নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজিদ উল হক আবির

সাধু সাবধান ! ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন। সেই মর্মে তিনি এখন কিটো ডায়েটিং, ডন-বৈঠক ও ভারোত্তলন প্রশিক্ষণে ব্যস্ত। প্রকাশিত গ্রন্থঃ১। শেষ বসন্তের গল্প । (২০১৪)২। মিসিং পারসন - প্যাত্রিক মোদিয়ানো, ২০১৪ সাহিত্যে নোবেল বিজয়ী (অনুবাদ, ২০১৫) ৩। আয়াজ আলীর ডানা (গল্পগ্রন্থ - ২০১৬ ৪। কোমা ও অন্যান্য গল্প(গল্প গ্রন্থ, ২০১৮) ৫। হেমন্তের মর্সিয়া (কবিতা, ২০১৮) ৬। কাঁচের দেয়াল (গল্পগ্রন্থ, ২০১৯)

সাজিদ উল হক আবির › বিস্তারিত পোস্টঃ

কোন শহরে পাগল হওয়া ভালো?

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৫

সন্ধ্যায় কর্দমাক্ত ঢাকা শহর মাড়িয়ে বাড়ি ফিরছি অফিস শেষে। দেখলাম খালি গায়ে, বিশাল মোটা শরীর জুড়ে কাদাপানি মেখে রাস্তার ওপর আসন গেড়ে বসা এক পাগলকে। একটু থেমে থেমে দুলছে। চোখ বন্ধ। ঠোঁটের কোনে তার এমন একটা হাসি ঝুলন্ত, যা দেখে মনে হয় আমার - আপনার ব্যক্তিগত ও সামাজিক জীবনের নানা লুকিয়ে রাখা পাপ তার জানা আছে। আমরা একটু ট্যাঁ ফো করলেই সে এডওয়ার্ড স্নোডেনের মত সব জারিজুরি ফাঁস করে দিয়ে আমাদের জন্য জাতীয় লেভেলের একটা বিপর্যয় ডেকে আনবে।
.
এই যে পাগল, মুগদার সরু রাস্তায়, ভেজা শহরে, খালি গায়ে, গায়ে কাদা, ঠোঁটের কোনে হাসি - ও যদি এই শহরে না থেকে লক্ষ্ণৌ শহরের পাগল হত, বা টোকিওর, বা প্রাগের, বা নিউইয়র্কের, বা জেনেভার - তা কি ওর জন্যে আর একটু ভালো হত?

বাবুল মোরা নাইহার ছুটে হি যায় .....
.
কোন শহরে পাগল হওয়া ভালো?

অথবা কোন দেশে?

ভেজা শহরের রাস্তা ধরে হাঁটি আর চিন্তা করি, কি প্রচণ্ড তীব্র অনুভূতিসম্পন্ন একটা জীবন মুফতে পেয়ে গেছি আমি! অথচ, মহাকালের পাতায় - যে অসীম রহস্যের গ্রন্থি উন্মোচন করে আমার ব্যক্তিসত্তার সৃষ্টি , এই আচানক ঘটনার কোন মুল্যই নাই। তার কাছে আমি পৃথিবীতে জন্মানো লক্ষ্যকোটি কোটি কোটি মানুষেরই আর একজন। জন্মাবার পর থেকেই যা কিছু যেভাবে দেখছি, এই থোড় বড়ি খাড়া, আর খাড়া বড়ি থোড় দেখতে দেখতেই আবার একদিন নাই হয়ে যাবো। মহাকালের তাতে কিছুই যাবে আসবে না। অবর্ণনীয় কষ্টের নয় কি - এই উপলব্ধি? কোন দিন কারো কাছে গিয়ে আমাকে পৃথিবীতে মানবজনম দিয়ে পাঠাবার জন্যে অনুরোধ করেছি বলে মনে পড়ে না, তবুও জন্মালাম, জন্মের পর পুরোটা জীবন ধরে সংগ্রাম করলাম আমার অস্তিত্বের একটা স্বাধীন অর্থ দাঁড় করাবার, এবং সে সংগ্রামের মাঝপথে এসে এও বুঝতে পারছি যে - আমি আমার অস্তিত্বের একটা অর্থ দাঁড় করাতে পারা না পারার মধ্যে বুড়ো পৃথিবীর একদমই কিছু যায় আসে না। আমার এ সংগ্রাম, এক একান্ত ব্যক্তিগত অস্তিত্ববাদী সংগ্রাম। পৃথিবীর দৃষ্টিকোন থেকে বালের সংগ্রাম।

