিম এ দলেরই একজন সফল যোদ্ধা। এর আগে রহিমের গুপ্তচরবৃত্তির কারনেই দলটি ৩টি সফল অপারেশন করে এসেছে।
চলবে. . . .
©somewhere in net ltd.