নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসে অশান্তির নীড়।

No matter what happens, or how bad it seems today, life does go on, and it will be better tomorrow.

প্রবাসী পাঠক

প্রবাসী পাঠক › বিস্তারিত পোস্টঃ

একাত্তরের শব্দযোদ্ধা।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৮




''রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ''।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম''


বঙ্গবন্ধুর ৭ ই মার্চে রেসকোর্সের ময়দানে দেয়া সেই ঐতিহাসিক ভাষণের কথাগুলোই সত্যি হয়ে দেখা দিয়েছিল সাড়ে সাত কোটি বাঙ্গালির ভাগ্যাকাশে। স্বাধীনতার সেই লাল সূর্যটাকে আমরা ঠিকই ছিনিয়ে এনেছিলাম। কিন্তু তার জন্য আমাদের মূল্য পরিশোধ করতে হয়েছিল প্রয়োজনের চেয়ে অনেক বেশি। ৩০ লাখ শহীদ আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা।

বঙ্গবন্ধু ৭ ই মার্চের ভাষণে বলেছিলেন,

আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের উপর হত্যা করা হয়- তোমাদের কাছে আমার অনুরোধ রইলো, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু-আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমারা বন্ধ করে দেবে।

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছিলেন বাংলার বুদ্ধিজীবী, কবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং শিল্পী সমাজ। কলমকে হাতিয়ার আর শব্দকে গোলা বানিয়ে তারা ঝাপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের শব্দসৈনিকেরা যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি করার পাশাপাশি সাড়ে সাত কোটি বাঙালিকে বেঁধে রেখেছে একটি বাধনে।


১৯৭১ এর ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী 'অপারেশন সার্চলাইট' এর মাধ্যমে মেতে উঠলো ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞে। নির্বিচারে হত্যা করল নিরস্ত্র বাঙ্গালিদের। গ্রেপ্তার হলেন বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে রাতেই হত্যাযজ্ঞের পাশাপাশি দখল করে নেয় ঢাকাসহ পূর্ব পাকিস্তানের প্রায় সকল গণমাধ্যম। ২৫ শে মার্চের কালো রাত্রির বীভৎসতায় যখন হতাশার চাঁদরে আচ্ছাদিত পুরো জাতি। বহির্বিশ্বের কাছে তখনও অজানা কি হচ্ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে। সকল গণমাধ্যম পাকিস্তানি হানাদারদের দখলে থাকায় এই নৃশংসতম হত্যাযজ্ঞের খবর চাপা পরে যায়। ২৬ মার্চ সকাল বেলায় কিছু নির্ভীক বাঙালি এগিয়ে এলেন বেতারের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রেরিত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র প্রচার করার জন্য। বেলাল মোহাম্মদ এবং আবুল কাশেম সন্দীপসহ তৎকালীন চট্টগ্রাম বেতার কেন্দ্রের কয়েকজন বেতারকর্মী সিদ্ধান্ত নেন যে বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা চট্টগ্রাম বেতার কেন্দ্রকে কাজে লাগানোর চিন্তা করেন। তবে নিরাপত্তার কারণে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত চট্টগ্রাম বেতার কেন্দ্রকে কাজে না-লাগিয়ে শহর থেকে কিছু দূরে কালুরঘাট বেতার কেন্দ্রকে ব্যবহার করেন। এই বেতার কেন্দ্রের নাম দেয়া হয় " স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র "। এখান থেকেই প্রচার করা হয় বঙ্গবন্ধু প্রেরিত স্বাধীনতার সেই বাণী। ২৬ শে মার্চ এই বেতার থেকেই এম এ হান্নান বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন। এই বেতার কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেতার কর্মীরা শরণাপন্ন হন, পটিয়ায় অবস্থানরত তৎকালীন মেজর জিয়াউর রহমান এর। ২৭ মার্চ মেজর জিয়াউর রহমান তার সৈন্য দল নিয়ে কালুরঘাট অবস্থান নেন। ২৭ মার্চ রাত ৮টায় এক নতুন লিখিত ও সম্প্রসারিত বক্তব্যের মাধ্যমে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গোপসাগরে অবস্থানরত একটি জাপানি জাহাজ সেই বার্তাটি শুনতে পায়। পরে রেডিও অস্ট্রেলিয়া ও বিবিসি থেকে বার্তাটি পুনঃপ্রচার করা হয়। সামরিক বাহিনীর একজন চৌকশ বাঙ্গালি অফিসারের সেই সময় স্বাধীনতার ঘোষণা পাঠ জনগনের ভিতর আস্থা ফিরিয়ে আনতে অনেক সাহায্য করেছিল। মেজর জিয়ার সেই ঘোষণাটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত গুরুত্ব বহন করে।

মেজর জিয়ার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঘোষণা অডিও লিংক-

পরবর্তীতে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র এই নাম হতে বিপ্লবী অংশটি বাদ দেয়া হয় এবং নতুন নামকরণ করা হয় 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র'। ২৮ মার্চ প্রথম অধিবেশনে বিমান হামলায় করণীয় সম্পর্কে নির্দেশমালা প্রচারিত হয় এবং দ্বিতীয় অধিবেশনে প্রথম একটি কথিকা পাঠ করা হয়। ৩০ মার্চ প্রভাতী অধিবেশনে প্রথম বারের মত জয় বাংলা, বাংলার জয় গানটি প্রচারিত হয়। এই বেতার থেকে প্রচারিত স্বাধীনতার ঘোষণা সেই সময় বহির্বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। এই বেতার থেকে স্বাধীনতার ঘোষণা প্রচার করা ছাড়াও দেশবাসীকে উজ্জীবিত করার কাজ করে গেছে। পাশাপাশি পাকিস্তানি হায়ানাদের বিরুদ্ধে প্রোপ্যাগান্ডা ছড়াতেও সফল হয়। এই বেতার থেকে প্রথম সফল প্রোপ্যাগান্ডা ছিল টিক্কা খানের নিহত হবার খবর। ৩০ মার্চ দুপুরের অধিবেশন শেষ হবার পর প্রায় ২টা ১০ মিনিটের দিকে বেতার কেন্দ্রে পাকিস্তানী সেনাবাহিনী বিমান হামলা করে যার ফলে এ বেতার কেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
,


স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের ইতিহাস সৃষ্টিকারী দশজন শব্দসৈনিক
১/ বেলাল মোহাম্মদ
২/ আবুল কাসেম সন্দিপ।
৩/ সৈয়দ আব্দুল শাকের
৪/ রাশিদুল হোসেন
৫/ আমিনুর রহমান
৬/ শারফুজ্জামান
৭/ মুস্তফা আনোয়ার
৮/ আবদুল্লাহ আল ফারুক
৯/ রেজাউল করিম চৌধুরী
১০/ কাজী হাবিব উদ্দিন


১৭ এপ্রিল শপথ-নেয়া মুজিবনগর সরকার আগে থেকেই চাইছিলেন একটা শক্তিশালী বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করতে। ১৭ এপ্রিল, ১৯৭১ কুষ্টিয়ার বৈদ্যনাথতলায় এই অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর মুক্তিযুদ্ধের প্রচার জোরদার করার উদ্দেশ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে নতুন করে সংগঠনের দায়িত্ব অর্পিত হলো জনাব আবদুল মান্নান, এম এন-এর উপর। মুজিবনগর সরকার গঠনের পর মে মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার ও বেতারকেন্দ্রের কর্মীদের আবেদনের প্রেক্ষিতে ভারত সরকার বাংলাদেশ সরকারকে একটি শক্তিশালী ট্রান্সমিটার (৫০ কিলোওয়াট মিডিয়াম ওয়েভ) প্রদান করে। ২৫ শে মে কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের ৫৭/৮নং দোতলা বাড়িটিতে রাষ্ট্রপতি ও অন্যান্য মন্ত্রীদের আবাসের কক্ষের সাথের একটি কক্ষে উক্ত ট্রান্সমিটার দিয়ে সম্প্রচার শুরু হয়েছিল। রাষ্ট্রপতি ও মন্ত্রীরা অন্য বাড়িতে উঠে যাওয়ার পর সেই ৫৭/৮ নম্বর বাড়িটিই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্থায়ী কার্যালয়রূপে গড়ে ওঠে। এরপর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান নিয়মিতভাবে সম্প্রচারিত হতে থাকে। মিডিয়াম ওয়েভ ৩৬১.৪৪ মিটার ব্যান্ডে প্রতি সেকেন্ডে ৮৩০ কিলো সাইকেলে , ২৫ শে মে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করল " স্বাধীন বাংলা বেতার কেন্দ্র"। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নীতি নির্ধারণ , মুজিবনগর সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা, অর্থ সংগ্রহ ও কর্মচারী নিয়োগ ইত্যাদি দায়িত্ব পালনের জন্য তৎকালীন গণপরিষদ সদস্য জনাব আব্দুল মান্নানের পরামর্শদাতা হিসেবে রইলেন কামরুল হাসান, মুজিবনগর সরকারের তথ্য সচিব আনোয়ারুল হক খান, ও তথ্য বিভাগের ডিরেক্টর এম আর আখতার মুকুল। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই বেতার কেন্দ্রটি মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট হিসাবে কাজ করে গেছে। যুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রবাসী সরকার এর প্রধান মুখপাত্রের কাজ করেছে। পাকিস্তানিদের মিথ্যাচারের উপযুক্ত জবাব দেয়ার পাশপাশি এই বেতার কেন্দ্রটি মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করেছে। যে কোন যুদ্ধে জয়ের জন্য জনমত গঠন করাটা অত্যন্ত জরুরী যা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অত্যন্ত সফলতার সাথে করে গেছে। মুক্তিযোদ্ধাদের অস্ত্রের পাশাপাশি এই শব্দ যোদ্ধাদের কণ্ঠ যুদ্ধ করে গেছে স্বাধীনতার আগ পর্যন্ত।







