নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌমিক জামান

আমি স্বাধীনতা চাই

সৌমিক জামান › বিস্তারিত পোস্টঃ

ভ্রমন বিষয়ে সাহায্য চাই। এড়িয়ে যাবেন না প্লিজ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

আসসালামুয়ালাইকুম।

আপনাদের কাচে সাহায্য ছাওয়ার জন্য এতো রাত এ লিখতে বসা। আমরা বন্ধু রা মিলে ভারত আর নেপাল ঘোরার প্লান করেছি। বাজেট বেশি না, জন প্রতি ২৫০০০ টাকা। আমরা প্রথমে নেপাল গিয়ে তার পর ভারতে আসব। কোন পথে গেলে তাড়াতাড়ি নেপাল যাওয়া যায় জানেন কি?আমরা নেপাল থেকে দার্জিলিং জাব,সেখান থেকে কলকাতা ।তার পর আবার বাংলাদেশ এ আসব। যতো কম খরচে ট্যুর শেষ করা যায়। আমার এক বন্ধু বুড়ীমারি দিয়ে শর্ট করে নেপাল জাওার কথা বলল। আপানাদের মতামত কামনা করছি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

ইমরোজিফিকেশান বলেছেন: you better contact with the Nepal Embassy Bangladesh (http://www.nepembassy-dhaka.org), they should tell you the easiest and cheapest way to get Kathmandu. I read in a book by Humayun Ahmed that he and his family went to Nepal by air.

And I think, you can go to Kolkata by Road (Bus). Contact High Commisoner Office at Dhaka (http://www.hcidhaka.org/)

this might not be helpful. i tried my best though.

have a safe and nice journey!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

সৌমিক জামান বলেছেন: :) অনেক ধন্যবাদ

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

শার্ক বলেছেন: check some good packages here

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

সৌমিক জামান বলেছেন: গুরুত্ব পূর্ণ কিছু পেলাম আপনার কাছে থেকে। অনেক ধন্যবাদ :)

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০

বিডি আইডল বলেছেন: বাংলাদেশ ঘুরে দেখেন আগে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

সৌমিক জামান বলেছেন: খারাপ কিছু বলেন নি। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাসপোর্ট ভারি করা। :) ধন্যবাদ

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

মিজানুররহমানসুমন বলেছেন: আপনি যদি ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা পান, তা হবে সিঙ্গেল এন্ট্রি। আমি যতদূর জানি এই ভিসা দিয়ে আপনি যেই পোর্ট দিয়ে ঢুকবেন, সেই পোর্ট দিয়ে এক্সিট হতে হবে। সুতরাং এক্ষেত্রে নেপাল যেতে পারবেন না। সঠিক ইনফো পাবেন ইন্ডিয়ান এমব্যাসি থেকে।

আরেকটা উপায় হল ভারতের ডাবল এন্ট্রি ট্রানজিট ভিসা।এক্ষেত্রে আগে নেপালের ভিসা নিতে হবে।ভিসা আবেদনের সময় উল্লেখ করতে হবে বাংলাদেশ থেকে কোন পোর্ট দিয়ে ইন্ডিয়া যাবেন, কোন পোর্ট দিয়ে ইন্ডিয়া থেকে নেপাল যাবেন- এই ধরনের একটা ইনফো দিতে হবে। ডাবল এন্ট্রি ট্রানজিট ভিসার অসুবিধা হল প্রত্যেক এন্ট্রি তে মাত্র তিন দিন ইন্ডিয়া তে থাকতে পারবেন। সঠিক ইনফো পাবেন ইন্ডিয়ান এমব্যাসি থেকে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

সৌমিক জামান বলেছেন: আমার পেশা ছাত্র দেওয়া পাসপোর্ট এ। কোন সমস্যা হবে কি? শুনলাম বাবসায়ি ছাড়া নাকি ডাবল এন্ট্রি ভিসা দেয় না? আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান মতামত এর জন্য।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

মিজানুররহমানসুমন বলেছেন: আমার মনে হয় আপনার এম,আর,পি পাসপোর্ট ব্যবহার করা উচিত। হাতে লেখা পাসপোর্ট ব্যবহার না করাই ভাল।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

সৌমিক জামান বলেছেন: আমার এম আর পি ই আছে। কিন্তু পেশা ছাত্র দেখলে নাকি আমার শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান এর সুপারিশ লাগবে ভিসা পেতে? জানেন কি?

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

মিজানুররহমানসুমন বলেছেন: Click This Link

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

সৌমিক জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.