নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]
অনেক প্রতিক্ষা আর পরীক্ষামুলক সার্ভিস শেষে আজ শেষ পর্যন্ত নতুন করে ভারতের সঙ্গে পাঁচ আন্তর্জাতিক রুটে বাস অপারেটরের সার্ভিস শুরু হতে যাচ্ছে শ্যামলী এনআর ট্রাভেলস ও রয়েল কোচ। আজ শুক্রবার সকালে কমলাপুরে বিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনালে সেবাদানকারী এ বাসগুলোর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
বর্তমানে দিল্লীতে এম্বেসি ইন্টার্ভিউ দিতে যাবার জন্য অনেকেই বেনাপোল বর্ডার দিয়ে যেতে চান না, তাদের জন্য এটা বেশ ভাল হবে। প্রচুর পরিমান স্টুডেন্ট আগরতলা ও শিলং বর্ডার দিয়ে যাতায়ত করতে পারবে এখন থেকে।
এই নতুন পাঁচটি আন্তর্জাতিক রুটগুলো হলো
১-ঢাকা-কলকাতা,
২-ঢাকা-শিলং-গৌহাটি,
৩-ঢাকা-খুলনা-কলকাতা,
৪-আগরতলা-ঢাকা-কলকাতা
৫-ঢাকা-আগরতলা।
আবেদন করা টেন্ডারের মাধ্যমে কয়েকটি বাস কোম্পানির মধ্যে এই দু’টি বাস অপারেটর বাংলাদেশ-ভারতের মধ্যে পাঁচ রুটে চলাচলের অনুমতি পেয়েছে।
এন আর ট্রাভেলস এর নির্ধারিত রুট গুলো হচ্ছেঃ
১।ঢাকা-কলকাতা,
২।ঢাকা-শিলং-গৌহাটি,
৩।ঢাকা-খুলনা-কলকাতা
৪।আগরতলা-ঢাকা-কলকাতা
রয়েল কোচ অপারেট করবেঃ
ঢাকা-আগরতলা
চলাচলের সময়ঃ সোম, বুধ ও শুক্রবার সকাল ৮ টা ৩০ মিনিটে। ভাড়া ৪০০ টাকা
হ্যাপি জার্নি
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪
মাহবুবুল আজাদ বলেছেন: আমার ও ইচ্ছে আছে যাবার ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০
অয়ি বলেছেন:
ভালো খবর । মানুষ সাচ্ছন্দে ভ্রমণ করতে পারবে ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫
মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা অনেকটা সুবিধা হবে।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮
শামচুল হক বলেছেন: সুন্দর
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০০
মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ জনাব ।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
সুমন কর বলেছেন: অন লাইন নিউজের পোস্ট !! উৎস বা লিংক দিলেন না !! আপনার কাছ থেকে এমনটি আশা করিনি।
শুধু একটু ছোট করে দিয়েছেন....