শুধুমাত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্রই নয়, দেশে বিদেশে আরও অনেকেই শব্দকে হাতিয়ার করে যুদ্ধে অংশ নিয়েছিল। “বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা” নামে একদল তরুণ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধা ও শরনার্থীদের দেশাত্মবোধক ও সংগ্রামী গান শুনিয়ে উজ্জীবিত করেছেন। মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই দলটির সাথে ঘুরে ঘুরে একটি তথ্যচিত্র তৈরি করেন। এই শিল্পীদের লড়াইয়ে ছিল না কোন অস্ত্র বন্দুক । অস্ত্র ছিল কণ্ঠ, গান আর বাদ্যযন্ত্র। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন এই শিল্পিরা মুক্তির গান নিয়ে। মুক্তিকামী মানুষ আর মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দানই ছিল তাঁদের মূল লক্ষ্য। দেশের গান, স্বাধীনতার গান, স্বপ্নের বাণী শোনাতেন তাঁরা। হতাশা, দুঃখ কষ্ট ছাপিয়ে যেন উজ্জীবিত করতে পারেন, তাই শিল্পীরা তাঁদের সম্বল গান আর সুর নিয়ে পাশে এসে দাঁড়ান বীরসেনাদের। প্রায় দুই দশক পর ১৯৯০ সালে ফুটেজগুলো সংগ্রহ করেন তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। ফুটেজগুলোর অংশবিশেষ ও জীবিতদের সাক্ষাৎকার নিয়ে মুক্তির গান নামে প্রামাণ্যচিত্রের রূপ দেওয়া হয়। মুক্তি পায় ১৯৯৫ সালে। ৮০ মিনিটের এই প্রামাণ্যচিত্রটি হয়ে উঠে বাংলাদেশের মুক্তি সংগ্রামের অনন্য দলিল হিসাবে।







শব্দযুদ্ধ শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে মার্কিন মুলুকে বাংলাদেশ এর মুক্তিযুদ্ধের সমর্থন আদায় এবং সাহায্যের জন্য আয়োজন করা স্মরণ কালের সবচেয়ে বড় কনসার্ট। ১ আগস্ট ১৯৭১ এ নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে যুদ্ধপীড়িত বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করার জন্য আয়োজিত হয় " কনসার্ট ফর বাংলাদেশ " নামের কনসার্টটি। এই মহৎ উদ্যোগটি ছিল বাংলাদেশের কিছু বিদেশী বন্ধুদের। যাদের মধ্যে অন্যতম ছিলেন - রবি শংকর, জর্জ হ্যারিসন, রিঙ্গো স্টার, এরিক ক্ল্যাপটন, বব ডিলান, লিয়ন রাসেল, বিলি প্রিস্টন।










প্রথম দিনের অনুষ্ঠান সুচি
পবিত্র কোরআন তেলাওয়াত । অগ্নিশিখা ( মুক্তিযোদ্ধাদের বিশেষ অনুষ্ঠান ) ।
বাংলা সংবাদ। রক্তস্বাক্ষর ( গণমুখী সাহিত্য অনুষ্ঠান )।
বজ্রকন্ঠ ( বঙ্গবন্ধুর সকণ্ঠ বাণী )। জাগরণী। ইংরেজি সংবাদ।
চরমপত্র । দেশাত্মবোধক গান।



স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কিছু অনুষ্ঠান


চরমপত্র - রম্যকথিকা।
পরিকল্পনা - আব্দুল মান্নান
লেখক ও কথক - এম আর আখতার মুকুল।

ইসলামের দৃষ্টিতে - ধর্মীয় কথিকা।
কথক - সৈয়দ আলী আহসান।

জল্লাদের দরবার - নাটিকা।
লেখক - কল্যান মিত্র।
কথক - রাজু আহমেদ ও নারায়ণ ঘোষ।

বজ্রকন্ঠ

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষণের অংশ বিশেষ।
দৃষ্টিপাত - কথিকা
কথক- ডঃ মাজহারুল ইসলাম।

বিশ্বজনমত - সংবাদ ভিত্তিক কথিকা।
লেখক এবং কথক - সাদেকিন।

প্রতিনিধির কণ্ঠ
অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের ভাষণ।

পিণ্ডির প্রলাপ - রম্যকথিকা।
কথক- আবু তোয়াব খান।

দর্পণ - কথিকা ।
কথক- আশরাফুল আলম।

প্রতিধ্বনি - কথিকা ।
কথক- শহিদুল ইসলাম।

কাঠগড়ায় আসামী - কথিকা ।
কথক - মুস্তাফিজুর রহমান।

রক্ত সাক্ষর - সাহিত্য
শামিম চৌধুরী

রনাঙ্গনে বাংলার নারী - কথিকা
বেগম উম্মে কুলসুম

সংবাদ পর্যালোচনা
লেখা আমির হোসাইন
পাঠ আশফাক রহমান

মীর জাফরের রোজনামচা
কল্যান মিত্র

বিশ্ব বিবেক ও বাংলাদেশ
মহাদেব সাহা

অগ্নিশিখা
মুক্তিবাহিনীর জন্য বিশেষ অনুষ্ঠান।

দেশাত্মবধক গানের অনুষ্ঠান।


বেতার কেন্দ্রের প্রশাসনিক গঠন
বিভিন্ন পদে নিয়োজিত কর্মকর্তা ও কুশলীগণঃ


অনুষ্ঠান বিভাগীয়
নং ব্যক্তির নাম পদের নাম
১ শামসুল হুদা চৌধুরী সিনিয়ার প্রোগ্রাম অর্গানাইজার
২ আশফাকুর রহমান খান প্রোগ্রাম অর্গানাইজার
৩ মেজবাহ উদ্দীন আহমদ ঐ
৪ বেলাল মোহাম্মদ ঐ
৫ টি এইচ শিকদার প্রোগ্রাম প্রডিউসার
৬ তাহের সুলতান ঐ
৭ মুস্তফা আনোয়ার ঐ
৮ আব্দুল্লাহ আল ফারুক ঐ
৯ মাহমুদ ফারুক ঐ
১০ আশরাফুল আলম প্রোগ্রাম প্রডিউসার(চুক্তিবদ্ধ)
১১ আলী যাকের ইংলিশ প্রোগ্রাম প্রডিউসার
১২ নজরুল ইসলাম অনু প্রোগ্রাম প্রডিউসার(জয়বাংলা পত্রিকায় কর্মরত)
১৩ কাজী হাবিব উদ্দীন আহমদ সাব এডিটার(সঙ্গীত বিভাগ)
১৪ শহীদুল ইসলাম নিউজ রিডার, এনাউন্সার
১৫ আলী রেজা চৌধুরী ঐ
১৬ মনজুর কাদের ঐ
১৭ আবু ইউনুস এনাউন্সার
১৮ মোতাহের হোসেন ঐ
১৯ মোহাম্মদ মোহসিন রেজা ঐ
২০ এ কে শামসুদ্দীন প্রেজেন্টেশন সুপারভাইজার
২১ সমর দাশ মিউজিক ডাইরেক্টর
২২ সৈয়দ হাসান ইমাম প্রডিউসার(ড্রামা)
২৩ রণেশ কুশারী ঐ
২৪ সাদেকীন স্ক্রিপ্ট রাইটার
২৫ আবদুল তোয়াব খান ঐ
২৬ মোস্তাফিজুর রহমান ঐ
২৭ নাসীম চৌধুরী ঐ
২৮ ফয়েজ আহমেদ ঐ
২৯ বদরুল হাসান ঐ
৩০ সাইফুর রহমান রেকর্ডিং সুপারভাইজার(মিউজিক)
৩১ মনতোষ দে প্রযোজক
৩২ রঙ্গলাল দেব চৌধুরী শিল্পী




প্রকৌশল বিভাগীয়
নং ব্যক্তির নাম পদের নাম
১ সৈয়দ আবদুস শাকের রেডিও ইঞ্জিনিয়ার
২ রাশেদুল হোসেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
৩ আমিনুর রহমান ঐ
৪ মোমিনুল হক চৌধুরী ঐ
৫ প্রণব দে টেকনিক্যাল অপারেটর
৬ রেজাউল করিম চৌধুরী ঐ
৭ এম শারফুজ্জামান ঐ
৮ হাবিবউল্লাহ চৌধুরী ঐ


বার্তা বিভাগীয়
নং ব্যক্তির নাম পদের নাম
১ কামাল লোহানী ইন-চার্জ-নিউজ
২ মনসুর মামুন সাব এডিটর
৩ আবুল কাসেম সন্দ্বীপ ঐ
৪ সুব্রত বড়ুয়া ঐ
৫ মৃণাল কুমার রায় ঐ
৬ রণজিত পাল চৌধুরী ঐ
৭ পারভীন হোসেন ইংলিশ নিউজ রিডার
৮ এজাজ হোসেন মনিটর
৯ রসূল আশরাফ চৌধুরী ঐ
১০ জাহিদ সিদ্দিকী উর্দূ নিউজ সাব-এডিটর
১১ শহীদুর রহমান ঐ
১২ নুরুল ইসলাম সরকার নিউজ রিডার



প্রশাসন বিভাগীয়
নং ব্যক্তির নাম পদের নাম
১ অনিল কুমার মিত্র একাউন্ট্যান্ট
২ আশরাফ উদ্দীন স্টেনোগ্রাফার
৩ কালীপদ রায় স্টেনোটাইপিস্ট
৪ মহীউদ্দীন আহমদ অফিস অ্যাসিস্ট্যান্ট
৫ আনোয়ারুল আবেদীন ঐ
৬ এস এস সাজ্জাদ স্টুডিও এক্সিকিউটিভ-কাম-রিসেপশনিস্ট
৭ দুলাল রায় কপিস্ট
৮ নওয়াব জামান চৌধুরী ঐ
৯ বরকত উল্লাহ ঐ
১০ একরামুল হক চৌধুরী ঐ


