![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির সঙ্গে সম্পৃক্তদের জন্য ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ এই ফেব্রুয়ারি মাসেই আসে বাঙ্গালির প্রাণের বই মেলা। বইমেলাতে শুধু বই বেচা-কেনার ব্যাপার থাকে না; থাকে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি, মেলবন্ধনের মতো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার। এ মেলা এখন কেবল লেখক-প্রকাশকদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সমগ্র বাঙালি জাতির প্রাণের মেলা, আবেগের মেলায় পরিণত হয়েছে। মহাপ্রাণ চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমী প্রাঙ্গণে যে বীজ বপন করেছিলেন... তা আজ মহীরুহ। এ মেলা সমগ্র বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে গেছে। এটি এখন বাঙালি সংস্কৃতির সঙ্গে একাঙ্গীভূত। যতই দিন গড়াচ্ছে ততই এই মেলার শ্রীবৃদ্ধি ঘটছে, বাড়ছে লেখক ও প্রকাশকের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে পাঠকের সংখ্যাও।
লেখালেখি সম্পূর্ণ একটা চর্চার বিষয়। এই চর্চা কিন্তু একদিনেই শুরু হয়ে যায় না। এর জন্যে দীর্ঘ প্রস্তুতি লাগে। অনুপ্রেরণা লাগে, চর্চার ক্ষেত্র তৈরি করতে হয়। অবচেতন মন থেকে লেখালেখির তাগিদ পেতে হয়। আবার শুধু অবচেতন মন থেকে তাগিদ পেলেই তো হয় না, প্রয়োজন হয় অভিজ্ঞতার। সেই অভিজ্ঞতার জন্য বিখ্যাত সব লেখকদের বই পড়তে হয়, সাথে সাথে জীবনটাকে খুব গভীর ভাবে পর্যবেক্ষণ করতে হয়। তবেই লেখা প্রাণ পায়। পাঠকের হৃদয়ে স্থান লাভ করে। লেখা ও লেখক আমাদের প্রিয় হয়ে ওঠেন।
তেমনই দুজন প্রিয় লেখক ডি মুন এবং মাহমুদ০০৭ যাদের লেখায় তাদের সযত্ন পাঠাভ্যাস ও সুতীক্ষ্ণ জীবনদর্শনের ছাপ পাওয়া যায়। আর এ কারণেই খুব অল্প সময়ের মধ্যেই পাঠকদের মনে স্থান লাভ করেছেন। সুন্দর শব্দচয়ন এবং প্রাঞ্জল বাক্য গঠন যেমন ডি মুনের গল্পগুলোকে দিয়েছে বৈচিত্রতা। তেমনই মাহমুদ রহমানের গল্পে রয়েছে এক দারুণ আন্তরিক অভিনিবেশ। আর তাই এ দুজন প্রিয় গল্পকারের গল্পগুলো যখন একই মলাটবন্দী হয়ে যায় – তখন তা সত্যিই মনকে আন্দোলিত করে। হ্যাঁ, এবারের বই মেলায় তারা একত্রে প্রকাশ করতে যাচ্ছেন তাদের প্রথম বই – ‘ফাঁদ ও সমতলের গল্প’। ‘ফাঁদ ও সমতলের গল্প’ একটি গল্পগ্রন্থ। এতে আছে দুই জন লেখকের প্রকাশিত-অপ্রকাশিত মোট ১৭ টি গল্প। এস এম মামুনুর রহমানের ১০ টি ও মাহমুদ রহমানের ০৭ টি।
কেন কিনবেন ‘ফাঁদ ও সমতলের গল্প’?
