নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]
ছবিঃ হেলাইন, আমার হোস্টেলের পাশের নদী।
অক্টোবর ২০০৯ শীতের এক দুপুরে, কাতার এয়ারয়েজের প্লেনটা ধীরে ধীরে ইউরোপের মাটি স্পর্শ করল, আহ স্বপ্নের ইউরোপ। কতকাল এ স্বপ্ন বুকে নিয়ে ঢাকার রাস্তায় ঘুরেছি তার কোন কুল কিনারা ছিলোনা। প্রায় প্রতিদিন যেতে হত বনশ্রী থেকে মতিঝিল দৈনিক বাংলার মোড়ে, হাসান ভাইয়ের অফিসে। শুধু ভাবতাম কবে যে মুক্তি পাব এই যানজটের ঢাকা থেকে। কখনো ভাবিনি সত্যি সত্যি এভাবে চলে আসব ইউরোপে। স্বপ্নই দেখে গিয়েছি আর চেষ্টা বহুবার। যে আমার ঠিকমত খাবার পরার টাকা থাকত না সে আমি আজ ইউরোপের মাটিতে পদার্পণ করছি। আমার অনুভূতি কাজ করছে না, কেমন জানি লাগছে, অবাক করা বিষয় হলেও কেন জানি খুব অসহায় লাগছে নিজেকে। ভিয়েনা এয়ারপোর্ট। অনেক সুন্দর, অনেক ব্যাস্ত একটা এয়ারপোর্ট, বেশ অনেকক্ষণ লাগল ইমিগ্রেশনে পৌঁছাতে। ইমিগ্রেশনে কোন ঝামেলা হয়নি এক নিমিষেই সব ফরমালিটিস শেষ।
আমাদের এখন যেতে হবে সালজবুরগ (Salzburg) অন্য একটা শহর, ভিয়েনা থেকে আড়াই ঘণ্টার ট্রেন। নতুন দেশ ভাষাও বুঝিনা, এখানে জার্মান ভাষা চলে, ভাগ্যক্রমে রবিনের এক দুলাভাই দূর সম্পর্কের উনি এসেছিলেন আমাদের একটু হেল্প করতে। যাক এ অর্থে আমাদের অনেকটাই যাবার ব্যাপারটা সহজ হয়ে গিয়েছিল। এয়ারপোর্ট থেকে বের হয়ে হয়েছে আরেক ঝামেলা এত ঠাণ্ডা কল্পনাও করিনি, অগত্যা লাগেজ খুলতে হল শীতের কাপড় বের করলাম সবাই।
ছবিঃ হোস্টেলের পেছনের রাস্তা।
এখন যেতে হবে ভিয়েনা ট্রেন ষ্টেশনে, ভিয়েনা অসম্ভব সুন্দর গোছানো একটা শহর, পুরনো ইউরোপিয়ান ধাঁচের বিল্ডিং গুলো অনেক চমৎকার, নানান ব্রান্ডের শপ গুলো কি যে সুন্দর স্ট্রাকচার, আমি অবাক চোখে দেখছি আর মুগ্ধ হচ্ছি। দেখতে দেখতেই আমাদের যাত্রা শেষ, বাসে খুব বেশি সময় লাগেনি, ছয় ইউরো ভাড়া। অনেক হাইফাই বাস, নির্বিঘ্নে ষ্টেশনে চলে এলাম, রবিন আর লেনিন ভাই গেল টিকেট করতে। ট্রেনের এখনো আধাঘণ্টা বাকি।
বারবার দেশের কথা মনে পড়ছে, সবাই কেমন জানি একটু বিদ্ধস্থ মনে অপেক্ষা করছি, আমাদের ট্রেন চলে এসেছে নাম রেইলজেট, ট্রেন এসেছে বুদাপেস্ট থেকে যাবে একদম সুইজারল্যান্ডের জুরিখ পর্যন্ত, মাঝখানে আমাদের গন্তব্য সালজবুরগ। ট্রেন যাত্রা ইউরোপে অনেক আরামদায়ক, কোন হকারের ঝামেলা নেই, কোথাও এতটুকু অপরিচ্ছন্নতা নেই, নেই কোন শব্দ, মসৃণ গতিতে ট্রেন চলছে, এত স্পীডে কখনো কোন ট্রেনে আগে ভ্রমণ হয়নি। ভেতরে স্ক্রিনে নাম উঠছে কোন ষ্টেশন সিরিয়ালি, স্পীড ও দেখাচ্ছে, আমাদের দেশের ট্রেন যেখানে ৭০/৮০ কিলোমিটার