যেসব বুদ্ধিজীবী নিয়মিত অনুষ্ঠান সিরিজে অংশ নিয়েছেন তাঁরা ছিলেন সৈয়দ আলী আহসান (ইসলামের দৃষ্টিতে),চেনাকন্ঠ ছদ্দনামে - ডক্টর মাযহারুল ইসলাম( দৃষ্টিপাত), অধ্যাপক আবদুল হাফিজ ( দৃষ্টিপাত) ও জামিল শারাফি ছদ্দনামে- সাংবাদিক রণেশ দাশগুপ্ত (দৃষ্টিপাত), জাফর সাদেক ছদ্দনামে- মোহাম্মদ আবু জাফর ( দৃষ্টিপাত এবং রক্তের অক্ষরে লিখি),মুস্তাফিজুর রহমান ( দৃষ্টিপাত), আবদুল গাফফার চৌধুরী (পুতুল নাচের খেল), ফয়েজ আহমেদ (পর্যবেক্ষকের দৃষ্টিতে), সাদেকীন (বিশ্ব জনমত এবং রাজনৈতিক মঞ্চ), আমির হোসেন (সংবাদ পর্যালোচনা), গাজীউল হক (রণাঙ্গনের চিঠি), সলিমুল্লাহ (রাজনৈতিক পর্যালোচনা), অধ্যাপক শওকত ওসমান ( দেশবাসী সমীপে নিবেদন এবং ইয়াহিয়া জবাব দাও), ডঃ আনিসুজ্জামান ( কথিকা), অধ্যাপক বদরুল হাসান ( রক্তে রাঙ্গা ঈদ), মহাদেব সাহা ( বিশ্ব বিকেক ও বাংলাদেশ, এবং রক্ত দিয়ে রেখে গেলাম), তোয়াব খান ( পিণ্ডির প্রলাপ ), আব্দুর রাজ্জাক চৌধুরী ( দেয়ালের লিখন), আমিনুল হক বাদশাহ, কবি সিকান্দার আবু জাফর ( অভিযোগ ),এম আর আখতার মুকুল ( চরমপত্র ), আবুল কাশেম সন্দ্বীপ ( সাময়িকী), কবি আসাদ চৌধুরী ( রিপোর্ট ১৯৭১ এবং মৃত্যুহীন প্রাণ), কবি নিরমুলেন্দ গুন ( বাংলাদেশের পুনর্গঠন), চলচিত্রকার জহির রায়হান ( পাকিস্তান থেকে বাংলাদেশ), ডক্টর এ আর মল্লিক, ডক্টর অজয় রায়, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ডক্টর বেলায়েত হোসেন, ডক্টর এ জি সামাদ,ডক্টর মাদমুদ শাহ কোরেশী, ডক্টর এ কে এম আমিনুল ইসলাম,সন্তোষ গুপ্ত, অধ্যাপক অসিত রায় চৌধুরী ( স্বদেশ সকাল এবং বিপন্ন যখন), অধ্যাপক নরেন বিশ্বাস, অধ্যাপক মোহাম্মদ আবু জাফর,দিলীপ কুমার ধর ( রণ দামামা ), জেবুন্নাহার আইভি ( কথিকা ), বুলবুল ওসমান, আবদুল জলিল, অনুপম সেন, রেজওয়ানুল হক, ডেভিড প্রণব দাশ ( বাইবেল পাঠ ও আলোচনা),অধ্যাপক আবু সুফিয়ান ( অভিজ্ঞতার আলোকে), কামাল মাহবুব ছদ্দনামে- মাহবুব তালুকদার ( মানুষের মুখ ), রণজিত পাল চৌধুরী ( দর্পণ ), মুস্তাফিজুর রহমান ( কাঠগড়ার আসামি ), রনেশ দাশগুপ্ত ( জনতার সংগ্রাম ), কল্যান মিত্র ( জল্লাদের দরবার- নাটিকা) এবং আরও অনেকে।

সঙ্গীত পরিচালনায় সমর দাস,সুজেয় শ্যাম, রফিকুল আলম। সঙ্গীত পরিচালনা ও কন্ঠদানে আবদুল জব্বার, অজিত রায়, আপেল মাহমুদ, রথীন্দ্রনাথ রায়, মান্না হক, এম এ মান্নান।

কন্ঠদানে ফেরদৌসি রহমান, শাহ আলী সরকার, সনজিদা খাতুন, কল্যাণী ঘোষ, অনুপ কুমার ভট্টাচার্য্য, মনজুর আহমদ, কাদেরী কিবরিয়া,সুবল দাস, হরলাল রায়, এস এম এ গনি বোখারী, শাহীন মাহমুদ, অনিল চন্দ্র দে, অরূপ রতন চৌধুরী, মোশাদ আলী, শেফালী ঘোষ, হেনা বেগম, মফিজ আঙ্গুর, লাকী আকন্দ, স্বপ্না রায়, মালা খান, রূপা খান, মাধুরী আচার্য, নমিতা ঘোষ, ইন্দ্রমোহন রাজবংশী, আবু নওশের, রমা ভৌমিক, মনোয়ার হোসেন, অজয় কিশোর রায়, কামালউদ্দিন, মলয় ঘোষ দস্তিদার, মনজুলা দাশগুপ্ত, সুব্রত সেনগুপ্ত, উমা চৌধুরী, মোশররফ হোসেন, ঝর্ণা ব্যানার্জী, সুকুমার বিশ্বাস, তরুণ রায়, দীপা ব্যানার্জী, প্রবাল চৌধুরী, সরদার আলাউদ্দিন আহমদ, রফিকুল আলম, কল্যাণী মিত্র, মঞ্জুশ্রী নিয়োগী, লীনা দাশ, সকিনা বেগম, রেজওয়ানুল হক, অনীতা বসু, নীনা, কণা, মহিউদ্দীন খোকা, বাসুদেব, পরিতোষ শীল, মিতালি মুখার্জী, মলয় গাঙ্গুলী, তপন ভট্টাচার্য, চিত্তরঞ্জন ভুঁইয়া, শক্তি মহলানবীশ, তিমির নন্দী, মামুনাল চৌধুরী, আফরোজা মামুন,ইকবাল আহমদ, রঞ্জন ঘটক, মনোরঞ্জন ঘোষাল, তোরাব আলী শাহ, লায়লা জামান, বুলবুল মহলানবীশ, এম এ খালেক, মাকসুদ আলী শাহ, ফকির আলমগীর এবং আরও অনেকে।

সঙ্গীত বিভাগের কাজে সহযোগিতা প্রদান করেছেন কাজী হাবিবুদ্দিন (অনুষ্ঠান সচিব) ও রংগলাল দেব চৌধুরী (টেপ লাইব্রেরী ও দৈনন্দিন টেপ তালিকা)। যন্ত্রসঙ্গীতে ছিলেন সুজেয় শ্যাম, কালাচাঁদ ঘোষ, গোপীবল্লভ বিশ্বাস, হরেন্দ্র চন্দ্র লাহিড়ী, সুবল দত্ত, অবিনাশ শীল, সুনীল গোস্বামী, তড়িৎ হোসেন খান, দিলীপ দাশগুপ্ত, দিলীপ ঘোষ, জুলু খান, রুমু খান, বাসুদেব দাশ, সমীর চন্দ, শতদল সেন এবং আরো অনেকে।
নাট্যকার, নাট্য প্রযোজক এবং নাট্য শিল্পীগণের মধ্যে ছিলেন নাট্যশিল্পী হাসান ইমাম, সুভাষ দত্ত, সুমিতা দেবী, রাজু আহমেদ, নাট্যকার আবদুল জব্বার খান, নারায়ণ ঘোষ, কল্যাণ মিত্র, মামুনুর রশীদ, নাট্য প্রযোজক রণেন কুশারী, আতাউর রহমান, মাধুরী চ্যাটার্জী, নাজমুল হুদা মিঠু, ফিরোজ ইফতেখার, প্রসেনজিৎ বোস, অমিতাভ বসু, জহুরুল হক, ইফতেখারুল আলম, বুলবুল মহালনবীশ, করুণা রায়, গোলাম রব্বানী, মাসুদ নবী, অমিতা বসু, সৈয়দ দীপেন, লায়লা হাসান, মুক্তি মহালনবীশ, নন্দিতা চ্যাটার্জী এবং আরও অনেকে।

বার্তা বিভাগের বার্তা সম্পাদনার দায়িত্বে ছিলেন কামাল লোহানী, ইংরেজি সংবাদ বুলেটিন তৈরী ম. মামুন, আলী যাকের, আলমগির কবির, এ কে এম জালালউদ্দিন, সুব্রত বড়ুয়া ও মৃণাল রায়; বাংলা সংবাদ বুলেটিন আবুল কাসেম সন্দীপ, রণজিৎ পাল চৌধুরী; বাংলা সংবাদ পাঠ কামাল লোহানী, হাসান ইমাম, আলী রেজা চৌধুরী, নূরুল ইসলাম সরকার, শহীদুল ইসলাম, আশরাফুল আলম ও বাবুল আখতার; ইংরেজি সংবাদ পাঠ পারভীন হোসেন, জরীন আহমদ ও ফিরোজ ইফতেখার। প্রকৌশল বিভাগ-প্রকৌশলের দায়িত্বে ছিলেন সৈয়দ আবদুস শাকের। সহযোগী প্রকৌশল হিসেবে দায়িত্ব পালন করেছেন রাশেদুল হোসেন, আমিনুর রহমান, শারফুজ্জামান, মোমিনুল হক চৌধুরী, প্রণব রায়, রেজাউল করিম চৌধুরী ও হাবিবুল্লাহ চৌধুরী।


স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক গান বিপুল জনপ্রিয়তা লাভ করে।এখানে জনপ্রিয় গানগুলোর গীতিকার ও শিল্পিদের নাম উল্লেখ করা হল.