আমাদের জীবন যাপনের সাথে ওতপ্রোত ভাবে মিশে আছে জ্বালা, যন্ত্রণা, পাওয়া না পাওয়ার বেদনা। বিবাহিত জীবনের সংসারের জ্বালা-যন্ত্রণা, অবিবাহিতদের স্বপ্ন পূরণ না হবার জ্বালা, ভাগ্যাহত যুবকের আশাভঙ্গের জ্বালা, প্রেমে ব্যর্থ হওয়া প্রেমিক কিংবা প্রেমিকার ব্যর্থতার যন্ত্রণা। আছে নাগরিক জীবনের ক্লান্তি অবসাদ। পদে পদে পিছিয়ে পড়ার ভয়। এই সব জ্বালা, যন্ত্রণা আর ক্লান্তি থেকে মুক্ত হবার অন্যতম একটি পথ বই পড়া। বার্ট্রান্ড রাসেল এই সম্পর্কে বলেছিলেন, সংসারে জ্বালা-যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে, মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে তাতে ডুব দেয়া। কিন্তু মনের ভিতর আপন ভুবন কিভাবে সৃষ্টি করা যাবে? বার্ট্রান্ড রাসেল বলেছেন, বই পড়া। একমাত্র বই পারে আপনার মনের ভিতরে স্বপ্নিল একটি ভুবন তৈরি করে দিতে। ওমর খৈয়াম এর ভাষায় যদি বলতে হয় , " এইখানে এই তরুতলে/ তোমায় আমায় কৌতূহলে/ এ জীবনের যে কটা দিন কাটিয়ে যাব প্রিয়ে/ সঙ্গে রবে সুরার পাত্র/ অল্প কিছু আহার মাত্র/আরেকখানি ছন্দমধুর কাব্য হাতে/ রইবে তুমি আমার পাশে" প্রেয়সীর সঙ্গ হারিয়ে যেতে পারে, রুটি-সুরা ফুরিয়ে যাবে কিন্তু হাতের ছন্দমধুর কাব্য এর বই কিন্তু হারিয়ে যাবে না।
সুতরাং বইপড়া জীবনকে সমৃদ্ধ করার একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গ। কিন্তু তাই বলে ফাঁদ ও সমতলের গল্প কেন? কারণ পাণ্ডুলিপি পড়ার সৌভাগ্য হয়েছে বলেই জানি, এটি একটি সুলিখিত গল্পগ্রন্থ। এতে লেখকদ্বয়ের যে ১৭ টি গল্প রয়েছে তা আমাদেরই দৈনন্দিন জীবনেরই গল্প। এতে আছে নাগরিক ব্যস্ততায় আঁটকে পড়ে স্ত্রীর ভালবাসা খুঁজে ফেরা মানুষ ‘রহমত সাহেবের গল্প’। আছে গ্রামীণ জীবনের পাওয়া না-পাওয়া আর সন্তানের প্রতি মমতার পরিস্ফুটনে দুর্দান্ত গল্প ‘ইলিশ’। আছে ‘বেহুদা এক জীবন বয়ান’-এর মত আত্মজিজ্ঞাসার গল্প। গীত গেয়ে জ্বিন ছাড়ানোর ঘটনা নিয়ে গল্প ‘কবিরাজ’ । আছে একেবারে নিম্নবিত্ত এক ভিখারিনীর দুটি করুণ চোখের গল্প। আছে দুজন মানুষের ভালোবেসে কাছে আসার প্রেমের গল্প। আছে দোতরা হাতে নৌকায় দুলতে থাকা আমাদেরই পরিচিত এক বাউলের গল্প। এবং আরো অনেক চমৎকার চমৎকার গল্প। আর তাই ‘ফাঁদ ও সমতলের গল্প’ দুই জনের লেখকের একটি অনবদ্য গল্পগ্রন্থ। খুব শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে একুশে বইমেলায়। আপনার বই কেনার তালিকায় এই বইটি না রাখলে নিশ্চিত অনেককিছু মিস করবেন।
একবার মার্ক টোয়েনের মেঝের ওপর স্তূপীকৃত বই দেখে তার ঘনিষ্ঠ এক বন্ধু বলেছিলেন, তুমি বইগুলোর জন্য শেলফ জোগাড় করে নাও। মার্ক টোয়েন তার বন্ধুকে প্রতি উত্তরে বলেছিলেন, জ্ঞান- ভাণ্ডার সমৃদ্ধ করার জন্য অন্যদের কাছ থেকে বই এনে তা আর ফেরত না দিয়ে কিভাবে তিনি এই বইয়ের স্তূপ জমা করেছেন। এবং একই কায়দায় শেলফ সংগ্রহ করা তো আর সম্ভব নয়। বই নিয়ে মার্ক টোয়েনের পথ আপনারা কিন্তু ভুলেও অনুসরণ করবেন না, অন্তত ‘ফাঁদ ও সমতলের গল্প’ এই বইটি নিয়ে তো নয়ই। ‘ফাঁদ ও সমতলের গল্প’ বইটি নিয়ে আপনারা সৈয়দ মুজতবার আলীর পথ অনুসরণ করতে পারেন। সৈয়দ মুজতবার আলীর মত আপনিও বিশ্বাস করতে পারেন- বই কিনে কেউ দেউলিয়া হয় না।