জীবন , এসেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে বাই ডিফল্ট ডিপ্রেসিভ।

অন্তত আজকের জন্যে।



মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



বাংলা পরীক্ষায় কোন ছাত্রের লেখা কোন এক প্রশ্নোত্তরের কপিপেষ্ট?

১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

সাজিদ উল হক আবির বলেছেন: না স্যার। এক ছাত্রের খাতা ট্রান্সলেট করেছি। কপিপেস্ট না। ইংরেজিতে উত্তর লেখে তো।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪০

পদ্মপুকুর বলেছেন: খুবই সংবেদনশীল অনুভূতি থাকলেই অতি সাধারণ একটা দৃশ্যকে এভাবে দেখে পারিপার্শ্বিকতার সাথে জুড়ে দেয়া যায়। মানবজীবনের বোধগুলোও বোধহয় এভাবেই প্রকাশ পায়। নিয়তই আপনি মুগ্ধ করে চলেছেন।

ভালো থাকবেন, শুভ ব্লগিঙ

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪২

পদ্মপুকুর বলেছেন: বাই দ্য ওয়ে, আপনার অবসরপ্রাপ্ত রেলগাড়ি পড়েছি, ওখানে মন্তব্য করতে ইচ্ছে করছিলো না।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪১

সাজিদ উল হক আবির বলেছেন: দুটো মন্তব্যের জন্যেই শুকরিয়া স্যার। মন্তব্য করতে ইচ্ছে না করলে করবেন না, সেটা জানানোর কি প্রয়োজন?

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জীবনকে দেখার মানষিকতা।যে যেভাবে দেখে।আমি ভাবি কি মহান জীবন আমি পেয়েছি।এই জীবনে যতটুকু পারি মানুষের উপকার করে যাওয়াই আমার ধর্ম।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

সাজিদ উল হক আবির বলেছেন: আপনার উপলব্ধিতে মুবারকবাদ স্যার।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনকে প্রশ্নের মূখে ফেলা? না প্রশ্নে জীবনকে সন্ধান?

এরকম পরম শুন্যতাবোধ থেকেই জন্ম নেয় নতুন কিছু - অতিজাগতিক মহাসত্য
অথবা সন্যাসের পথ হাতছানি দেয়....
জীবনের অর্থহীন যাপনের গ্লানি অন্তহীন হাহাকার তোলে হৃদয়ে.......


++++

১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

সাজিদ উল হক আবির বলেছেন: আমার আফসানা-নাওয়াজিতে আপনার ভালোলাগা জানানোয় শুকরিয়া হজরত! ভালোবাসা জানবেন। : )

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

জাহিদ হাসান বলেছেন: আমাগো পুরান ঢাকা আহেন ! B-)

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০২

সাজিদ উল হক আবির বলেছেন: পুরান ঢাকা আপনার একার না স্যার! আমার জন্ম পুরান ঢাকায়। জন্মের পর থেকে ২৫ বছর ছিলাম ফরিদাবাদ এলাকায়। : )

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৬

পদ্মপুকুর বলেছেন: জানানোর প্রয়োজন হলো এই যে- লেখাটা অন্যরকম মনে হয়েছিলো, যে কারণে ভালো লেগেছিলো। কিন্তু গতকল্য মনোবৈকল্যজনিত কারণে মন্তব্য ফর্মাইবার তবিয়তে ছিলাম না।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৬

জাহিদ হাসান বলেছেন: ফরিদাবাদের কোথায়? আমি ফরিদাবাদের কওমী মাদ্রাসায় এক বছর পড়েছি ও ওখানে থেকেছি। ২০০৮ সালে।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৭

জাহিদ হাসান বলেছেন: ডোডোপাখি সমন্ধে কিছু জানেন?