নং গানের প্রথম কলি গীতিকার সুরকার শিল্পী

জয় বাংলা,বাংলার জয় গীতিকার গাজী মাজহারুল আনোয়ার সুরকার আনোয়ার পারভেজ শিল্পী শাহনাজ বেগম ( রহমতুল্লাহ )
আমার সোনার বাংলা গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পী কোরাস (সমবেত)
কারার ঐ লৌহকপাট গীতিকার কাজী নজরুল ইসলাম সুরকার কাজী নজরুল ইসলাম শিল্পী কোরাস
সোনা সোনা সোনা লোকে বলে সোনা গীতিকার আবদুল লতিফ সুরকার আবদুল লতিফ শিল্পী শাহনাজ বেগম ( রহমতুল্লাহ )
শোন একটি মুজিবরের থেকে গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার সমর দাস শিল্পী আংশুমান রায়

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে গীতিকার গোবিন্দ হালদার সুরকার আপেল মাহমুদ শিল্পী আপেল মাহমুদ
তীর হারা এই ঢেউয়ের সাগর শিল্পী কোরাস
পূর্ব দিগন্তে, সূর্য উঠেছে গীতিকার গোবিন্দ হালদার সুরকার সমর দাস শিল্পী কোরাস
এক সাগর রক্তের বিনিময়ে গীতিকার গোবিন্দ হালদার সুরকার স্বপ্না রায় শিল্পী স্বপ্না রায়
আমার ভায়ের রক্তে রাঙানো গীতিকার আবদুল গাফফার চৌধুরী সুরকার আলতাফ মাহমুদ শিল্পী কোরাস

সালাম সালাম হাজার সালাম গীতিকার ফজল-এ-খোদা শিল্পী ফজল-এ-খোদা
জনতার সংগ্রাম চলবেই গীতিকার সিকান্দার আবু জাফর শিল্পী কোরাস
বিচারপতি তোমার বিচার গীতিকার সলিল চৌধুরী শিল্পী কোরাস
নোঙ্গর তোল তোল গীতিকার নঈম গহর সুরকার সমর দাস শিল্পী কোরাস
ছোটদের বড়দের সকলের শিল্পী রথীন্দ্রনাথ রায়




স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বিখ্যাত স্লোগান
১। হানাদার পশুরা বাংলাদেশের মানুষ হত্যা করেছে- আসুন আমরা পশু হত্যা করি।
২। বাংলাদেশের প্রত্যেকটি মুক্তিযোদ্ধা এক একটি গ্রেনেড। শুধু পার্থক্য এই গ্রেনেড একবার ছুঁড়ে দিলে নিঃশেষ হয়ে যায়, আর মুক্তিযোদ্ধারা নিজেদের বার বার গ্রেনেড হয়ে ফিরে আসে।
৩। গ্রেনেড গ্রেনেড গ্রেনেড-শত্র“র প্রচন্ড গ্রেনেড হয়ে ফেটে পড়েছে মুক্তিযোদ্ধারা।
৪। বাংলার প্রতিটি ঘর আজ রণাঙ্গন-প্রতিটি মানুষ সংগ্রামী মুক্তিযোদ্ধা, প্রতিটি মানুষ স্বাধীনতার জ্বলন্ত ইতিহাস।
৫। শত্র“পক্ষের গতিবিধির সমস্ত খবরাখবর অবিলম্বে মুক্তিবাহিনীর কেন্দ্রে জানিয়ে দিন।
৬। কোনো প্রকার মিথ্যা গুজবে কান দেবেন না, বা চূড়ান্ত সাফল্য সম্পর্কে নিরাশ হবেন না। মনে রাখবেন যুদ্ধে অগ্রাভিযান ও পশ্চাদাপসারণ দুটোই সমান গুরুত্বপূর্ণ।
৭। প্রতিটি আক্রমণের হিংসাত্মক বদলা নিন। সংগ্রামকে ঢেউয়ের মতো ছড়িয়ে দিন।
৮। শত্র“ কবলিত ঢাকা বেতার কেন্দ্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। এদের প্রচার অভিযানের একমাত্র উদ্দেশ্যই হল আমাদের সাফল্য সম্পর্কে দেশবাসির মনে সংশয়, সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি করা।
৯। পদ্মা, মেঘনা, যমুনার মাঝি, কৃষক, কামার, কুমার, তাঁতি, বীর ক্ষেত মজুর হাতে তুলে নিয়েছে মারণাস্ত্র। এদের বুকে জ্বলে উঠেছে অনির্বাণ আগুন। এরা মরণপণ করে রুখে দাঁড়িয়েছে নরখাদক দস্যূ সৈন্যের মোকাবিলা করতে।
১০। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।
১১। বর্বরতার জবাব আমরা রণাঙ্গনেই দিচ্ছি, রক্তের বদলে রক্ত নেব। চূড়ান্ত বিজয় আমাদের হবেই হবে।
১২। বাংলাদেশে আজ শত্র“ হননের মহোৎসব, প্রতিটি হানাদার দস্যূও বিশ্বাসঘাতকতা খতম করুন। ওদের বিষদাঁত ভেঙ্গে দিন, বাংলার স্বাধীনতা রক্ষার সংগ্রামে অটুট থাকুন।
১৩। পশ্চিম পাকিস্তানি পণ্যসামগ্রী ব্যবহার বর্জন করুন। শত্র“র বিরুদ্ধে অবরোধ গড়ে তুলুন।
১৪। ইয়াহিয়ার লেলিয়ে দেয়া কুকুর গুলোকে খতম করে আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ি।
১৫। আপনর ভোটে নির্বাচিত গণপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সরকারই বাংলাদেশের বৈধ সরকার। স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ছাড়া আর কোনো হানাদার সরকারের আনুগত্য রাষ্ট্রদ্রোহিতারই শামিল।





স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বিখ্যাত চরমপত্রের শেষ অনুষ্ঠানের পাণ্ডুলিপি-
চরমপত্র
১৬ ই ডিসেম্বর ১৯৭১


কি পোলারে বাঘে খাইলো? শেষ! আইজ থাইক্যা বঙ্গাল মুলুকে মছুয়াগো রাজত্ব শেষ। ঠাস কইর‍্যা একটা আওয়াজ হইলো। কি হইল? কি হইল? ঢাকা ক্যান্টনমেন্টে পিয়াজী সা'বে চেয়ার থনে চিত্তর হইয়া পইড়া গেছিল। আট হাজার আস্টস চুরাশি দিন আগে ১৯৪৭ সালের ১৪ ই আগস্ট তারিখে মুছলমান- মুছলমান ভাই ভাই কইয়া, করাচি - লাহুর - পিণ্ডির মছুয়া মহারাজরা বঙ্গাল মুলুকে যে রাজত্ব কায়েম করছিল, আইজ তার খতম তারাবী হইয়া গেল।


এলায় কেমন বুঝতাছেন? বিচ্চুগ বাড়ির চোটে হেই পাকিস্তান কেমতে কইর‍্যা ফাকিস্তান হইয়া গেল? হেইর লাইগ্যা কইছিলাম, কি পোলারে বাঘে খাইলো? শ্যাষে । আইজ থাইক্যা বঙ্গাল মুলুকে মছুয়াগো রাজত্ব শেষ।
আইজ ১৬ ই ডিসেম্বর। চরমপত্রের শ্যাষের দিন আপনাগো বান্দার নামটা কইয়া যাই। বান্দার নাম এম আর আখতার মুকুল।


চরমপত্রের অডিও শুনতে পাবেন এখান থেকে - চরমপত্র


জোয়ান বায়েজ
অ্যালেন গিনসবার্গ
মুক্তিযুদ্ধে ভিনদেশী সাহিত্যিকদের অবদান
আমাদের কিছু বিদেশী বন্ধুর কথা


স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক বাবুয়া বোস আর নেই
স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক প্রসেনজিৎ বোস আর নেই
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও প্রধান সংগীত পরিচালক সমর দাসের ১৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক অজিত রায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১ম ভাওয়াইয়া গানের শিল্পী শাহ আলী সরকার
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অজিত রায়ের জীবনী
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও প্রধান সংগীত পরিচালক সমর দাসের ১৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
মুক্তিযোদ্ধা চারণ কবি শিল্পী শাহ মোঃ বাঙালি
রণেশ দাশগুপ্ত



তথ্যসুত্র -
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ তৃতীয় খন্ড

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ পঞ্চম খন্ড

আমি বিজয় দেখেছি - এম আর আকতার মুকুল।

চরমপত্র - এম আর আকতার মুকুল।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র - বেলাল মোহাম্মদ ।

একাত্তরের রণাঙ্গন - শামসুল হুদা চৌধুরী।

লক্ষ্ প্রানের বিনিময়ে - রফিকুল ইসলাম বীর উত্তম।


http://www.theconcertforbangladesh.com/

সাউন্ড অফ ওয়ার

http://www.liberationwarbangladesh.org

মন্তব্য ১৭০ টি রেটিং +৩৪/-০

মন্তব্য (১৭০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৪৪

পামাআেল বলেছেন: বিষয়গুলো ব্লগে ডকুমেন্ট করে রাখাতে খুব ভাল হল। দরকার হলে এখান থেকে সহজেই রেফার করা যাবে। বই খুঁজে বের করার ঝামেলা থাকল না। অনেক ধন্যবাদ।

- পামাআলে

০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: আসলে এখানে অতি সামান্য কিছুই উল্লেখ করতে পেরেছি। সম্পূর্ণ ইতিহাস জানতে হলে বইগুলো পড়ার কোন বিকল্প নেই। অনুরোধ থাকবে সময় করে বইগুলো পড়ে দেখার।

ধন্যবাদ জানবেন পামাআলে।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬

কলাবাগান১ বলেছেন: এত ত্যাগ এত তিতীক্ষা, তার পরও এই স্বাধীনতা যুদ্ধুকে লজ্জিত হতে হয় জামাতি রাজাকারদের প্রানান্ত চেষ্টায় বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের ষড়যন্ত্রে দুই ভাইয়ের সেপারেশন হিসাবে প্রতিস্ঠা করার অভিপ্রায়ে..........