অনেকক্ষণ তো মনিষীদের কথা বলা হল। এবার চলুন একজন মহা মনিষীর কথা জানা যাক। কেন কিনবেন " ফাঁদ ও সমতলের গল্প " বইটি, এই সম্পর্কে মহা মনিষী প্রবাসী পাঠক বলেছেন, " সময় সল্পতার কারণে এই বইটির সৌজন্য সংখ্যা ছাপানো সম্ভব হয় নি। তাই এই বইটির অমৃত সুধা পান করতে হলে আপনাকে অবশ্য অবশ্যই বই মেলা থেকে বইটি কিনতেই হবে। বই মেলা থেকে বইটি কিনুন আর সাহিত্যের অমৃত সুধা পান করুন। "
বইটির লেখকঃ
মাহমুদ রহমান
এস এম মামুনুর রহমান
বইটির প্রচ্ছদ: শামীম জামান ওয়াহিদ
প্রচ্ছদের পেছনের মন্তব্য দিয়েছেন – মোঃ আজমল হুদা মিঠু
প্রকাশনী: বাংলাদেশ রাইটার্স গিল্ড
বইটির ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/somotolergolpo
এখানে বইটি সম্পর্কে পাঠকের মতামত দেয়া যাবে। ভালোলাগা জানানো যাবে। সমালোচনা করা যাবে। যা লেখকদেরকে উত্তরোত্তর সমৃদ্ধ করবে। তাই পেজটিতে লাইক দিয়ে ও বন্ধুদের ইনভাইট করে সবাইকে সংযুক্ত থাকতে অনুরোধ করছি।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫২
প্রবাসী পাঠক বলেছেন: মহান ব্লগার ডি মুন এবং অপেক্ষাকৃত কম মহান ব্লগার মাহমুদ ভাইয়ের জন্য রইল শুভ কামনা।
ধন্যবাদ সুমন দা।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩
নাসরিন চৌধুরী বলেছেন: দুজনের জন্যই অভিনন্দন ও শুভকামনা।
বই চাই কিন্তু ---
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩
প্রবাসী পাঠক বলেছেন: মহান ব্লগার ডি মুন এবং অপেক্ষাকৃত কম মহান ব্লগার মাহমুদ ভাইয়ের জন্য রইল শুভ কামনা।
বই অবশ্যই পাবেন নাসরিন আপু।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: শুভ কামনা রইল ভাইয়াদের জন্য।
বইটি অবশ্যই কিনবো। আর সম্ভব হলে লেখকদের অটোগ্রাফও নেব।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৩
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে অঘটনঘটনপটীয়সী।
লেখকদের অটোগ্রাফও পাবেন আশাকরি। বই মেলাতে দুই প্রিয় লেখক উপস্থিত থাকবেন।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: ফাঁদ গল্পটি নিয়ে স্মৃতিচারণ করা যায় ।এটি যদি আমার পড়া মাহমুদ ভাইয়ের ফাঁদ গল্প হয়ে থাকে তাহলে বলবো এটি পড়ার ব্যাপারে সুপ্রিয় ব্লগার শায়মা আমাকে উৎসাহিত করেছিলেন।ওটর ১ম কমেন্ট ও ভাললাগা বোধ হয় আমার। ওটা পড়ে নিজের গল্প মনে হয়েছিল। আমি তো আর কবি নই কাক গোত্রের মধ্যে পড়ি। ঐ এক গল্পেই মাহমুদ ভাই কত বড় মানের সাহিত্যিক বুঝা গিয়েছিল । ধন্যবাদ সুপ্রিয় শায়মা । আর ডি মুন সত্যি দারুন লিখছেন। দুজনের প্রতি আমার শুভকামনা থাকলো । তাদের বই সফলতা লাভ করুক । প্রচ্ছদ ভাল হয়েছে ।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩
