নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধু সাবধান ! ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন। সেই মর্মে তিনি এখন কিটো ডায়েটিং, ডন-বৈঠক ও ভারোত্তলন প্রশিক্ষণে ব্যস্ত। প্রকাশিত গ্রন্থঃ১। শেষ বসন্তের গল্প । (২০১৪)২। মিসিং পারসন - প্যাত্রিক মোদিয়ানো, ২০১৪ সাহিত্যে নোবেল বিজয়ী (অনুবাদ, ২০১৫) ৩। আয়াজ আলীর ডানা (গল্পগ্রন্থ - ২০১৬ ৪। কোমা ও অন্যান্য গল্প(গল্প গ্রন্থ, ২০১৮) ৫। হেমন্তের মর্সিয়া (কবিতা, ২০১৮) ৬। কাঁচের দেয়াল (গল্পগ্রন্থ, ২০১৯) ৭।শহরনামা (উপন্যাস, মাওলা ব্রাদার্স, ২০২২), ৮। মুরাকামির শেহেরজাদ ও অন্যান্য গল্প (অনুবাদ, ২০২৩), ৯। নির্বাচিত দেবদূত(গল্পগ্রন্থ, ২০২৪), ১০। দেওয়ানেগির চল্লিশ কানুন/ফরটি রুলস অফ লাভ (অনুবাদ, ঐতিহ্য, ২০২৪)
হে বিলাই, তুমি আমার নিকট আসিয়া বসো
প্রেমের তেলে ভাজা আমার বুকের সন্নিকটে আসিয়া বসো বিলাই আমার
তোমার নখর যুক্ত থাবা দিয়া আমার বুকে একখানা ঘষা দাও
ঘষা দাও, আর আমার চৌখের দিকে তাকাও বিলাই
তাকাও লৌহের মত শক্ত - শীতল চৌক্ষে
এই সমস্ত কাজ করতে থাক বিলাই
যখন কিনা আমি তোমার মাথায়, ঘাড়ে, পীঠে আস্তে আস্তে হাত বুলাইতেছি।
তোমার চৌক্ষে আমি আমার প্রিয়তমার চৌখ দেখতে পাই হে বিলাই
সে তোমার মতই আদুরে আছিলো
আছিলো তোমার মতই নরম
ধরা মাত্রই গলিয়া যাইত
তোমার শরীরে তাঁর শরীরের মত সুবাস নাই বিলাই
তবে তোমাদের দুইজনের চৌখ একই রকম
ধারালো, শীতল
মারুক, কাতেলানা
প্রেমিকদিগেরে ফালা ফালা কইরা কাটে।
কি সব মনে করায়া দাও,
আহারে বিলাই!
ম্যাও ...
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৭
সাজিদ উল হক আবির বলেছেন: ভাল্লাগছে কবতেখানা? : )
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২২
নেওয়াজ আলি বলেছেন: হে বিলাই তুমি মিয়াউ মিয়াউ ভালোবাসা নাও
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৮
সাজিদ উল হক আবির বলেছেন: বিলাই আপনার ভালোবাসা নেউক, আপনি আমার ভালোবাসা নেন, নেওয়াজ ভাই। : )
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৫
জাহিদ হাসান বলেছেন: আগে বলেন ডোডো পাখি কি বিলাই খায়?
