নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

একটি অদ্ভুত জন্মদিনের শুভেচ্ছা ।

১১ ই আগস্ট, ২০২৫ রাত ১:১৫


প্রিয় রাহবার ফরহাদ মজহার, আপনার ৭৯তম জন্মদিনে আমাদের সশ্রদ্ধ সালাম! আপনি সেই বিরল বুদ্ধিজীবী, যিনি টকশোতে কেবল ফটর ফটর করেই ক্ষান্ত হননি, বরং বাম আর ডানের খিচুড়ি পাকিয়ে এক নতুন 'খিচুড়ি পন্থী' দর্শনের জন্ম দিয়েছেন। আপনিই সেই মহাপুরুষ, যিনি আমাদের মামাদের "ফ্রড মজহার" বলে ডাকার সুযোগ করে দিয়েও নিজের মহিমা ক্ষুণ্ণ হতে দেননি। আপনার প্রজ্ঞা এমনই বহুমুখী যে, যেকোনো মামুলি ঘটনাও আপনার স্পর্শে মহাকাব্যে রূপ নেয়।

আপনার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি দার্শনিক পাঠ। আপনার রহস্যময় 'গুম' হওয়া থেকে শুরু করে র‍্যাবের উদ্ধার পর্যন্ত, প্রতিটি অধ্যায় ছিল রোমাঞ্চকর। সে সময় আমরা ভেবেছিলাম, আপনি হয়তো শেখ হাসিনার বানানো জিলাপি না খেয়ে ভিন্ন কিছু খেতে চেয়েছিলেন বলেই এমনটা ঘটেছে। পরে যখন জানতে পারলাম, আপনার সেই 'গুম' আসলে ছিল এক ‘সাংসারিক ক্যাচাল’ থেকে মুক্তি নিয়ে তরুণী প্রেমিকা অর্চনার সঙ্গে সাগরপাড়ে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ভাবনা-চিন্তার এক মহৎ প্রচেষ্টা, তখন আপনার প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেড়ে গেল। শেখ হাসিনার র‍্যাব কেন যে সে শান্তিটুকুও দিল না, সেটা ভেবে আজও আফসোস হয়।

আপনার দার্শনিক প্রজ্ঞা এমনই গভীর যে আপনি একাধারে ধর্মীয় ফ্যাসিবাদ নিয়ে শঙ্কিত থাকেন, আবার জামায়াতে ইসলামীর মতো দলকে খুবই পছন্দ করেন। তাদের প্রতি আপনার মমত্ববোধ অতুলনীয়। আপনি যখন জামায়াতকে পরামর্শ দেন যে " আপনারা যে নামে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতেন, সেটা কেন চেঞ্জ করলেন? ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে রাজনীতি করলে খুব ভালো হতো। আপনাদের ৭১ সালের ভূমিকা নিয়ে মানুষ ইসলামকে খারাপ বলছে", তখন আমরা বুঝতে পারি, আপনার ভাবনা কতটা সূক্ষ্ম ও দূরদর্শী! তরুণ প্রজন্ম ইসলামকে গ্রহণ করতে আগ্রহী হলেও কেবল জামায়াতের অতীত ভূমিকার কারণে পারছে না—আপনার এই অসাধারণ উপলব্ধি আমাদেরকে অভিভূত করে। আপনি হয়তো ভুলে গিয়েছিলেন যে, ক্ষমতায় গেলে তারা নির্বাচন ব্যবস্থা রাখবে কিনা, এই প্রশ্নটি করতে। কিন্তু সেদিকে আপনার নজর কেনই বা থাকবে? আপনার মতো একজন রাহবার কি আর রাতের ঘুম হারাবেন এমন মামুলি বিষয় নিয়ে?

আপনি যে 'ইনসাফ পার্টি'র আড়ালে সিআইএ-র টাকায় দেশের ভাগ্য বদলানোর কাজে হাত লাগিয়েছেন, তাতে আমরা ধন্য। জুলাই আন্দোলনের পর যখন সবাই ক্ষমতা ভাগাভাগিতে ব্যস্ত, তখন কেবল আপনিই প্রশ্ন করলেন, "শেখ হাসিনা কি লিখিত পদত্যাগপত্র দিয়েছেন?" এই ধরনের গভীর দার্শনিক প্রশ্ন কেবল একজন রাহবারের পক্ষেই করা সম্ভব। আপনি কোটা আন্দোলনকে বিপ্লব বলে চালিয়ে দিয়েছেন, যখন সবাই বুঝতে পারছিল যে আসলে কী ঘটেছিল। এখন আপনি হতাশ হয়ে বলছেন, এটা নাকি রেজিম চেঞ্জ ছাড়া আর কিছুই নয়। আপনার মতে, নির্বাচন আসলে লুটেরাদের ক্ষমতায় আসার একটা উপায়। তাই দুর্বল অনির্বাচিত সরকারই সেরা, কারণ ঘন ঘন অভ্যুত্থান ঘটানো সহজ হয়। আর প্রতিটি অভ্যুত্থানের পর আপনার সঙ্গী ফরিদা আখতারকে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানোর যে বুদ্ধিদীপ্ত পরিকল্পনা, তা সত্যি অতুলনীয়।

আজ আপনি কার্ল শ্মিটের গণসার্বভৌমত্ব শেখাচ্ছেন, যাতে প্রতিটি আনাচে-কানাচে আপনার শিষ্যরা বিপ্লব ঘটাতে পারে। ভবিষ্যতে যদি মোরগ ডিম না দেওয়ার জন্য বিপ্লব করে, আমরা জানব, এর পেছনেও আপনারই দূরদর্শিতা রয়েছে। আপনার মতো একজন মহান পুরুষের জন্মদিনে আমরা শুধু এটুকুই বলতে পারি, আপনার কীর্তিমান জীবন আমাদের সর্বদা অনুপ্রাণিত করে! শুভ জন্মদিন, হে রাহবার!