প্রবাসী পাঠক বলেছেন: মাহমুদ ভাইয়ের লেখার সাথে প্রথম পরিচয় হয় "দায়" গল্পটির মাধ্যমে। তারপর থেকে নিয়মিত উনার লেখাগুলো পড়তাম। " ফাঁদ " গল্পটা নিঃসন্দেহে এই ব্লগের অন্যতম সেরা একটি গল্প। মাহমুদ ভাই তার লেখনীতে শান্ত নদীতেও টর্নেডো তুলতে পারেন। আর ডি মুন অসাধারণ একজন লেখক। শব্দ নিয়ে ভাঙ্গাচুরার খেলা খেলতে ভালোবাসেন।
শুভ কামনা রইল প্রিয় দুই লেখক এর জন্য।
অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২১
বিদ্রোহী বাঙালি বলেছেন: ডি মুন এবং মাহমুদ০০৭ দুজনকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বইটি পাঠক সমাদৃত হবে এমনটা প্রত্যাশা করছি।
//অনেকক্ষণ তো মনিষীদের কথা বলা হল। এবার চলুন একজন মহা মনিষীর কথা জানা যাক। কেন কিনবেন " ফাঁদ ও সমতলের গল্প " বইটি, এই সম্পর্কে মহা মনিষী প্রবাসী পাঠক বলেছেন, " সময় সল্পতার কারণে এই বইটির সৌজন্য সংখ্যা ছাপানো সম্ভব হয় নি। তাই এই বইটির অমৃত সুধা পান করতে হলে আপনাকে অবশ্য অবশ্যই বই মেলা থেকে বইটি কিনতেই হবে। বই মেলা থেকে বইটি কিনুন আর সাহিত্যের অমৃত সুধা পান করুন। " //
আপনাকেতো পাণ্ডুলিপি দেয়া হয়েছে। ওটার একটা কপি পাঠিয়ে দিন। এই জীবনে কাউরে কমু না।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬
প্রবাসী পাঠক বলেছেন: ডি মুন এবং মাহমুদ০০৭ দুজনকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বইটি পাঠক সমাদৃত হবে এমনটা প্রত্যাশা করছি।
হা হা হা। বিদ্রোহী ভাই, মহান ব্লগার দুই জন আমাকে যে পাণ্ডুলিপি দিয়েছিল তা আবার ফেরত নিয়ে গেছে ভাই। না হলে আমি আপনাকে দিতে পারতাম।
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩
এহসান সাবির বলেছেন: কিনবো ইনশাল্লাহ্।
লেখক দ্বয়কে শুভেচ্ছা।
আপনাকে ধন্যবাদ।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১২
প্রবাসী পাঠক বলেছেন: লেখক দ্বয়কে শুভেচ্ছা।
অনেক অনেক ধন্যবাদ সাবির ভাই। আমিও এক কপির অগ্রিম অর্ডার দিয়ে রেখেছি। যদিও ডিএইচএল এর খরচ লেখকদ্বয় বহন করবে।
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: শুভকামনা থাকল । আর আমার কবিতার বই আসছে বইমেলায় একই প্রকাশক
প্রচ্ছদ দিলাম
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৩
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল আপনার বইয়ের জন্য পরিবেশ বন্ধু।
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৪
আরজু পনি বলেছেন:
দু'জনেই খুব ভালো লিখিয়ে...
অনেক শুভকামনা রইল দু'জনের জন্যেই ।।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৬
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে পনি আপু।
গত বছরের বই মেলা নিয়ে পোস্টের মত করে এবার কি পোস্ট আসবে না? ব্লগারদের প্রকাশিত বই সম্পর্কে ধারণা পাবার জন্য ঐ রকম একটা পোস্ট খুব বেশি প্রয়োজন।
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৮
এহসান সাবির বলেছেন: বইয়ের দাম কত এটা জানানো হয়নি। ব্লগাদের জন্য কোন স্পেশাল ছাড় আছে নাকি?
