নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌমিক জামান

আমি স্বাধীনতা চাই

সৌমিক জামান › বিস্তারিত পোস্টঃ

থাইরয়েড চিকিৎসা এর জন্য কোথায় ভাল চিকিৎসক পাবো?

০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

আমার মা থাইরয়েড এ আক্রান্ত। চিকিৎসা করতেসি, কিন্তু তেমন কোন উন্নতি নেই। এখন সিদ্ধান্ত নিয়েছি ইন্ডিয়া নিয়ে যাবো। কিন্তু বাংলাদেশ এ ও অনেক ভাল ডাক্তার আছে। কেউ কি জানেন কোথায় ভাল ডাক্তার আছে? অ্যাপোলো তে দেখাইসিলাম। লাভ হয়নাই। সাহায্য করলে কৃতজ্ঞ থাকব :)

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:২৩

অভিযাএী বলেছেন: ভাই আমার আম্মারও একই প্রব্লেম। প্রাণ গোপাল কে দেখানোর পর কোন উন্নতি না হওয়ায় সি এম এইচ এর হেড অ্যান্ড নেক এর স্পেচিয়ালিস্ট দেখানর পর এখন একটু ভাল আছেন। আপনি ওখানে খজ নিতে পারেন

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

সৌমিক জামান বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই। ডাক্তার এর নাম টা বলা যাবে? তাহলে আমার জন্য ভাল হত খুজে পেতে

২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

অভিযাএী বলেছেন: আম্মা ঘুমায় গেসেন।কালকে জানাতে পারবো।

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৫৮

সৌমিক জামান বলেছেন: অনেক ধন্যবাদ। দয়া করে লিখবেন :)

৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৪৩

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আমি নিজে থাইরয়েড এর পেশেন্ট ছিলাম। বার্ডেম এর একজন ডাক্তার দেখছিলেন, উনার চিকিতসায় ভাল হয়েছি। থাইরয়েড এর চিকিতসার জন্য বাংলাদেশের বাইরে যেতে চাইলে, আমেরিকা, ইংল্যান্ড এ আনা ভাল।

ভারত, সিঙ্গাপুর এর লেভেল থাইরয়েড কেইস এ আমাদের উপরে বলে মনে হয় না।

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৫৯

সৌমিক জামান বলেছেন: ঠিকানা টা দিবেন দয়া করে?

৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:০২

সাদ আরেফিন বলেছেন: @ অভিযাত্রী ভাই আপনার আম্মাকে প্রান গোপাল স্যার কেন নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট এ পাঠাল না আমার বোধগম্য হচ্ছে না । বলে রাখি পি জি ( বি এস এম এম ইউ ) এর নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট হল বাংলাদেশে সবচেয়ে বেস্ট ডিপার্টমেন্ট ..। আপনি একটু উনাকে পিজি তে দেখান । ধন্যবাদ ।

৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৮

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন:
Dr. William Inabnet
Doctor (M.D.)
Location:
New York, NY
Gender: Male
Specialty:Endocrinologist

Hospital:
Mount Sinai Hospital
New York-Presbyterian Hospital

Phone: 212-241-3662

Accepting New Patients: Yes

উনাকে new york's best endocrinologist বলা হচ্ছে। যদি আপনার পক্ষে নিউইয়র্কে আসা সম্ভব হয় খোঁজ নিয়ে দেখতে পারেন।

আরেকটা কথা বলি, শাহবাগ এর BIRDEM এ দেখিয়েছেন ?

৬| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:১২

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আর একটা কথা বলি, ফাইনাল ডায়াগনোসিস কি বলছেন ডঃ প্রাণগোপাল ?

৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৫

রুদ্রাক্ষী বলেছেন: বি এস এম এম ইউ এর নিউক্লিয়ার মেডিসিন বিভাগ+ ডি ব্লকের ১৭ তলায় ফরিদ স্যার কে একটু দেখান প্লীজ......তাহলে হয়ত ভারতে যেতে হবেনা..........ডায়াগনোসিস টা কি একটু বলবেন? সাথে টিএস এইচ ও এফ টি ফোর লেভেলটা প্লীজ............।
হয়ত কিছু সাহায্য করতে পারবো......।

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৩৮

সৌমিক জামান বলেছেন: ভাই, আপনি কি কি জিজ্ঞেস করসেন তা আমার বোধগম্য নয়। রিপোর্ট গুল দেখে বলতে পারব। দেখে আপনাকে অবশ্যই জানাব। ধন্যবাদ।

৮| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৬

রুদ্রাক্ষী বলেছেন: ই এন টি না দেখিয়ে এন্ডোক্রাইনোলজিস্ট দেখান প্লীজ................।

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৩৯

সৌমিক জামান বলেছেন: এইটা কি বি এস এম এম ইউ তে আছে?