স্পীডে যায় সেখানে এই ট্রেন দেখি চলতে শুরু্র একটু পরেই একশ কিলো স্পীডে শহর ছেড়ে বের হয়ে গিয়েছে ট্রেন, স্পীড কেবল বাড়ছেই ১২০/১৪০/২০০/২৫০ আমি তো মোটামুটি হা, আড়াইশ কিলোমিটার পার আওয়ার স্পীডে যাচ্ছে ট্রেন, আশপাশে কিছু দেখা যাচ্ছেনা। ব্যাপক রোমাঞ্চ লাগছে আমার কাছে। পুরোটা রাস্তা এতটা স্পীডে যায়নি অবশ্য, কান্ট্রি সাইড গুলো যে কি সুন্দর ছোট ছোট বাড়ি সব বাড়ির পাশ জুড়ে কি চমৎকার বাগান, নানান রঙের ফুলে ফুলে ভরপুর। শীতের শুরুর সময়, এখনো চারপাশে অনেক সবুজ আর সবুজ ঘাসের কার্পেট এ মোড়া মনে হচ্ছে উচু নিচু পাহাড় গুলো। লাল টালি দিয়ে বাড়ির ছাদগুলো তৈরি। বিস্তৃত আংগুর বাগান, আমি এর আগে কখনো আঙ্গুর বাগান দেখিনি, কি যে ভাল লাগছে, মাইলের পর মাইল এই বাগান।
ছবিঃ আমাদের হোস্টেলে যাবার রাস্তা।
ট্রেন এখন লিনজ ষ্টেশনে, কিছু যাত্রী নেমে গেল, কিছু উঠল, এর ফাকে আমরা হালকা কিছু খেয়ে নিলাম, পেটে ক্ষুদা কিন্তু সবারই খুব একটা খেতে ইচ্ছে করছে না, ক্ষনে ক্ষনে সবারই মন খারাপ হচ্ছে, কেউ তেমন কোন কথা বলছে না। জার্নির একটা ক্লান্ততা তারপর নতুন দেশ সব মিলিয়ে সবাই একটু মনমরা। আর বেশি বাকি নেই ১ ঘণ্টার মত লাগবে। সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে।
সালজবুরগ পৌঁছে গিয়েছি, সবাই লাগেজ গুলো নিয়ে নামলাম, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এ যেন মন খারাপের সাথে পাল্লা দিচ্ছে, যাই হোক আমাদের যাত্রা এখনো শেষ হয়নি, যেতে হবে আরও উনিশ কিলোমিটার দূরে হেলাইন শহরে, ছোট্ট একটা শহর। আবার টিকেট করা লাগল, আধাঘণ্টা লাগবে যেতে, মাঝখানে অনেক ষ্টেশন সব লোকাল। এখান থেকে ছয় সাতটা ষ্টেশন পরেই।
ছবিঃ হেলাইন শহরের আশপাশ।
চার্ট দেখে বোঝা গেল কোন ট্রেন ধরতে হবে। পৌঁছাতে কোন সমস্যা হয়নি। পাথরে বাঁধানো রাস্তা, লাগেজ গুলো টেনে তুলতে মনে হচ্ছিল আর শক্তি নেই, হেলাইন ষ্টেশন থেকে আরও মিনিট পনের হাটার রাস্তা, সোজা হলে তো ভালই ছিল কিন্তু এতো রীতিমত পাহাড় বাওয়া। এর মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি তো আছেই। দু একজন কে ঠিকানা দেখালাম তারা কিছুই বোঝেনা ইংলিশ, আমরা মূর্খ না ওরা বুঝলাম না, এটাই হল প্রথম ধাক্কা, আমাদের হোস্টেলের কাছে আগেই বলা ছিল যে আমরা কবে আসব, যদিও অফিস টাইম পার হয়ে গিয়েছে তবে একজন ছিল আমাদের রিসিভ করার জন্য। অবশেষে আমাদের হোস্টেল এর অফিস পেলাম, ভেরি গুড ওয়েলকাম জানাল, ভাল লাগল কিছুটা, তারপর বের হয়ে হোস্টেলে নিয়ে গেল জাস্ট কয়েকটা বাড়ি পরেই, খুবই সুন্দর, ইয়া মোটা দেয়াল, পুরনো দুর্গের মত তিনতলা বাড়ি, তবে দুর্গ হলেও অনেক আধুনিক টাইপ, ঝকঝকে সাদা রং করা দেয়াল, টাইলস গুলো মেরুন কালার, আর সিঁড়ি পুরোটাই পাথরের। আমাদের রুমগুলো দোতলায় দুইটা। রুমের মেঝে ওক কাঠের পালিশ করা। চাবি বুঝিয়ে দিল অফিস অথোরিটি। বলল বাকি কাজ গুলো পেপার ওয়ার্ক কাল করতে হবে।
