![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নয়ন বলেন, ‘আমি বাসে টিউশনিতে যাচ্ছিলাম। বাসে আগুন লাগলে অন্য যাত্রীদের সঙ্গে আমিও নেমে দৌড় দেই। তখন পুলিশ আমাকে ধরে বলে, “তুই শিবির করস, তুই আগুন দিছস।” আমি বলি, আমি হিন্দু সম্প্রদায়ের লোক নয়ন বাছার। তখন পুলিশ বলে, “নয়ন বাশার কোনো হিন্দুর নাম হইল?” এ বলে পুলিশ আমার চোখ বাঁধে। এরপর গাড়িতে তুলে কিছু দূর নিয়ে গিয়ে মাটিতে শোয়ায়। একজন আমার হাত ও জামাকাপড় শুঁকে বলল, “না স্যার, কোনো পেট্রলের গন্ধ নাই।” একজন বলল, “গুলি কর।” আরেকজন বলল,
“চায়না, না শটগান?” বলা হলো, “শটগান, শটগান।” এরপর আমার দুই পায়ে গুলি করা হয়।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী পুলিশ পাহারায় হাসপাতালে বসে পরিক্ষা দিচ্ছে... হোক সে যে ধর্মের-দলেরই.. অপরাধীর বিচার করুন-নিরীহদের নয়.. সবারই ভাই-বোন আছে.. পুলিশেরও-সেটা ভুললে চলবে না কারণ প্রকৃতি বড় নির্মম-প্রতিশোধ পরায়ন...
২| ১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
য়াসাদ বলেছেন: করতে পারে.. তবে পুলিশই এই ছেলেকে প্রথমে শিবির বলে এখন যকন জেনেছে ও হিন্দু তখন বলছে- ছাত্রদল.. ভাষ্যে পরিবর্তন কেন? ধর্ম আমার কাছে কোনো ব্যাপার না..
৩| ১৯ শে মে, ২০১৫ রাত ৮:৫৫
নতুন বলেছেন: রাজনিতিক ব্যবহারে পুলিশ এখন পুরাই দানব....
জনগনকে মোটেও পরোয়া করেনা....
কিভাবে একজন নিরস্র মানুষকে গুলি করে???
মগের মুল্লুক নাকি স্বাধীন দেশ?
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
িশপু মাস্তান বলেছেন: হিন্দুরা কি শিবির করেনা? তারা কি মানুষ এর মধ্যে আলাদা নাকি? পার্থক্য শুধু ধর্মের তাই না?