৯| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৩৮

অচেনামন বলেছেন: ভাই টি এস এইচ লেভেল টা কত?থাইরয়েড এর চিকিৎসায় বিদেশ যেতে হবে এই প্রথম শুনলাম।ওনার ডায়াগনোসিস কি?যে কোন মেডিকেল এর এন্ডোক্রাইনোলজি বা সার্জারী তে যোগাযোগ করুন।

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৪১

সৌমিক জামান বলেছেন: ভাই, কে যেন বুঝাইসে এইটা খুব মারাত্মক রগ। তাই এই অবস্থা। কাল রিপোর্ট হাতে পেলে জানাব অবশ্যই। ধন্যবাদ :)

১০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:৫৪

রামন বলেছেন:
ভাই এই রোগটা আমারও আছে। ডায়াবেটিক রোগের কারণে আক্রান্ত হয়েছি। কিন্তু এই রোগের জন্য ভয়ের কোনো কারণ নেই। এই রোগের ঔষধ সহজলভ্য এবং সস্তা। অনেক ক্ষেত্রে ট্যাবলেট সেবনে রোগ নিয়ন্ত্রণে আসে।
ট্যাবলেট সেবনের আগে আমার রক্তের সিরাম tirotropina ৭,৫ mu/ml কাছাকাছি চলে এসেছিল এবং ২ মাস ২৫ মাইক্রো গ্রামের ট্যাবলেট খাওয়ার পর সেটা নেমে ২,৫০ চলে এসেছে। তাছাড়া সিরাম Tiroxina স্বাভাবিক আছে।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৫০

সৌমিক জামান বলেছেন: দোয়া করবেন ভাই :)

১১| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৬

মইনুল১০২ বলেছেন: আপনি বিস্তারিত কিচুই লিকেন নি। কিভাবে বুজবো আপনার আম্মার কি হয়েচে। পারলে আপনার Report সহ আমাকে ফোন করুন ০১৯১৯ ৫২৫৯১৬

১২| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৯

দি সুফি বলেছেন: আমার আম্মারও একই সমস্যা ছিল। এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ্য।
ডঃ ফরিদউদ্দিনকে দেখিয়েছিলেন। ধানমন্ডির সোবাহানবাগ কমপ্লেক্সের পিছনে বসতেন (অনেক বছর আগের ঘটনা)।
রুদ্রাক্ষী ভাই সম্ভবত ওনার কথাই বলছেন।

@রুদ্রাক্ষী ভাই ডঃ ফরিদউদ্দিন সাহেবের কথা বলছেন? সোবাহানবাগ কমপ্লেক্সের পিছনে যার চেম্বার ছিল? দাড়ীওয়ালা?

১৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১৮

রাতুল রেজা বলেছেন: আমার বাবার সম্প্রতি থাইরয়েড ধরা পরেছে । প্রথমে উত্তরা ল্যাবএইডের ড জামাল উদ্দিন কে দেখানো হয়েছিল পরে ড এবিএম আব্দুল্লাহ কে দেখিয়েছি । এনার সিরিয়াল পেতে ৩ মাস লাগতে পারে কারন প্নেক বড় ডাক্তার এবং ভিজিট মাত্র ৩০০ টাকা । আপনি স্কয়ার বা অন্য যেকোন ভাল ডাক্তার কে দেখাতে পারেন। আর টেস্ট অবশ্যই বিএসএমইউ এর ডি ব্লকের নিক্লিয়ার মেডিসিন বিভাগ থেকে করাবেন । এটা বাংলাদেশের মধ্যে বেস্ট । ডাক্তারের পরামর্শ অনুযায়ী অষুধ লহেতে হবে। এই অষুধ সারাজীবন খেতে হয় । অষুধ খেয়ে ঠিক থাকা যায় ।

১৪| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩০

বিদ্রোহী জাতক বলেছেন: জরুরি বিষয়ে অবগত হলাম ,ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.