০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: আমাদের সমাজে মীর জাফররা আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ওরা নাম পাল্টে আসে আমাদের কাছে। কখনো গোলাম আযম, কখনো নিজামি। কখনো মীর কাশেম নামে। এদের সাথে লড়াই করেই আমাদের এগিয়ে যেতে হবে। ওদের টিকে থাকার একটা কারণ ওরা কখনো ওদের নোংরা আদর্শ থেকে সরে আসে না। কিন্তু আমরা আদর্শ হারিয়ে ফেলি।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ পোস্ট। +++++++++++++

প্রিয়তে থাকল প্রবাসী ভাই।

শুভকামনা নিরন্তর।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় বঙ্গভূমির রঙ্গমেলায়।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০০

আবু শাকিল বলেছেন: সময়ের পোষ্ট।
অনেক কিছু জানতে পারলাম।

সোজা প্রিয়তে :)

ধন্যবাদ প্রবাসী পাঠক ভাই।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় শাকিল ভাই।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৭

সুমন কর বলেছেন: বিশাল কাজ করে ফেলেছেন। অনেক ধন্যবাদ।

শেয়ার করার জন্য ধন্যবাদ। +++

০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সুমন কর ভাই।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

শাহ আজিজ বলেছেন: কালেকশন করতে হবে পোস্টটি কারন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেকের ছবি কখনো দেখিনি। অথচ এদের কণ্ঠই আমাদের উজ্জীবিত রাখত ৭১এর সেই ঐতিহাসিক দিনগুলোতে ।

এই প্রজন্মের অনেকেই বুঝতে পারেনা কি সম্পদ নিয়ে আমরা বেচে আছি যে সম্পদ পৃথিবীর সব জাতি গোষ্ঠীর মেলে না , আমাদের মিলেছে। অল্প আওয়াজে রেডিও বাজিয়ে তাতে ৭/৮জন কান লাগিয়ে ৪০ মিনিট ধরে শুনতাম এই মুক্তিযোদ্ধাদের আওয়াজ। রাজাকারের হত্যার খবরে নিঃশব্দ দুহাত উপরে তুলে ফিস ফিস করে বলতাম "জয় বাংলা"।

জয়বাংলা এখন দলীয় শ্লোগান ।।

ধন্যবাদ প্রবাসী পাঠক ।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক শিল্পী, কলা কুশলি কালের গর্ভে হারিয়ে গেছেন। যেখানে আমাদের দেশের শিল্পীরাই প্রাপ্য মর্যাদা পান নি, সেখানে পশ্চিম বঙ্গের শিল্পী যারা এই বেতার কেন্দ্রের অংশ ছিল তাদের হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক।

জয়বাংলা কোন দলের নিজস্ব স্লোগান ছিল না। এটা ছিল আপামার বাঙ্গালীর প্রাণের স্লোগান। কিন্তু আমাদের হীনমন্যতায় আজ তা দলের সম্পত্তিতে পরিণত হয়েছে।

যদি সম্ভব হয় ৭১ এর সেই সময়ের স্বাধীন বাংলা বেতার নিয়ে কিছু লেখা আমাদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

ধন্যবাদ জানবেন শাহ আজিজ ভাই।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: অসাধারণ বললে ও কম বলা হবে, এত সমৃদ্ধ পোস্ট খুব কমই পড়েছি।
বিজয়ের মাসে ইতিহাসের মূল্যবান অংশটুকু কে হলুদ তারার বাহনে
নিয়ে যেতে গর্বিত বোধ করছি।

স্টিকি করা হোক ।

ভাল থাকবেন প্রিয় প্রবাসী ভাই ।

শুভকামনা রইল।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় মাহমুদ ভাই।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

আলম দীপ্র বলেছেন: ওয়াও ! আর কিচ্ছু বলবনা !
স্টিকি করা হোক !

০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ আলম দীপ্র।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১

লিরিকস বলেছেন: অনেক বড় পোস্ট, পরে পড়ব :)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

প্রবাসী পাঠক বলেছেন: সময় করে পড়ে নিয়েন। না পড়লে কিন্তু খবর আছে...।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: খুবই ভালো একটা পোস্ট হয়েছে ভ্রাতা। +++++++


অনেক শুভকামনা :)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩০

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২০

তুষার কাব্য বলেছেন: অসাধারন পোস্ট প্রবাসি ভাই।বিজয়ের মাসে এর চেয়ে বড় কিছু আর কি হতে পারে।আর স্পেশালি স্বাধীন বাংলার গান যেগুলি আমার খুব খুব প্রিয়।
প্রিয়তে নিয়ে গেলাম ভাই।

অনেক ভালো থাকুন প্রিয় প্রবাসি ভাই ।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৪

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় তুষার ভাই। গত কয়েকটা দিন এই পোস্টটা নিয়ে কাজ করেছি। আপনার কাছে পোস্টটা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগল।


বিজয় দিবসের শুভেচ্ছা রইল প্রিয় তুষার ভাই।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৯

এহসান সাবির বলেছেন: প্রথমেই প্রচ্ছদ ছবিটির কথা বলি........

এত চমৎকার প্রচ্ছদ..........

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০০

প্রবাসী পাঠক বলেছেন: ছবিটা গুগল থেকে নেয়া সাবির ভাই।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০১

নাসরিন চৌধুরী বলেছেন: বেশ শ্রমসাধ্য একটি পোষ্ট। আর এই পোষ্ট কালেকশানে না রাখলে পশ্চাতে হবে। ধন্যবাদ আপনাকে মূল্যবান পোষ্টটির জন্য।

+++++++++++++++++++++++

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে নাসরিন চৌধুরী।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

লিরিকস বলেছেন: একটু পড়েছি।

আস্তে আস্তে পড় নেব :)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

প্রবাসী পাঠক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ জানবেন লিরিকস ।

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৬

ডি মুন বলেছেন:
প্রিয়তে নিয়ে গেলাম +++++

এই পোস্টটা সকল লিংকসমেত পড়া শেষ করার ইচ্ছা আছে।
এমন সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ প্রবাসী ভাই।



তথবহূল এমন একটি পোস্ট বিজয়ের এই মাসে অন্তত কিছুদিন স্টিকি থাকার যৌক্তিক দাবী রাখে। তাহলে অনেকেই উপকৃত হতেন।

কর্তৃপক্ষ ব্যাপারটা ভেবে দেখতে পারেন।

ধন্যবাদ।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ডি মুন।

পোস্টে উল্লেখিত লিংকগুলো সব পড়ে দেখুন মুন। আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। এই মহান বীর দের ত্যাগ, বীরত্বের কথা আমাদের সবার জানা উচিৎ।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

মামুন রশিদ বলেছেন: অসাধারণ পোস্ট! বিজয়ের মাসে এই পোস্টের তুলনা হয়না । প্রচুর না জানা তথ্য উঠে এসেছে । আপনার এই কষ্ট পূর্ণতা পাক, সবাই জানুক একাত্তরে শব্দ সৈনিকদের সংগ্রামী ভূমিকা ।


চমৎকার তথ্যবহুল এই পোস্টকে স্টিকি করার দাবি জানাই ।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

প্রবাসী পাঠক বলেছেন: সবাই জানুক একাত্তরে শব্দ সৈনিকদের সংগ্রামী ভূমিকা ।


স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই শব্দ সৈনিকদের জন্য খুব বেশি কিছু করা হয় নি। অনেকেই অনেক কষ্টে জীবন যাপন করেছেন। কিছুদিন আগেই শব্দ সৈনিক গোবিন্দ হালদারের অসহায়ত্বের কথা আমরা জানতে পারি। কিন্তু আমরা তাদের জন্য বলার মত কিছুই করতে পারি নি।

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

এহসান সাবির বলেছেন: ভাই নির্বাচিত পাতায় পোস্ট টি কখন আসলো?

ভুল না দেখে থাকলে কিছুক্ষন আগে এসেছে........

তাই কি?

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

প্রবাসী পাঠক বলেছেন: আমি সঠিক বলতে পারছি না সাবির ভাই। আমি সন্ধ্যার সময় দেখেছিলাম তখন আসে নি। তারপর আর খেয়াল করে দেখি নি। ধন্যবাদ সাবির ভাই এই বিষয়টি খেয়াল করার জন্য।

দেরিতে হলেও কর্তৃপক্ষ পোস্টটি দেখেছেন এবং স্টিকি করেছেন। সে জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রিয়তে নিলাম

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪

প্রবাসী পাঠক বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ লায়লা আপা।

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি লিখেছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে এই সকল শব্দযোদ্ধারা ছিলেন 'আনস্যাংগ হিরো' আমি শ্রদ্ধা ভরে তাঁদের স্মরন করছি।

এই শব্দসৈনিকদের ব্যাপারে এবং তৎকালীন সময়ে রেডিওর প্রভাব ছিল অসীম। গুরুত্বপূর্ন এই বিষয়টির ব্যাপারে সবারই জানা দরকার।

পোষ্ট যদিও কিছুটা দীর্ঘ হয়েছে, তথাপি এখানে কোন তথ্যই ফেলে দেয়ার মত না।

ধন্যবাদ।

হলুদ তারা। :)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১

প্রবাসী পাঠক বলেছেন: একাত্তরের সকল শব্দ সৈনিকদের জন্য রইল শ্রদ্ধা।


মুক্তিযুদ্ধের সময়ে এই বেতার এর প্রভাব ছিল অসীম। দেশের জনগণ এবং মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়ানোর পাশাপাশি পাকিস্তানিদের অপপ্রচারের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেয়ার জন্য এই বেতারের গুরুত্ব ছিল অপরিসীম। যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানীরা কখনোই এই বেতারের অস্তিত্ব স্বীকার করে নি। কারণ এই বেতারকে স্বীকার করে নিলে প্রবাসী সরকারকেও স্বীকার করে নিতে হয়।

মুক্তিযুদ্ধে তাদের অবদানের জন্য চির স্মরণীয় হয়ে থাকবে স্বাধীন বাংলা বেতার এবং এই বেতারের শব্দ সৈনিকেরা।


মন্তব্য এবং প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় কাভা ভাই।

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২২

ইমতিয়াজ ১৩ বলেছেন: বাংলাদেশ সময় রাত ২:৩৮ এ পোষ্ট প্রকাশিত হওয়ায় মন্তব্য করতে পারি নি। এখন স্টিকি দেখে জানতে পারলাম পোষ্ট সম্পর্কে। ধন্যবাদ সামু টিমকে।


অনেক তথ্যবহুল পোষ্ট, আমরা যারা স্বাধীনতা পরবর্তী প্রজন্ম তাদের জন্য বেশ কাজের একটি পোষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ। আদতে এটি একটি সংকলিত পোষ্টও বটে।



পোষ্ট লাইক সমতে প্রিয়তে।



ভাল থাকুন নিরন্তন।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: মন্তব্য, লাইক এবং প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ ইমতিয়াজ ভাই।

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

ইছামতির তী্রে বলেছেন: খুবই চমৎকার, গুরুত্বপূর্ণ, তথ্যবহুল এবং সময়োপযোগি একটি পোস্ট। স্টিকি করায় সামুকে অনেক ধন্যবাদ।

আর কস্টসাধ্য এমন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: পোস্টটি পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ইছামতির তীরে।

২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

এমএম মিন্টু বলেছেন: অনেক সুন্দর একটি পোষ্ট দিয়েছেন +++++++++++++++++

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ এম এম মিন্টু ভাই।

২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

জাহিদ জুয়েল বলেছেন:
এক কোথায় অসাধারণ।
অনেক কিছু জানতে পারলাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ জাহিদ জুয়েল ভাই।

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

লিরিকস বলেছেন: স্টিকি শুভেচ্ছা :)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ লিরিকস।

২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭

আবু শাকিল বলেছেন: স্টিকি মোবারাক!