আহ শেষ পর্যন্ত নিজের রুমে, এখন বেশ শান্তি লাগছে, সবাই কতক্ষন শুয়েবসে বিশ্রাম নিলাম, সবার জন্য সিঙ্গেল বেড, আলমারি আর চেয়ার ও পড়ার টেবিল। লাগেজ খুলে ঘরে পড়ার মত কাপড় গুলো বের করলাম ওয়াশ রুমে ঢুকে ফ্রেশ হলাম, কারো কাছে তো সিম নেই তাই আপাতত জানানো গেলনা বাসায়, পরের দিন জানাতে হবে, যদিও কাতারে ওয়াই ফাই ছিল তখন বাসায় কথা হয়েছে যে আমরা ঠিক মত আছি, এবং আগেই জানিয়ে রেখেছি যেহেতু জানতাম আমাদের পৌঁছাতে রাত হবে তাই খুব একটা বিচলিত হইনি।
রাতের খাবার বলতে যা কিছু শুকনো খাবার ছিল তাই খেলাম সবাই, পরদিন রান্না বান্নার জিনিস কেনা যাবে। আজ এইদিয়েই সবাই কোন রকম রাত পার করা। এবার ঘুম।
শুরু হল এক নতুন জীবন, জানিনা এরপর কি হবে কি করে আগামী দিন গুলো যাবে, মনের মধ্যে একটাই আশা সবার, যেমনই হোক সব কিছু ভাল হবে।
১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২২
মাহবুবুল আজাদ বলেছেন: অবশ্যই , অনেক কিছু দেখার আছে।
২| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০১
রাকু হাসান বলেছেন: সুন্দর লেখা ,সুন্দর ছবি বাহ !
১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২২
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।
৩| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর বর্ণনা! ভালো লাগল। বেড়ানোর ইচ্ছে আমারও আছে। দেখা যাক ভাগ্যে আছে কি না?
১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: ইচ্ছে একদিন আশা করি পূরণ হবে। ভাল থাকুন নিরন্তর।
৪| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫
আখেনাটেন বলেছেন: লেখা ভালো হয়েছে কিন্তু ছবির অভাবে লেখাটাকে কিছুটা খালি খালি মনে হচ্ছে।
অারো কিছু ছবি দিয়ে জায়গার নামগুলো উল্লেখ করতে পারতেন।
১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: কিছু ছবি দিয়ে দিলাম, অনেক ধন্যবাদ।
৫| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮
রেইড ইন স্কাই বলেছেন: বাহ চমৎকার জায়গা। ভাল লাগল পোস্ট ++
১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৬| ১৪ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুন এক ভ্রমন কাহিনীতে মুগ্ধ হলাম।
সাথে আছে জীবন বোধের এক মাইগ্রেসনের ছটা!