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০
প্রবাসী পাঠক বলেছেন: বইয়ের দাম এখনো ঠিক করা হয় নি ভাই। আর ব্লগারদের জন্য স্পেশাল ছাড় তো অবশ্যই থাকবে। সাথে লেখকদের অটোগ্রাফ ও থাকবে।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৭
প্রবাসী পাঠক বলেছেন: সাবির ভাই বইয়ের মূল্য ১২০ টাকার মত হবে। আর ঢাকার বাইরের পাঠকদের জন্য কুরিয়ার সার্ভিসে বই পাঠানোর ব্যবস্থা থাকবে।
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২
নীল লোহীত বলেছেন: দুই প্রিয় লেখক একই বইতে যুগলববন্দী!!! এত দেখছি সোনার সোহাগা।
শুভকামনা রইল দুই জনের জন্য।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩১
প্রবাসী পাঠক বলেছেন: দুই প্রিয় লেখকের লেখা একই মলাটের মধ্যে পাওয়া সত্যিই চমকপ্রদ। দুই লেখকের জন্যই রইল শুভ কামনা।
ধন্যবাদ আপনাকে নীল লোহীত।
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২
ডি মুন বলেছেন:
এমন চমৎকার পোস্টের জন্যে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রবাসী পাঠক ভাই
আপনার এবং এই ব্লগের সকলের এমন অকুণ্ঠ ভালোবাসা পেয়ে আমি এবং মাহমুদ ভাই দুজনেই ধন্য।
সবসময় সর্বাবস্থায় আপনাকে আমরা পাশে পেয়েছি। আপনার সহযোগিতার কথা কখনো ভুলবার নয়। আশাকরি আমাদের বইটি পাঠকপ্রিয়তা পাবে। 'ফাঁদ ও সমতলের গল্প' সকলের পছন্দের গল্পগ্রন্থ হবে।
আমৃত্যু আমাদের এই বন্ধন অটুট থাকুক, শুভেচ্ছা।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬
প্রবাসী পাঠক বলেছেন: বিখ্যাত হবার পর আমাকে কিন্তু ভুইলো না। অন্তত আমার সাথে সেলফি তুইলা আমাকেও বিখ্যাত বানাইয়া দিও মুন ভাই। আর আমৃত্যু বন্ধন টিকবে তোমার ভাবীর ইচ্ছার উপর। বুঝোই তো শত হইলেও হোম মিনিস্টার। জলদি তোমার ভাবীকে একখানা বই গিফট করো।
অনেক অনেক শুভ কামনা রইল বইয়ের জন্য। পাঠক প্রিয়তা পাক তোমাদের বইটি।
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩
এহসান সাবির বলেছেন: ওকে ওকে....
পরিবেশ বন্ধু'র বই ৫০% ছাড়ে কিনতে চাই কারণ বানন ভুল হাওয়ার আশংকা রয়েছে
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬
প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। পরিবেশ বন্ধু আমাকে বই গিফট করবে। আর বইতে বানান ভুল থাকলে বন্ধুর উল্টা জরিমানা করব।
@ পরিবেশ বন্ধু- আপনার বই নিয়ে পোস্ট দেন ভাই।
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩০
এহসান সাবির বলেছেন: ১২০ টাকা। বেশ। আমি বইমেলা থেকেই কিনব ইনশাল্লাহ্।
গুড নাইট।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮
প্রবাসী পাঠক বলেছেন: সাবির ভাই, এই বইয়ের চাহিদা দেখে আমি রিসেলার হবার চিন্তা করছি। তখন আমার কাছ থেকে নিলে আরও কম হবার সম্ভাবনা আছে।
১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫
ডি মুন বলেছেন: @ সুমন কর , নাসরিন চৌধুরী , আরজুপনি , নীল লোহীত , সেলিম আনোয়ার, বিদ্রোহী বাঙালী,
------- আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। সবসময় পাশে থেকে আপনারা উৎসাহ দিয়ে যাচ্ছেন। আপনাদের কাছে কৃতজ্ঞতার অন্ত নেই। আশাকরি বইটি সবার ভালো লাগবে।
@ অঘটনঘটনপটীয়সী
----- ইনশাআল্লাহ বইমেলাতে দেখা হবে আপুমনি। অটোগ্রাফ তো অবশ্যই
@ পরিবেশ বন্ধু
----- আপনার বইটির জন্যেও রইলো শুভকামনা। অনেক ভালো থাকুন প্রিয় পরিবেশ বন্ধু।
@ এহসান সাবির
প্রিয় সাবির ভাই, বইয়ের গায়ে কতো মূল্য লেখা থাকবে তা এখনো চূড়ান্ত করা হয় নি।
তবে আমরা ঠিক করেছি সামুর ব্লগারদের জন্যে এবং যারা সরাসরি লেখকদের কাছ থেকে বই সংগ্রহ করবেন তাদের জন্যে ১২০ টাকা বিশেষ মূল্যে অটোগ্রাফসহ বইটি দেয়া হবে।
শুভেচ্ছা
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫২
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ মুন।
আমি কিন্তু ১২০ টাকাই দেব। আমার এখানে বই পৌঁছানোর দায়িত্ব তোমাদের।
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৪
ডি মুন বলেছেন: প্রবাসী ভাই শুধুমাত্র আপনার জন্যে বিশেষ মূল্য ২০০ দিরহাম টাকায় এইবার কনভার্ট করে নেন