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই।

২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

সরদার হারুন বলেছেন: পোস্টি নবীনদের জন্য ইতিহাস প্রবিনদের জন্য স্মৃতিচারন ।অথচ সবাইর জন্য দরকারি ।

+++++++++++++++++++++++++++++++++++++

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭

প্রবাসী পাঠক বলেছেন: পোস্টি নবীনদের জন্য ইতিহাস প্রবিনদের জন্য স্মৃতিচারন ।অথচ সবাইর জন্য দরকারি ।


চমৎকার বলেছেন ভাই। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

২৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

বাড্ডা ঢাকা বলেছেন: ভাল পোষ্ট স্টিকি মোবারক

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ বাড্ডা ঢাকা।

২৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

খেলাঘর বলেছেন:


ভালো

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

প্রবাসী পাঠক বলেছেন: শুধু ভালো!!!


আপনাদের কাছ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা শুনতে চাই। মুক্তিযুদ্ধের অজানা তথ্য জানতে চাই।


যাই হোক মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩০| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: .....এলায় কেমন বুঝতাছেন? বিচ্চুগ বাড়ির চোটে হেই পাকিস্তান কেমতে কইর‍্যা ফাকিস্তান হইয়া গেল? হেইর লাইগ্যা কইছিলাম, কি পোলারে বাঘে খাইলো? শ্যাষে । আইজ থাইক্যা বঙ্গাল মুলুকে মছুয়াগো রাজত্ব শেষ।
আইজ ১৬ ই ডিসেম্বর।


অসাধারন, দারুন একটা কাজ করেছেন। স্যলুট। বিজয় দিবসের অভিবাদন।

চরমপত্রের অডিও লিংক থাকলে শেয়ার করতে পারেন। খুব চমৎকার হবে।

+++

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

প্রবাসী পাঠক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা রইল।

চরমপত্রের একটা অডিও লিংক যুক্ত করে দিয়েছি বিদ্রোহী ভাই।


ধন্যবাদ জানবেন বিদ্রোহী ভৃগু ভাই।

৩১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

প্রবাসী পাঠক বলেছেন: পোস্টের আকার বড় হয়ে যাওয়ায় কিছুটা এডিট করতে হল। জিয়াউর রহমান এর বেতার ভাষণ এবং চরমপত্রের স্ক্রিপ্ট এর বদলে অডিও লিংক যুক্ত করে দেয়া হয়েছে।

৩২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

মামুন রশিদ বলেছেন: পোস্ট প্রিয়তে নিলাম ।


গুরুত্বপূর্ণ পোস্টটি স্টিকি করায় মডারেশনকে আন্তরিক ধন্যবাদ ।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ প্রিয় মামুন ভাই।

পোস্টটি স্টিকি করায় মডারেশনকে আন্তরিক ধন্যবাদ ।

৩৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

জোহরা উম্মে হাসান বলেছেন: আবার নতুন কোরে যেন মুক্তিযুদ্ধের দিনগুলোতে ফিরে গেলাম । পেলাম আরও না জানা অনেক অনেক তথ্য । অনেক অনেক কৃতজ্ঞতা !

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ আপনাকে জোহরা উম্মে হাসান।

৩৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৯

খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪১

প্রবাসী পাঠক বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ খেয়া ঘাট ভাই।

৩৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৪

পার্থ তালুকদার বলেছেন: হানাদার পশুরা বাংলাদেশের মানুষ হত্যা করেছে- আসুন আমরা পশু হত্যা করি । ------- -- -- আসুন আমরা পশু হত্যা করি।

তথ্যবহুল পোস্ট প্রবাসী ভাই। অনেক ধন্যবাদ এমন পোস্টের জন্য।

ভাল থাকুন। বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় পার্থ দা।


বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।

৩৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৫

কারুিণক বলেছেন: অনেক কিছু জানতে পারলাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: অনেক ধন্যবাদ কারুণিক।

৩৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

সকাল রয় বলেছেন:

আলী ভাই দুর্দান্ত একটি কাজ করেছেন।
অনেক ধন্যবাদ

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: আপনাকেও ধন্যবাদ সকাল দা।


বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।

৩৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪০

ব্লগার মাসুদ বলেছেন: পোস্ট প্রিয়তে নিলাম ।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ ব্লগার মাসুদ।

৩৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫

কলমের কালি শেষ বলেছেন: অসম্ভব সুন্দর একটা পোষ্ট । অনেক পরে পড়েছি বলে নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে । :(

অনেক কৃতজ্ঞতা এতসুন্দর করে সাজানো প্রিয় ৭১ কে আমাদের কাছে তুলে ধরার জন্য ।

ভালো থাকবেন সবসময় । :)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: খুব বেশি দেরি হয় নি কিন্তু ভাই।

পোস্টটি পড়া এবং মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ কলমের কালি শেষ।

বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।

৪০| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪২

এহসান সাবির বলেছেন: শুভেচ্ছা রইল।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ প্রিয় সাবির ভাই।

৪১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩

মামুন ইসলাম বলেছেন: ++++

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ।

৪২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪

মুহিব জিহাদ বলেছেন: দেশের ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানিনা, পোস্ট পড়ে বেশ ইনফো পেলাম, তাই +++ এবং সোজা প্রিয়তে,,,,,,,,

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪২

প্রবাসী পাঠক বলেছেন: পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ মুহিব ভাই। পোস্টটি যদি আপনার উপকারে আসে তাহলেই আমার সার্থকতা।

বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।

৪৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৫

মামুন ইসলাম বলেছেন: ++++

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ মামুন ইসলাম।

৪৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

আমিনুর রহমান বলেছেন:



অসাধারণ পোষ্ট, প্লাস এবং প্রিয়তে।

আমার জানামতে আরো দুজন বিদেশী শব্দযোদ্ধা আছেন তারা হলেন জোয়ান বায়েজ এবং অ্যালেন গিনসবার্গ

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪১

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমিনুর ভাই। অ্যালেন গিনসবার্গ সম্পর্কে জানতাম কাউসার রুশো ভাই এর একটা পোস্ট লিংক দেয়া ছিল কিন্তু পোস্ট এডিট করার পর ঐ অংশটা মুছে গেছে। জোয়ান বায়েজ সম্পর্কে অনেক কিছু জানা হল। লিংকগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

রাতে পোস্টে লিংকগুলো এড করে দিচ্ছি।

মুক্তিযুদ্ধে ভিনদেশী সাহিত্যিকদের অবদান

আমাদের কিছু বিদেশী বন্ধুর কথা

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৭

প্রবাসী পাঠক বলেছেন: আমিনুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লিংকগুলোর জন্য। আপনি লিংকগুলো না দিলে জোয়ান বায়েজ সম্পর্কে তথ্যগুলো অজানাই হয়ত থেকে যেত। লিংকগুলো পোস্টে আপডেট করে নিয়েছি।

জোয়ান বায়েজ এর বাংলাদেশ গানটার একটা লিংক খুঁজে পেলাম।

Bangladesh, Bangladesh
Bangladesh, Bangladesh
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh

The story of Bangladesh
Is an ancient one again made fresh
By blind men who carry out commands
Which flow out of the laws upon which nation stands
Which is to sacrifice a people for a land

৪৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১২

মৃদুল শ্রাবন বলেছেন: একটা স্বয়ংসম্পূর্ণ পোষ্ট যাকে বলে এটি তাই। মুক্তিযুদ্ধের এই দিকটা নিয়ে খুব বেশী আলোচনা হয়না। গতানুগতিক যুদ্ধের গল্প দিয়ে অনেক পোষ্ট পড়েছি। কিন্তু এই বিশেষ দিকটা এইভাবে ডিটেইলস তুলে আমার জন্য আপনাকে কতটুকু পরিশ্রম করতে হয়েছে সেটা অনুভব করতে পারি। কারণ আমি নিজেই মুক্তিযুদ্ধ নিয়ে একটা পোষ্ট লিখতে চেষ্টা করছিলাম। এক জায়গায় স্থির থাকতে পারছি না বলে পোষ্টটি লেখা এগুচ্ছে না। আপনার পোষ্টটি দেখে আমি ভারমুক্ত হলাম।

অনেক প্লাস। অবশ্যই প্রিয়তে।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

প্রবাসী পাঠক বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে আমরা শুধুই অস্ত্র নিয়ে সম্মুখ যুদ্ধে অংশ নেয়া বীর যোদ্ধাদের কথাই বেশি বলি। অবশ্য এটাই স্বাভাবিক। কিন্তু মুক্তিযুদ্ধের সহ যোদ্ধাদের অবদানও অবহেলা করার মত নয়। একটি যুদ্ধ জয়ের জন্য আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক জনমত তৈরি করা অত্যন্ত জরুরী। যে কাজটা এই শব্দ যোদ্ধারা অত্যন্ত সফলভাবে করেছিলেন।

আমার পোস্ট দেখে ভারমুক্ত হওয়া চলবে না প্রিয় মৃদুল ভাই। আপনার মুক্তিযুদ্ধ নিয়ে পোস্টটা কমপ্লিট করুণ। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা খুব কম আসে। আপনার লেখা পড়ার অপেক্ষায় রইলাম।

বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।

৪৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

অন্তরন্তর বলেছেন:

আসাধারন পোস্ট সুপ্রিয় প্রবাসী পাঠক। অনেক ধন্যবাদ। শব্দযোদ্ধাদের
কথা বলা হয় কম কিন্তু তাদের অবদান কোন অংশে কম নয়। স্বাধীন
বাংলা বেতার কেন্দ্রের গানগুলো মুক্তিযুদ্ধে রক্ত জাগানিয়া এক একটি
শ্লোগান ছিল।
মহান মুক্তিযুদ্ধের সকল প্রত্তেক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণকারী এবং সমর্থনকারীদের
আমার শ্রদ্ধা। পোস্ট প্রিয়তে।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