চলুক। সিরিজ
+++
১৪ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল বেশ আপনাকে দেখে।
অবশ্যই চলবে, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
৭| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৩
উম্মে সায়মা বলেছেন: বাহ। এমন ভ্রমণ অভিজ্ঞতা পড়তে ভালোই লাগে। একেকজনের একেক রকম অভিজ্ঞতা।
সুন্দর বর্ণনা দিয়েছেন। পরের পর্বের অপেক্ষায়.....
১৪ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩১
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় খুশি হলাম। পরের পর্ব শীঘ্রই আসছে।
৮| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: ছবি এবং লেখা খুব উপভোগ করলাম।
আশা করি এরকম পোষ্ট আরও পাবো।
১৪ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৫
মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য শুভ কামনা রইল।
৯| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪১
আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,
আপনার হোষ্টলটা পাহাড়ের প্রেক্ষাপট নিয়ে ছবির মতো । আমাদের হোষ্টেলগুলোর পারিপার্শিকতার কথা চিন্তা করুন । দুঃখ হয়না ?
হেলাইন শহরটাও সবুজের অদ্ভুত মায়ামাখা । এই রকম সবুজ আর অবারিত আকাশই বুঝি মানুষের মনটাকে অন্যরকম করে অবারিত করে তোলে !
নিজেদের জন্যে আফসোস হয় !
ভালো লেখা এবং হেলাইন নদীর মতোই তা তিরতির করে বয়ে গেছে ।
১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:১০
মাহবুবুল আজাদ বলেছেন: মাঝে মাঝে মনে হত পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর কেন, একপাশে নদী একপাশে পাহাড়।
সৌভাগ্য আমার এমন সব জায়গায় থেকেছি।
ভাল থাকবেন।
১০| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:০৭
হিরন সরকার বলেছেন: সেখানে বিদেশিদের কাজের সুযোগ কেমন ?
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১০
মাহবুবুল আজাদ বলেছেন: বেশ ভালো, তবে ভাষা জানতে হবে।
১১| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৫
জাতির বোঝা বলেছেন:
ভালো তো।
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১১
মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক শুভ কামনা রইল
১২| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৩
সিগন্যাস বলেছেন: আহা খুব সুন্দর বর্ণনা করেছেন । ছবিগুলো আরো চমৎকার ।আমি ভেবে পাইনা ইউরোপ কেন এতো সুন্দর
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।
আমার মতে ইউরোপ এত সুন্দর এর প্রধান কারণ দেশের প্রশাসন ভাল, ব্যালেন্সড ইকোনমি, আর মানুষের মনোভাব যেখানে সবাই নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে সচেতন।
১৩| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৮
রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল লেখা। অস্ট্রিয়া অসম্ভব সুন্দর।পাহাড় উপত্যকায় সাজানো।
হোস্টেলে রান্না করা কেন? খাবার তো হোস্টেলই দেয়। আপনারা কি গ্রুপে অনেকে এক সাথে এসেছিলেন?
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২১
মাহবুবুল আজাদ বলেছেন: অস্ট্রিয়া আসলেই অনেক বেশি সুন্দর, আপু ঘুরতে নয় আমরা স্টুডেন্ট ভিসায় গিয়েছিলাম তাই রান্নাবান্নার ব্যাপার।
১৪| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭
কেএসরথি বলেছেন: Heaven.
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২২
মাহবুবুল আজাদ বলেছেন: একদম, কোন সন্দেহ নেই, ভাল থাকবেন।
১৫| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২২
রানা আমান বলেছেন: ভাল লাগল পোস্ট ++ পরের পর্বের অপেক্ষায় ।
১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৩
মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক শুভ কামনা রইল। ভাল থাকবেন।
১৬| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বপ্নের ইউরোপ যাত্রা স্বার্থক হলো।
১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: হা হা একদম ভালো মত।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৯
কাইকর বলেছেন: ইচ্ছা আছে একদিন ইউরোপ ঘুরে দেখবো