![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ এর কোন ব্যাংক এর ক্রেডিট কার্ড তা ভালো? মানে বাঁশ কম দিবে?
ধন্যবাদ
**পোস্ট শেষ**
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৯
সৌমিক জামান বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:১৭
নতুন বলেছেন: হিসাব না কইরা খরচা করলে সবই সমস্যা... কিন্তু নিরাপদটা ব্যবহার করা উচিত....
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১
সৌমিক জামান বলেছেন: মি যদি লিমিট ক্রস না করি, তাহলে ও কি বেশি চার্জ করবে নাকি?
৩| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬
অদীত বলেছেন: এ্যামেরিকান এক্সপ্রেস সবচেয়ে ভালো। কাস্টমার সার্ভিসও ভালো। ডাচ বাংলা করি নাই।
০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:১১
সৌমিক জামান বলেছেন: ওর চার্জ কেমন জানেন কিছু?
৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৬
নাহিদ তামিম বলেছেন: বাংলাদেশে কোন কার্ড ব্যাবহার না করাই ভাল। নিয়ম অনুযায়ী কোখাও কার্ডে কিছু কেনার পর কার্ড উলটা করে রাখবে যেন নং না দেখা যায় এবং সই দেখা যায়। সই মেলার পর আপনি কার্ড পাবেন। বাংলাদেশের কোথাও আমি সই মেলাতে দেখি নাই। আপনি ইচ্ছা করলে যে কারও কার্ড ইউস করতে পারেন। কোন সিকিউরিটি নাই।
৫| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২২
অদীত বলেছেন: চার্জ ২৩০০ বছরে। তবে আমার অর্ধেক ছিল । সার্ভিস ভালো, কাস্টমার কেয়ারও ভালো। তবে ক্রেডিট কার্ড নেবার ক্ষেত্রে দেখতে হয় কাস্টমার কেয়ার কেমন? সেদিক থেকে ভালো ও ফ্রেন্ডলি।
৬| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫
রাজীব বলেছেন: সরকারী ব্যাংক থেকে করতে পারেন। যেখানে সব ব্যাংক মাসে ২.৫% সুদ নেয় মানে বছরে ২.৫ গুন ১২ = ৩০% সেখানে সরকারী ব্যাংক ( সোনালী ও জনতা ) মাসে ২% সুদ নেয় মানে বছরে ২৪%।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:৩১
একাকী সমুদ্রে বলেছেন: সবচেয়ে নিরাপদ কোনটা তা বলতে পারি। ডাচ-বাংলা ব্যাঙ্কের EMV যুক্ত ক্রেডিট কার্ড সবচেয়ে নিরাপদ। কারণ অন্য কোন ব্যাঙ্কের EMV যুক্ত কার্ড দেখি নাই। EMV যুক্ত ক্রেডিট কার্ড কপি করা যায় না। তবে ডাচ-বাংলার চার্জ একটু বেশি মনে হয় আমার কাছে।