প্রবাসী পাঠক বলেছেন: মুক্তিযুদ্ধে পরোক্ষভাবে অংশ গ্রহণকারীদের কথা আলোচনা খুব কমই হয়। যদিও তাদের অবদান কোন অংশেই কম নয়। এই সহ যোদ্ধাদের সম্পর্কে আরও বেশি আলোচনা করা উচিৎ।

মহান মুক্তিযুদ্ধের সকল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণকারী এবং সমর্থনকারীদের জন্য রইল আমাদের সকলের পক্ষ থেকে শ্রদ্ধা।

চমৎকার একটি মন্তব্য এবং পোস্ট প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ জানবেন প্রিয় অন্তরন্তর ভাই।

৪৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন পোষ্ট ।।

++++++++ এবং প্রিয় তে

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরা সুলতানা আপা।

৪৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অসাধারণ !! গর্ব করার মত একটা লেখা লিখেছেন । এক পোস্টেই খন্ড খন্ড হয়ে ছড়িয়ে থাকা অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন । বিজয়ের মাসে এই পোস্ট আমাদের অনেক উপকারে আসবে বলেই বিশ্বাস ।

ভবিষ্যৎ প্রয়োজনের জন্য প্রিয়-তে নিলাম ।

ভালোলাগা রইলো । :)

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পার্সিয়াস রিবর্ণ ভাই। প্রিয়তে নেয়ার জন্য কৃতজ্ঞতা রইল।

৪৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: +++++++++++++++++++++্

হবে ।

কত উজ্জ্বল একটা বিষয় এই "শব্দযোদ্ধা" । অথচ এই বিষয়ের ওপর চমৎকার চলচ্চিত্র হতে পারতো ।

"মুক্তির গান" ছাড়া মনে হয় আর কোন কাজ নাই মনে হয় এই বিষয়ে ।

শুভেচ্ছা এইরকম বিষয় নিয়ে লেখার জন্যে ।

পোস্ট প্রিয়তে ।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৪

প্রবাসী পাঠক বলেছেন: বিচ্ছিন্ন ভাবে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্রে শব্দ যোদ্ধাদের কথা এসেছে কিন্তু মুক্তির গান ছাড়া আমার জানামতে শব্দ যোদ্ধাদের নিয়ে কোন চলচিত্র তৈরি হয় নি। আপনার সাথে একমত এই যোদ্ধাদের নিয়ে খুব চমৎকার একটি চলচিত্র হতে পারে।

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ নাজমুল হাসান ভাই।

৫০| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক তথ্য পেলাম। অনেক কিছু তো জানতাম না।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫

প্রবাসী পাঠক বলেছেন: অনেক ধন্যবাদ অরুদ্ধ সকাল ভাই।

৫১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



প্রবাসী পাঠকের মহাকাব্যিক পোস্ট......
অভিনন্দন........ :)

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩১

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় মইনুল ভাই।

৫২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৩০

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ শ্রমসাধ্য পোস্ট। অভিবাদন আপনার প্রচেষ্টাকে।

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ প্রিয় হাসান ভাই।

৫৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৫

বিপ্লব06 বলেছেন: অসাধারন!!!

অনেক ভালো লাগলো!

আপনাকে অনেক ধন্যবাদ এত্ত কষ্ট করে লেখার জন্য!

১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

প্রবাসী পাঠক বলেছেন: আপনাকেও ধন্যবাদ বিপ্লব ভাই।

৫৪| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২২

অপূর্ণ রায়হান বলেছেন: অটঃ ভ্রাতা, পাইলাম না তো এখনো! ;)

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫২

প্রবাসী পাঠক বলেছেন: অপূর্ণ দা সময়ের পার্থক্য এর জন্য একটু দেরী হচ্ছে। ১০ মিনিট এর মধ্যে পেয়ে যাবেন ভাই।

৫৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

জানা বলেছেন:
৫৪ এবং ৫৫ নম্বরে মন্তব্যকারী ব্লগার এবং একই উদ্দেশ্যেআরও যাঁরা এখানে আসেন তাদের জন্যে বলছি:

এই প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্যে নির্দিষ্ট শর্তাবলী মেনে চলে এখানে ব্লগিং করতে হয়। এখানে ব্লগাররা তাঁদের নিজস্ব চিন্তা-ভাবনার দায়িত্বশীল প্রকাশ, আলোচনা, বিতর্ক, তথ্য সংযোজন করেন এবং মৌলিক লেখা প্রকাশ করেন। ব্যক্তিগত বা কোন উদ্দেশ্য প্রণদিত কোন লিঙ্ক দিয়ে স্প্যাম করার উদ্দেশ্য যদি কেউ এসে থাকেন তবে তা সুস্থ ব্লগিং এর পরিপন্থি এবং আমরা বলবো, এটি আপনার জন্যে সঠিক জায়গা নয়।

ধন্যবাদ।

৫৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৫

বৃতি বলেছেন: অনেক তথ্যসমৃদ্ধ চমৎকার পোস্ট- একসাথে পুরোটা পড়া সম্ভব না, শো-কেসে রাখলাম। অনেক ধন্যবাদ আপনাকে, প্রবাসী পাঠক।

১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

প্রবাসী পাঠক বলেছেন: পোস্টটি পড়া এবং শো-কেসে রাখার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন বৃতি আপু।

৫৭| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শব্দ যোদ্ধাদের জন্য রইলো বিনম্র শ্রদ্ধা !
আপনাকে ধন্যবাদ এতো চমৎকার পোষ্ট টি দেয়ার জন্য !
শুভেচ্ছা জানবেন !

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:২৭

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় অভি ভাই।

৫৮| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

এহসান সাবির বলেছেন: অপূর্ণ রায়হান বলেছেন: অটঃ ভ্রাতা, পাইলাম না তো এখনো! ;)

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩২

প্রবাসী পাঠক বলেছেন: এহসান সাবির বলেছেন: অপূর্ণ রায়হান বলেছেন: অটঃ ভ্রাতা, পাইলাম না তো এখনো! ;

সাবির ভাই অটঃ এর কাজ হয়ে গেছে ভাই।

৫৯| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

জানা বলেছেন:

অসাধরণ একটি পোস্ট। আমাদের ইতিহাসের হাজারো গৌরব, আনন্দ-বেদনা, হৃদয়ের রক্ত ক্ষরণ এবং লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের যে অর্জন তাকে প্রজন্ম থেকে প্রজন্মের মনে গেঁথে দেয়া একটি কর্তব্য। পোস্টটির জন্যে অশেষ কৃত্জ্ঞতা জানবেন প্রিয় ব্লগার প্রবাসী পাঠক।

অশেষ ধন্যবাদ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১০

প্রবাসী পাঠক বলেছেন: আমাদের ইতিহাসের হাজারো গৌরব, আনন্দ-বেদনা, হৃদয়ের রক্ত ক্ষরণ এবং লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের যে অর্জন তাকে প্রজন্ম থেকে প্রজন্মের মনে গেঁথে দেয়া একটি কর্তব্য।

সম্পূর্ণ সহমত। আমাদের সকলের কর্তব্য আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা এবং ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। রাজনৈতিক স্বার্থে যে ভাবে ইতিহাস বিকৃত করা হচ্ছে তাতে করে এখনই পর্যাপ্ত পদক্ষেপ না নেয়া গেলে ভবিষ্যৎ প্রজন্ম ভুল ইতিহাস জেনে বড় হবে। আমাদের বীর বাঙ্গালীর এই আত্ম ত্যাগের ইতিহাস ভুল ইতিহাসের ভিড়ে যাতে হারিয়ে না যায়।


মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানা আপু।

৬০| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৩

আমিনুর রহমান বলেছেন:



@ অপূর্ণ রায়হান এবং এহসান সাবির ভাই পাইছি।

৬১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: দুর্দান্ত একটা পোস্ট। গ্রন্থনার অভিনবত্বে এটি নিতান্তই একটি ব্লগ হয়ে থাকেনি। রীতিমত একটি আর্কাইভ হয়ে উঠেছে।

প্রচেষ্টার জন্য অনেক কৃতজ্ঞতা সহ ভালোবাসা জানবেন।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১২

প্রবাসী পাঠক বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগল প্রিয় জুলিয়ান দা। আপনার মন্তব্যগুলো আমাকে উৎসাহিত করে।


চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন প্রিয় জুলিয়ান দা।

৬২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ২৪ তম ভালোলাগা, ও অসংখ্য কৃতজ্ঞতা।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৪

প্রবাসী পাঠক বলেছেন: নেক অনেক ধন্যবাদ আপনাকে রেজওয়ানা আলী তনিমা।

বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।

৬৩| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:




দুর্দান্ত মেগা পোষ্ট!!! স্বাধীনতা সংকলন। কিছু লিঙ্ক কাজ করছেনা ঠিক করে দিবেন প্লিজ।


পোষ্ট প্রিয়তে।

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: ব্রোকেন লিংকগুলো ঠিক করে নিয়েছি শোভন ভাই।


মন্তব্য এবং প্রিয়তে নেয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন প্রিয় শোভন ভাই।

৬৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২১

মামুন হতভাগা বলেছেন: অনেক অনেক দিন পর ব্লগে এসে অদ্ভুত সুন্দর একটা লেখা পেলাম,অনেক অনেক প্লাস ।
আমরা সাধারণত জোয়ান বায়েজ এর কথা ভুলে যাই,আমিনুর ভাইকে ধন্যবাদ।বেশ আগে তাকে নিয়ে লিখেছিলাম একবার মহান মুক্তিযুদ্ধ আর ভুলে যাওয়া একজন Joan Baez আর তার গান SONG OF BANGLADESH :( :(
অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রবাসী পাঠক ,রেখে দিলাম প্রিয় তালিকায়

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মামুন ভাই। রাতে আপনার পোস্টের লিংকটা আপডেট করে নিচ্ছি। আর অনুরোধ থাকল ব্লগে আবার নিয়মিত হবার।


বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।

৬৫| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

না পারভীন বলেছেন: কী অসাধারণ একটি পোস্ট! পরিশ্রমী আর গবেষনালব্ধ। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই প্র পা ভাই।

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পারভীন আপু।

৬৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

আমি ময়ূরাক্ষী বলেছেন: একটি অনন্য সাধারণ পোস্ট! পোস্টের শিরোনাম ও বিষয়বস্তু মুগ্ধ করা। আপনার প্রতি রইলো কৃতজ্ঞতা ও শুভকামনা।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমি ময়ূরাক্ষী।

৬৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

জুন বলেছেন: অত্যন্ত তথ্য সমৃদ্ধ পোষ্ট । আমাদের গৌরবময় ইতিহাস তুলে ধরেছেন সুনিপুন ভাবে যা স্বাধীনতা পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন প্রবাসী পাঠক।
অনেক ভালোলাগা
+

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১০

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন আপা।

৬৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১০

আরজু পনি বলেছেন:

অসাধারণ একটি পোস্ট।
তাই আগে নিজের শোকেসে রেখে নিলাম।
লিঙ্কগুলো সময় নিয়ে দেখার আশা রাখি।

এমন পরিশ্রমের জন্যে সালাম রইল ।।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

প্রবাসী পাঠক বলেছেন: মন্তব্য এবং প্রিয়তে নেয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন পনি আপা।

৬৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬

টাবলীগহেপী বলেছেন: আবার একটি সংগ্রামের নাম মুক্তি আন্দোলন!