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪
মাহবুবুল আজাদ বলেছেন: ওদের টা কপি পেস্ট করলে ঠিকই দিতাম। সকালে টিভি দেখে সব জানলাম আর ফেসবুক থেকে। তারপর নিজের মত করে লিখে দিয়েছি।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪০
কালীদাস বলেছেন: দোয়া রাইখেন যেন বাকি জীবনে আর কোনদিন ইন্ডিয়ায় যাইতে না হয়। এই খাটাসগুলার এম্বেসিতে মানুষরে কুকুর বিড়ালের মত ডিল করে। ২০২১ সালে একবার যাওয়া দরকার, চেষ্টা করতাছি ঐটাও না যাইতে।
শ্যামলীর ড্রাইভার বেশিরভাগই রাফ চালায়। এই রুটেও চালাইলেই হয়।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৭
মাহবুবুল আজাদ বলেছেন: হা হা হা ভাল বলেছেন, আশা রাখি আপনাকে কখনো যেন ইন্ডিয়াতে যেতে না হয়।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫০
মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬
জহিরুল ইসলাম সেতু বলেছেন: তথ্যবহুল, সুন্দর পোস্ট।
ভাড়ার পরিমান ও সময়সূচী খুব তাড়াতাড়ি পাবো আশা করছি।
রয়েল কোচের ভাড়াটা বেশী মনে হচ্ছে। সর্বোচ্চ ২৫০/- হলে ঠিক হতো। এদের সেবার মান তো জানাই আছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: আরও আপডেট করব।
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০১
মিঃ সালাউদদীন বলেছেন: সম্মানিত সম্পাদক মন্ডলী
আমার ভাগ্নে আপনাদের ব্লগের ঠিকাটা আমাকে দেয়, এই বলে যে -"মামা আপনি এক সময় লেখালেখি করতেন তাই বহুল প্রচলিত ব্লগ "বাঁধ ভাঙ্গার আওয়াজ" এর ঠিকাটা আপনাকে দিলাম, এতে আপনার ত্রিশ বছরের প্রবাশ জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখালেখি করতে পারবেন", তাই ব্লগ "বাঁধ ভাঙ্গার আওয়াজ"এ আমি একটি ব্লগ লেখি, আমার মডারেশন স্ট্যাটাস এ লেখা আছে ৩ দিন আমাকে পর্যবেক্ষনে রাখা হবে এবং প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করতে হবে এবং ব্লগের নিয়ম মেনে চলতে হবে ।
আমি ব্লগ লিখেছি: ১ মাস ৩ সপ্তাহ হলো, অথচ এখও আমার কোন লেখা ব্লগের প্রথম পাতায় প্রকাশ পায় না, ১ মাস ৩ সপ্তাহ পরও আমার লেখা প্রথম পাতায় প্রকাশ না হওয়া আমি লেখার উৎসাহ হারিয়ে ফেলছি, আমি লক্ষ করেছি, আমার লেখা থেকে অনেক নিন্ম মানের লেখাও ব্লগের প্রথম পাতায় প্রকাশ পায় বা স্থান পায়, কিন্তু কেন আমার লেখা ব্লগের প্রথম পাতায় প্রকাশ পায় না তার জন্য সম্মানিত সম্পাদক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি ।
সম্মানিত সম্পাদক মন্ডলী গনের নিকট আমার আকুল আবেদন, আমার লেখা ব্লগের প্রথম পাতায় প্রকাশ করার সুযোগ দিয়ে আমার লেখালেখির উৎসাহকে জাগিয়ে তোলার বিনীত আবেদন করছি ।
বিঃ দ্রঃ - এটা সত্য যে, - ত্রিশ বছর বাংলা লেখার সাথে ধারাবাহিকতা না থাকার কারনে বাংলা বানানে ভুল ত্রুটি আছে বলে স্বীকার করছি, তবে আমি চেষ্টা করবো বাংলা বানানের দিকে দৃষ্টি রাখতে ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫০
মাহবুবুল আজাদ বলেছেন: একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, আশা করি এক্সেস পেয়ে যাবেন।
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৩
মিঃ সালাউদদীন বলেছেন: ধন্যবাদ, যদি তাই হয় তাহলে লেখার উৎসাহ পাবো ।
১০| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আগর তলায়তো হেটেই যেতে পারি পরিবহন দিয়া কি করবো!
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪
শাহ আজিজ বলেছেন: অনেক অনেক দেরিতে এসব সার্ভিস চালু হল , লজ্জাস্কর। রাষ্ট্র তার ব্যাবসাকে গতিশীল করতে কতইনা পন্থা হাতে নেয় । আমাদের ঠিক উল্টো ঘটছে । যাতায়াত , পন্য পরিবহন রাষ্ট্রের প্রাইম সেক্টর । আরও বিষয়াবলী আছে যার দিকে নজর দিতে হবে । যাক বাসে চড়ে আগরতলা- শিলং দেখতে পাব । ধন্যবাদ পরিবহন মালিকদের।