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৫ রাত ৩:১৩

কামাল১৮ বলেছেন: তার থেকে আপনিও কম যান না।দুই জনই মহান দার্শনিক।তার সাথে অনেক তর্ক বিতর্ক করেছি ,আপনার সাথে করিনাই।এই যা পার্থক্য।

১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০১

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মন্তব্যের জবাব দিচ্ছি হাসন রাজার গানের মাধ্যমে : আমি কিছু নই রে, আমি কিছুই নই।

২| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:০২

বিজন রয় বলেছেন: বিরাট চিন্তক!

১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০১

সৈয়দ কুতুব বলেছেন: এমন চিন্তক আর আসবে না।

৩| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৪১

ইএম সেলিম আহমেদ বলেছেন: :)

১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০২

সৈয়দ কুতুব বলেছেন: এত বড়ো বুদ্ধিজীবী কে নিয়ে হাসতেসেন!

৪| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: উনি কি ধার্মিক? নামাজ কালাম পড়েন?

১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০২

সৈয়দ কুতুব বলেছেন: পড়তেই পারেন।

৫| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৪

শ্রাবণধারা বলেছেন: লেখাটা বেশ ভাল। তবে আপনার নয় বলেই মনে হচ্ছে। ঠিক না কি ভুল - এক কথায় উত্তর দিন।

১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: আমার নিজের লেখা। :||

৬| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:১৪

শ্রাবণধারা বলেছেন: ধন্যবাদ। আপনি ফরহাদ মজহারকে খুব ভালো চিনেছেন, এবং লেখাটি খুবই কৌতূহলোদ্দীপক হয়েছে।

তবে এই লোকটিকে খিচুড়ি বললে খিচুড়িরই অপমান হয়। কারণ খিচুড়িতে চাল-ডাল ইত্যাদি সুন্দরভাবে মিশে একটি নতুন খাদ্য তৈরি হয়। ফরহাদ মজহারের ক্ষেত্রে তা হয়নি। তিনি বামও নন, ডানও নন, আবার দুটোই; তিনি অসাম্প্রদায়িক, মুক্তচিন্তার মানুষও নন, সাম্প্রদায়িক জামাতিও নন, আবার দুটোই। তিনি ভোগবাদী এলিট এবং একই সাথে রাজনীতির কৌশল হিসেবে ইরানি ইসলামী বিপ্লব বা মাদ্রাসা-কেন্দ্রিক সামাজিক ব্যবস্থার পক্ষপাতি। তিনি এটাও নন, ওটাও নন - তিনি এক মূর্তমান স্ববিরোধ, যেখানে স্ববিরোধিতাগুলো ইন্টারেস্টিং নয়, বরং খুবই বিরক্তিকর।

১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:২৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ । ফরহাদ মজহার কে বলা যায় বাংলার জ্যানাস: এক মুখে দুই বিপরীত কথা বলে চলা জীবন্ত স্ববিরোধ।

৭| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪২

কিরকুট বলেছেন: ধান্দাবাজ এবং ষড়যন্ত্রকারী ।

১১ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৭

সৈয়দ কুতুব বলেছেন: লিগের উচিত উনাকে হায়ার করা। সকাল বিকাল তার পা ধোয়া পানি খেলেই সফল হতে পারবে ।

৮| ১১ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:১৫

কিরকুট বলেছেন: আমাদের গ্রামে একটা বিখ্যাত চোর বাস করে । সে তার গ্রাম কে নিজের মায়ের মতোই ভালোবাসে । গ্রামের ক্ষতি হয় এমন কোণ কাজই সে করে না । কিন্তু পেশা আর নেশা তার চুরি করা ।

আমাদের গ্রামে একজন পাকা মুমিন বাস করে । দিন রাত চব্বিশ ঘন্টা সে জিকির আজগার, তাসবি তাহজিমে ব্যস্ত, অজু ছাড়া থাকে না , কোরানের সব আয়াত তার মুখুস্ত কিন্তু সে তার গ্রাম কে একদম পছন্দ করে না । গ্রামের মানুষ কে সকাল বিকাল কটু কথা বলে । গ্রামের উন্নতি সে কোণ ভাবেই চায় না , গ্রামের কোণ রকম ক্ষতি হলেই সে বেশ খুশি হয়ে দুই রাকাত নফল নামাজ পরে , গ্রামের বিরুদ্ধ গোপনে ভিন্ন গ্রামের লোকের সাথে শলাপরামর্শ করে এবং সাহায্য করে যে ভাবেই হোক এই গ্রাম কে মাথা তুলে দাড়তে দেয়া যাবে না ।

১১ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩২

সৈয়দ কুতুব বলেছেন: ফরহাদ মজহার কোনোটাই না । তিনি একজন মহান ....

৯| ১১ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৪৬

কামাল১৮ বলেছেন: একজন মহান ধান্দাবাজ।

১০| ১১ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৩৬

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: এমন চিন্তক আর আসবে না।[/sb

না আসলে খুশি হবো।
উনার দ্বারা বাংলাদেশের কি কি উপকার হয়েছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.