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

প্রবাসী পাঠক বলেছেন: আপনার মন্তব্যের অর্থ উদ্ধারে ব্যর্থ হলাম। যদি সম্ভব হয় ক্লিয়ার করে জানাবেন।

৭০| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

শামীম সুজায়েত বলেছেন: তথ্যবহুল একটি লেখা। স্টিকি করার জন্য সামুকে ধন্যবাদ।
প্রিয়তে রাখলাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১২

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শামীম ভাই।

৭১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

খাটাস বলেছেন: স্টিকি করার জন্য সামুকে ধন্যবাদ। তবে স্টিকি তে আর মন্তব্য করতে ভাল লাগে না।
এ টপিকে নতুন করে বলার কিছু নাই।
ধন্যবাদ দিয়ে ও ছোট করব না।
লিখতে থাকুন প্রবাসী ভাই।
অন্ধকারে একটু আলো দেখতে ও অনেক বেশি ভাল লাগে।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ অনিক ভাই।

৭২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৮

সুমাইয়া আলো বলেছেন: অসাধারণ পোস্ট। +++++


অঃটঃ কাঁঠাল পাতা কি পিয়র? না ফরমালিন যুক্ত :P

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ সুমাইয়া আলো।


ছাগুদের জন্য পিওর কি আর ভেজাল কি! ওরা যা পাবে তাই খাবে। আর আমাদের দেশের কাঁঠাল পাতা যে ওরা খেতে পাচ্ছে এইটাই তো অনেক বেশি।

৭৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ ব্লগ দিবস!!! !:#P !:#P !:#P

১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

প্রবাসী পাঠক বলেছেন: শুভ ব্লগ দিবস।

৭৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৫

নাইমুল ইসলাম বলেছেন: অনেক তথ্য!

শুভকামনা থাকলো :)

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ নাইমুল ইসলাম।

৭৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

লিরিকস বলেছেন: কেমন আছেন ভাইয়া?

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৬

প্রবাসী পাঠক বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন?

৭৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২১

লিরিকস বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ আমিও ভালো আছি।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০২

প্রবাসী পাঠক বলেছেন: :)

৭৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২১

বিদ্রোহী বাঙালি বলেছেন: পড়ার মুগ্ধতা মন্তব্যে তুলে ধরার ক্ষমতা হল না। তাই শুধু পোস্টটি প্রিয়তে নিয়ে রেখে আপনাকে স্যালুট জানিয়ে গেলাম। ভালো থাকবেন প্রবাসী পাঠক।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৬

প্রবাসী পাঠক বলেছেন: কোন কিছু না বলেই অনেক কিছু বলে দিয়েছেন বিদ্রোহী বাঙালী। আপনাদের মন্তব্যগুলো নতুন কিছু লেখার অনুপ্রেরণা যোগায়।

চমৎকার একটি মন্তব্য এবং প্রিয়তে নেয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন বিদ্রোহী বাঙালী।

৭৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

লিরিকস বলেছেন: মিস করব ভীষণ।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫২

প্রবাসী পাঠক বলেছেন: আপনার ফিরে আসার প্রতীক্ষায় রইলাম। পরীক্ষা শেষে ফিরে আসুন। আর আমার ফেসবুক লিংক প্রোফাইলে দেয়া আছে। চাইলে ফেসবুকে নক দিতে পারেন।

ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। আনন্দে আর সফলতায় কাটুক নতুন বছরের প্রতিটি দিন।

৭৯| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


খুব খুব ভাল একটা কাজ করেছেন ভাই।

পোস্টটা সোজা প্রিয়তে নিয়ে রাখছি। সংগ্রহে রাখার জন্য খুব প্রয়োজনীয় এই পোস্টটা। এই পোস্ট দিতে গিয়ে আপনার পড়াশোনার কথা আগেই শুনেছি।

কৃতজ্ঞতা জানবেন এমন একটি পোস্টের জন্য।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

প্রবাসী পাঠক বলেছেন: এই পোস্টটি তৈরি করতে বিশাল বিশাল সাইজের কয়েকটা বই আর ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক লেখা পড়তে হয়েছে। নতুন আর একটা পোস্ট এর জন্য এখন আবার পড়াশুনা শুরু করেছি।

অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন কাণ্ডারি ভাইয়া।

নতুন বছরের শুভেচ্ছা।

৮০| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

জাফরুল মবীন বলেছেন: সামুতে অামার পড়া অন্যতম শ্রেষ্ঠ পোস্ট।

অনিঃশেষ অভিনন্দন ছোট ভাই প্রপাকে এবং সেই সাথে স্টিকি মোবারক।

সশ্রদ্ধচিত্তে প্রিয়তে নিয়ে গেলাম ভাই।

নতুন বছরে তোমার জন্য অনেক শুভকামনা রইলো।

HAPPY NEW YEAR :)

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:১২

প্রবাসী পাঠক বলেছেন: মবীন ভাই আপনার কমেন্টের রিপ্লাই দেয়ার চেয়ে নতুন ৩ টা পোস্ট লেখা সম্ভবত সহজ হবে আমার জন্য। আপনার মন্তব্যের উত্তরে কি লিখব টা বুঝতে পারছি না ভাই। শুধু এতটুকু বলতে চাই, আপনার স্নেহ আর ভালোবাসায় থাকতে চাই সারাটা জীবন।


নতুন বছরের শুভেচ্ছা রইল।

৮১| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৩

সেলিম আনোয়ার বলেছেন: শব্দ যোদ্ধাদের লাল সালাম ।দারুন তথ্যবহুল পোস্ট । দরকারি পোস্ট ।ভাল লাগলো ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৩:২০

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই।

৮২| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮

ডি মুন বলেছেন: লেখক বলেছেন: মবীন ভাই আপনার কমেন্টের রিপ্লাই দেয়ার চেয়ে নতুন ৩ টা পোস্ট লেখা সম্ভবত সহজ হবে আমার জন্য।


প্রবাসী ভাই, আপনার পিলিজ লাগে, আপনি মবীন ভাইয়ের উত্তর না দিয়ে ৩ টা পোস্ট লেখেন।

মবীন ভাইরে আপনার হয়ে নাহয় আমিই উত্তর দিয়ে দেব :)

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৩

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। মুন ভাই আপনি মবীন ভাইয়ের কমেন্টের সুন্দর এবং উপযুক্ত কমেন্ট লিখে দেন। আর আমি ৩ টা পোস্ট লিখতে থাকি।

৮৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৮

ডি মুন বলেছেন:
ওকে ফাইন,

মবীন ভাইয়ের কমেন্টের উত্তরঃ


প্রিয় মবীন ভাই, এতোদিন ব্লগে অনুপস্থিত ছিলেন বলে আপনাকে এক ডজন মাইনাস দেয়া গেল !!!
আর যে কারণে অনুপস্থিত ছিলেন সেটা যেহেতু আমরা জেনেছি তাই দুই ডজন প্লাস দেয়া হলো
:) :)

এবার নিজ দায়িত্বে প্লাসে মাইনাসে কাটাকাটি করে নেন। :-B



প্রবাসী ভাই, এই মাসে যদি আপনার তিনটা পোস্ট না পাই, তাহলে আপনাকে ব্লগ থেকে একেবারে গায়েব করে দেব, মনে থাকে যেন !!! :) :)

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। কমেন্ট পছন্দ হয় নাই।

৮৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

নীল আতঙ্ক বলেছেন: অসম্ভব সুন্দর একটা পোস্ট.........
আমি জানি না পোস্ট কি করে সহজে খুঁজে পাওয়া যায়...... আমাকে ভাইয়া একটু বলবেন?
এই পোস্ট টা অনেক উপকারি...... চাইনা হারিয়ে যাক... বা ভুলে যাই কোথাই পড়েছি।
সোর্স গুলো অনেক কাজে লাগবে।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩০

প্রবাসী পাঠক বলেছেন: ব্লগের উপর দিকে দেখুন " অনুসন্ধান " নামে একটা ঘর আছে। সেখানে পোস্টের শিরোনাম দিয়ে সহজেই কাঙ্ক্ষিত পোস্ট খুঁজে পেতে পারেন। আর পছন্দের পোস্ট চাইলে আপনার প্রিয় তালিকায় রাখতে পারেন। পোস্টের একদম শেষে এবং কমেন্টের উপরে দেখুন একটা হলুদ তারা আছে। এই হলুদ তারায় ক্লিক করে পোস্টটিকে আপনার প্রিয় তালিকায় নিয়ে নিতে পারেন।

৮৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯

নীল আতঙ্ক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ।

৮৬| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০২

অগ্নিপাখি বলেছেন: একই বিষয় নিয়ে আমিও একটি লেখা প্রস্তুত করছি। আপনারটাও খুবই ভালো হয়েছে।
পোস্টে +। ধন্যবাদ এই বিষয়টি নিয়ে লেখবার জন্য।

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৬

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে অগ্নিপাখি।

আপনার পোস্টটির জন্য অগ্রিম শুভ কামনা রইল। আপনার পোস্টের অপেক্ষায় রইলাম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.