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪১
সাজিদ উল হক আবির বলেছেন: কবতে নিয়া কিছু বললেন না? আমি আরও ভাবলাম, অবশেষে কিছু লিখতে পারছি যেইটা আপনার এন্টেনায় ধরা পড়ে! : (
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৬
জাহিদ হাসান বলেছেন: আমার এন্টেনা উগান্ডার দিকে ঘুরানো।
বাই দ্যা রাস্তা, কবিতার মধ্যে অশুদ্ধ ভাষা ব্যবহার ঠিক না।
বুলাইতেছি, করতেছি, খাইতেছি, কইরা, ধইরা এই টাইপের শব্দ ব্যবহার কবিতা নষ্ট করে।
আর আপনার কবিতা জুড়ে খুবই সস্তা শব্দ ও বাক্যের ব্যবহার আছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৭
সাজিদ উল হক আবির বলেছেন: উপস। কবিতা নিয়া হুজুর পিএইচডি কোর্সেন কোত্থেকে? যদ্দুর জানি আপনার মারকাজ ফরিদাবাদ মাদ্রাসায় তো এই ফাহেসা জিনিসের চর্চা নাই। যদি আপনার একান্ত মতামত হইয়া থাকে, তাইলে লেইখা পাঠায়েন আমার ঠিকানায়। টয়লেট টিস্যুর অভাব পড়লে কাজে দিবে। : )
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লেগে গেল। শুভ কামনা।
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৮
সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ স্যার! আপনার জন্যেও শুভকামনা।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩২
জাহিদ হাসান বলেছেন: আপনার বাজে সাহিত্য নিয়ে কথা বলার অধিকার যদি আমার না থাকে তাহলে ব্যান মারেন আমাকে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৭
সাজিদ উল হক আবির বলেছেন: অধিকার নাই বললাম কই? আমি তো বললাম লেইখা আমার ঠিকানায় পাঠাইয়া দেন। টয়লেট টিস্যুর ডজন এখন একশো আশি টাকা কইরা। আমার টয়লেট টিস্যুর খরচ বাঁচবে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৮
সাজিদ উল হক আবির বলেছেন: আর ব্যান মারার প্রশ্নই উঠে না, আমি আপনার আচরণ খুব ক্লোজলি অব্জারভ করি। আমার আন্দাজ, আপনার জু-ফিলিয়া আছে। আপনি ডোডোপাখির ছবি বুকে ল্যাপ্টায়া রাতে ঘুমান।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৮
জাহিদ হাসান বলেছেন:
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৩
সাহাদাত উদরাজী বলেছেন: আহা.।।।
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: আপনার প্রতিভা আছে জনাব।
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫২
সাজিদ উল হক আবির বলেছেন: হ ভাই। আর বইলেন না। রাতে ঘুম আসে না প্রতিভার ঠ্যালায়। আপনি ভালো আছেন তো? আপনার গুরুর মনে হয় শরীর খারাপ।
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৫২
এমএলজি বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৩
সাজিদ উল হক আবির বলেছেন: শুকরিয়া স্যার!
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০২
হাসান রাজু বলেছেন: বিলাই, হুজুর আর বদ খাসিলতের এক যুবকেরে নিয়া ১৮+ একখানা কৌতুক মনে পড়িয়া গেল।
বলেন আমার কি দোষ?
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৫
সাজিদ উল হক আবির বলেছেন: কোনই দোষ নাই হজরত। কবতে লিখে ফেলেন আমার মত। আমারটা কবিতা হয় নাই, কবতে হয়েছে। আপনারটা কবিতাই হবে আশা রাখি। বহুত শুকরিয়া।
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: আমি ভালো আছি। ওস্তাদ ভীষন অসুস্থ।
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪১
