নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী বিখ্যাত কিছু ঐতিহাসিক ছবি পর্ব-২

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

১৯৬৭ সালের সুইডেনের রাস্তায় গাড়ি বাম দিক থেকে ডান দিকে চালানো শুরুর প্রথম সকালের দৃশ্য।





এভারেষ্টের চূড়ায় পা রাখছেন তেনজিং। ছবিটা তুলেছেন এডমন্ড হিলারী।





প্রথম এক্স-রে,১৯০১ সালে উইলহাম কনার্ড রনজেন পদার্থ বিজ্ঞানে সর্বপ্রথম নোবেল পুরষ্কার লাভ করেন। তিনি সত্যিই এর দাবিদার। চিকিৎসা বিজ্ঞানে এক্স-রে আবিষ্কার করে বৈপ্লবিক পরিবর্তন আনেন। তার পর্যবেক্ষণে তিনি দেখেন barium platinocyanide থেকে fluorescent glow নির্গত করে, এই পর্যবেক্ষনের পর ফটোগ্রাফিক প্লেট ও তার স্ত্রী'র হাতের সমন্বয়ে সর্বপ্রথম এক্স-রে ফটো তোলেন।





Charles de Gaulle (১৯৪২) তিনি ছিলেন ফ্রান্সের ৫ম প্রজাতন্ত্রের ১ম প্রসিডেন্ট। তার নামে প্যারিস বিমানবন্দরের নামকরণ করা হয়।







মহাত্মা গান্ধীর এই ছবিটি তুলেছিলেন মার্গারেট নামের এক মহিলা কাভার স্টোরির জন্য।কিন্তু এর আগে গান্ধীজি তাকে কিভাবে তাঁত চালাতে হয় তা শিখতে বলেন। প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও শেষ পর্যন্ত চালানো শিখেছিলেন।





এই ট্রেন দূর্ঘটনার ছবিটি তুলেছিলেন এইচ-রজার্স নামে এক লোক। ২২শে অক্টোবর ১৮৯৫ সালে ট্রেনটি Montparnasse স্টেশনের প্লাটফর্মে থামাতে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেটি জানালা দিয়ে স্টেশনের বাইরে রাস্তায় এসে পড়ে।







প্রথম উড্ডয়নের ছবি ১৭ই ডিসেম্বর ১৯০৩,সেদিন মানুষ প্রথম পাখা মেলেছিল এবং উড়ে গিয়েছিল মাটি ছেড়ে। প্রথমে ১২ সেকেন্ড তারপর দিনশেষে প্রায় ১ মিনিটের মতো উড়েছিল,আর সেটিই ছিল মাইলফলক এক ইতিহাসের সূচনা। আমেরিকার ওহিওর বাই-সাইকেল মেকানিক দুই ভাই অরবিল ও উইলবার রাইট ছিলেন এর আবিষ্কারক।

মন্তব্য ৩৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো লাগলো :)
আরও কিছু ছবি দিতে পারতেন!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: নেটের সমস্যার কারনে জবাব দিতে দেরি হল। দিতাম কিন্তু আমি বড় পোস্ট দিতে গেলে তালগোল পাকিয়ে ফেলি। তবে চেষ্টা করবো দিতে।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুর্লভ কিছূ ছবির শেয়ারের জন্য ধন্যবাদ।

++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

বেকার সব ০০৭ বলেছেন: দুর্লভ কিছূ ছবির দেখে ভাল লাগলো। পোস্টে++++++++++++++++++++্




ছবি গুলো পর্ব না করে এক সাথে ২০-২৫ টা ছবি দিতে পারেন। প্রিয় পোস্ট তালিকায় রাখতে সুবিধা হবে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার কথাটা মাথায় রাখলাম, শুধু এবারের সিরিজটাই পর্ব রাখব,এরপর থেকে একসাথেই দিব সব।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

শোভন শামস বলেছেন: ভালো লাগলো

আরও কিছু ছবি দিতে পারেন

ধন্যবাদ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: এরপর থেকে দিব ইনশাল্লাহ।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

আছিফুর রহমান বলেছেন: বেকার সব ০০৭ বলেছেন
ছবি গুলো পর্ব না করে এক
সাথে ২০-২৫ টা ছবি দিতে পারেন।
প্রিয় পোস্ট তালিকায়
রাখতে সুবিধা হবে।
সহমত

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: সেটাই করব, এবারের মতো মাফ করেন। ভাল থাকবেন।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৯

সমকালের গান বলেছেন: চমৎকার। ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল আপনাকে দেখে,ভাল থাকবেন।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

পথহারা নাবিক বলেছেন: ভালো লাগছে কিন্তু ৫ নং ছবিটা কই গেলো!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: ওইটা নিয়ে আমি একটু সমস্যায় আছি আপলোড হচ্ছে না।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্লভ কিছূ ছবির শেয়ারের জন্য ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: আমারও দারুন লেগেছে

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

রাবার বলেছেন: দুর্লভ কিছূ ছবির শেয়ারের জন্য ধন্যবাদ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট ! !!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: সুমন ভাই অনেক ভাল লাগল আপনাকে দেখে।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অতি চমৎকার।
ছবিগুলো সময় কে কি অদ্ভূত ধরে রাখছে।

দারুন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: আসলে নইলে অনেক কিছুই হারিয়ে যেতো চিরকালের জন্য ।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬

সায়েম মুন বলেছেন: দারুণ পোস্ট।

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার পোস্ট। ঐতিহাসিক ছবিগুলো দেখে ভাল লাগল :)

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই,অনেক অতীতে নিয়ে যায়।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

গোল্ডেন গ্লাইডার বলেছেন: দুর্লভ কিছূ ছবির শেয়ারের জন্য ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল। ভাল থাকুন নিরন্তর।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম ইতিহাসের পাতায়। চরম ভাল লেগেছে

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: আমার ও অনেক ভাল লেগেছে। এসব পড়তে আমার নিজের ও অনেক আনন্দ লাগে।

১৭| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯

এহসান সাবির বলেছেন: চমৎকার সব ছবি। শেয়ার করবার জন্য ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: এহসান ভাই আপনাকে আমার ব্লগে দেখে অনেক ভাল লাগল।

১৮| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:২৫

স্বপ্নবাজ (অতি ক্ষুদ্র একজন) বলেছেন: অসাধারন কিছু ছবির জন্য ধন্যবাদ.।!

১১ ই জুন, ২০১৪ রাত ১০:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেকটাই অনিয়মিত কাজের জন্য। তাই জবাব টা অনেক দেরিতে হল। ভাল থাকবেন।

১৯| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৬

সোহানী বলেছেন: অসাধারন..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.