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৭

সাজিদ উল হক আবির বলেছেন: ডোডোপাখির উপর লেকচার কি মাওলানা আবদুল কুদ্দুস সাহেব দিয়েছিলেন আপনাকে?

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫০

নেওয়াজ আলি বলেছেন: শহরে সব দুষিত পাগল হবেই তাই গ্রাম ভালো সতেজ নির্মল বাতাস । সহজ সরল মানুষ ।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩০

সাজিদ উল হক আবির বলেছেন: ভালো একটা কথা বলেছেন নেওয়াজ ভাই। শীর্ষেন্দুর উপন্যাসের পাগলগুলো বেশীরভাগ গ্রামে থাকে। সুন্দর হয় তাঁদের চরিত্র চিত্রণ। পাগলদের গ্রামেই থাকা উচিৎ।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: ডোডোপাখি নিয়ে ধ্রুব এষ বিশাল এক কবিতা লিখেছিলেন। কোনো এক ঈদ সংখ্যায়। মনে হয় উনি মদ খেয়ে উহা লিখিয়া ছিলেন, পড়িয়া আমার সেরকমই মনে হইয়া ছিলো।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৪

সাজিদ উল হক আবির বলেছেন: ধ্রুব এষ সাহেব মদ্যপান করেন কিনা আমার জানা নাই। করলেও, সেটা তার একজন বড়মাপের শিল্পী এবং বৃহৎ মনের মানুষ হওয়াকে খাটো করে দেয় না। আমার জীবনের প্রথম দুটো বইয়ের কাভার উনি করে দিয়েছিলেন বিনে পয়সায়, তার কথা ছিল - ছাত্র বয়সে আমারে দেওয়ার মত পয়সা তুমি পাবা কই। আমার এখন পর্যন্ত পাবলিশ হওয়া সেরা বই আয়াজ আলীর ডানা উনাকে উৎসর্গ করা।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪২

জাহিদ হাসান বলেছেন: ডোডো পাখি এর উপরে আপনার ব্যক্তিগত রাগের কারণ কি?

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭

সোহানী বলেছেন: খুব হিংসে হয় আপনাকে, যদি আপনার মতো লিখতে পারতাম!!!!

১২ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৩

সাজিদ উল হক আবির বলেছেন: কি যে বলেন আপা! বৌ সারাক্ষণ ঝাড়ির উপরে রাখে - ওর চাইতেও নাকি ব্লগে বেশী মনোযোগ আমার ইদানীং। আপনার উৎসাহে আরও বেশী সময় দেয়া শুরু করলে ঘরে থাকা লাগবে না , বাইর করে দিবে ঘাড় ধরে। শুভেচ্ছা আপনার জন্যে। : )

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫০

পদ্মপুকুর বলেছেন: সোহানী বলেছেন: খুব হিংসে হয় আপনাকে, যদি আপনার মতো লিখতে পারতাম!!!!

আমারও।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৮

সাজিদ উল হক আবির বলেছেন: হায় হজরত! :-B

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২২

পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: হায় হজরত! :-B
যাহা বলিব সত্য বলিবো, সত্য বই মিথ্যা বলিবো না।

গতকাল ক্যাম্পাসে গিয়েছিলাম। লোকজন একটু বেশি হয়ে গেছে, তারপরও সবুজটা সতেজ আছে। বন্ধুরা এসেছিলো, ভাল্লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.