সাজিদ উল হক আবির বলেছেন: ভালো আছেন জেনে ভালো লাগলো। গাজী সাহেবের সুস্থতা কামনা করি।
১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১২
হাসান রাজু বলেছেন: জনাব, প্রতিভা নামক বায়বীয় জিনিস খানা আমার থেকে কয়েকশ মিটার দূরে অবস্থান করে। আমাদের আত্ম অহংকার আকাশ ছোঁয়া। প্রতিভা আমার কাছে আসে না, আমিও তাহাকে কাছে টানি না। বুঝতেই পারছেন, কবত এবং কবিতা কোনটাই আমার নাগালে আসবে না।
আপনার উহা কবতে হলে উহাই সই। আমার বিলাই কবত পছন্দ হইছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৬
সাজিদ উল হক আবির বলেছেন: স্যার , আপনার মন্তব্যের পীঠে আমার প্রতিমন্তব্যটি ইতিবাচক ছিল। আমি বোঝাতে পারি নি হয়তো, আমি আপনাকে কি বলতে চাইছি। নতুন কেউ যখন আমার ব্লগপোস্টে কমেন্ট করে - আমি তাঁর ব্লগে গিয়ে অন্যান্য ব্লগ পোস্টে তাঁর কমেন্ট পড়ে তাঁর ব্যাপারে একটা প্রাথমিক ধারণা তৈরি করবার চেষ্টা করি। আপনার ব্যাপারে আমার ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল, অন্যান্য পোস্টে আপনার মন্তব্য পড়ে। তাই বলেছিলাম, আমারটা কবিতা হয়ে ওঠে নি এটা আমি জানি, এ জন্যে শিরোনামেও কবিতা শব্দটি লিখি নি। কিন্তু আপনার কনসেপ্ট নিয়ে আপনি একটা কবিতা দাঁড়া করাতে পারবেন - এ আশাবাদ ব্যক্ত করেছি।
প্রতিভা ব্যাপারখানা বায়বীয় - এমতের সঙ্গে আমি একমত নই। প্রতিভার প্রকাশ চোখে দেখা যায়। কাজেকর্মে, লেখায়, কথায়, ছবিতে, প্রফেশনে। আবার প্রতিভার কাছে আসা - দূরে সরে যাওয়া যায় - এমনটাও আমি মনে করি না। সহজাত প্রতিভা থাকা বা না থাকার ব্যাপার। প্রতিভা হচ্ছে পলিমাটির মত, ভেতরে থাকলে তাঁর প্রকাশ অবশ্যই পাবে, কোন না কোন ভাবে, যদি তাঁর কর্ষণ করা হয়। প্রতিভা নষ্টও করা যায়, যেমন কি না পলিমাটিও ব্যাপক সম্ভাবনাময় একটা বস্তু, তবে উপযুক্ত পরিচর্যা, কর্ষণ ও চাষাবাদের অভাবে তা বিনষ্ট হয়।
আমাদের আত্ম অহংকার আকাশ ছোঁয়া বলে কাদের বোঝালেন, বা কি মিন করতে চাইলেন, বুঝি নি। অহংকার স্রষ্টার চাদর। বান্দার তাতে প্রবেশাধিকার নেই। আত্মমর্যাদাবোধ ভিন্ন জিনিস। সেটা অহংকার নয়। আমার আত্মমর্যাদাবোধ টনটনে। আত্মমর্যাদাবোধসম্পন্ন মানুষদের আমি পছন্দ করি।
আমার বিলাই কবতে আপনার পছন্দ হয়েছে জেনে কৃতার্থ হলাম। শুভকামনা আপনার জন্যে।
১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৭
হাসান রাজু বলেছেন: আবির ভাই, পুরো মন্তব্য মজার ছলে লেখা । আপনার কবত পড়ে মজা পেয়েছি তাই। অন্য কোন কিছু মিন করি নাই।
আমি প্রতিভাশুন্য খুবই নগন্য একজন। তাই বলতে চাইছিলাম, কবিতা দাঁড় করানোর মত বিশাল পাহাড় আমার ঘাড়ে তুলে দিয়ে বেচারা আমাকে চিড়ে চেপ্টে করে দিয়েন না।
অহংকার ! সেটাও মজা করে লেখা । প্রতিভার সাথে আমার দুরত্ব বুঝিয়েছি। কাউকে ছোট করতে নয়।
আমার মন্তব্য খুবই লাইটলি নিবেন। লিখুন। মাঝে মাঝে এসে ফালতু সব মন্তব্য করে যাব।
০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:০৮
সাজিদ উল হক আবির বলেছেন: ব্যাখ্যা করবার জন্যে অনেক শুকরিয়া স্যার। মন্তব্য লাইটলি নেবো তবে। তবে অপ্রয়োজনীয় বা ফালতু বিবেচনা করে নয়। আপনি ভালো থাকুন। শুভকামনা ও শ্রদ্ধা আপনার জন্যে! : )
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৯
জাহিদ হাসান বলেছেন: ম্যাও ম্যাও