১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১২
প্রবাসী পাঠক বলেছেন: আমার প্রতি এই অবিচার ঝাতি মেনে নিবে না। দোয়া করি আমি বই কিনার আগেই যেন সব বই বিক্রি হয়ে যায়। তাহলে আর আমাকে ২০০ দিরহাম দিয়ে বই কিনতে হবে না।
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭
পার্থ তালুকদার বলেছেন: চমৎকার উপস্থাপনা প্রবাসী ভাই।
ডি মুন আর মাহমুদ ভাই এর জন্য শুভ কামনা। তাদের গল্প ভালো লাগবেই।
১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১৮
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পার্থ দা।
আপনার বইয়ের জন্য রইল শুভ কামনা।
১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০
বৃতি বলেছেন:
প্রিয় দুই লেখক ডি মুন এবং মাহমুদের জন্য আবারো শুভেচ্ছা। মহা মনিষী প্রবাসী পাঠককেও ধন্যবাদ, সুন্দরভাবে তাঁদেরকে, তাঁদের বইকে উপস্থাপনার জন্য
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বৃতি আপু।
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এ তো বিশাল বড় নিউজ হে!
শুভ কামনা দু'জন গল্পকারের জন্য
কৃতজ্ঞতা প্রবাসী পাঠকের প্রতি.....
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯
প্রবাসী পাঠক বলেছেন: শুভ কামনা দু'জন গল্পকারের জন্য
অনেক অনেক ধন্যবাদ মইনুল ভাই।
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬
মহামহোপাধ্যায় বলেছেন: আসলেই দেখি ব্রেকিং নিউজ
ব্লগের খুব প্রিয় এবং চমৎকার দুজন মানুষের অনন্য সব গল্প এক মলাটের ভেতর পেতে যাচ্ছি ব্যাপারটা ভেবেই বেশ উদ্বেলিত। "ফাঁদ এবং সমতলের গল্প" বইটার জন্য থাকল অন্তরের অন্তঃস্থল থেকে অকুণ্ঠ ভালোলাগা এবং শুভ কামনা।
অফটপিকঃ এক বইয়ে দুই লেখকের অটোগ্রাফ কিভাবে নেব ?? বই তো মনে হয় দুটো কিনতে হপে !! এই আকালের দিনে
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭
প্রবাসী পাঠক বলেছেন: দুইটা কিনেন মহামহোপাধ্যায় ভাই। আমার এক কপির দাম নির্ধারণ করছে ২০০ দিরহাম। আমার কপি কিনার আগেই যেন সব বই বিক্রি হয়ে যায় এই দোয়া করছি।
অনেক অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায় ভাই।
২০| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাদের ।
দেখা হবে কবে বইমেলায় ডিমুন - মাহমুদ ভাই
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাজমুল ভাই।
২১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬
হাসান মাহবুব বলেছেন: দুজনই কুশলী লেখক। তাদের যৌথ উদ্যোগের সফলতা কামনা করি।
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই।
২২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুন রিভিউ।++++
বই মেলায় আসি বা না আসি বইটি অবশ্যই কিনব।
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০১
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।
২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভকামনা রইলো প্রবাসীর জন্য
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৩
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ শোভন ভাই।
২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
কলমের কালি শেষ বলেছেন: ব্রেকিং নিউজ তো পুরাতন হয়ে গেল !
গত কিছুদিন যাবত সামুর স্লো মোশন থেকে আজ মুক্ত হলাম ।
দুইজন প্রিয় এবং জনপ্রিয় লেখকদের জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া এবং শুভ কামনা জানাচ্ছি । আশাকরি বইটি পাঠক সমাদৃত হবে ।
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৫
প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। এই ব্রেকিং নিউজ পুরাতন হবে না ভাই। মেলা শেষ হবার আগ পর্যন্ত হট টপিক হিসাবে থাকবে।
দুইজন প্রিয় এবং জনপ্রিয় লেখকদের জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া এবং শুভ কামনা জানাচ্ছি । আশাকরি বইটি পাঠক সমাদৃত হবে ।
২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
উপপাদ্য বলেছেন: শুভ কামনা থাকলো।
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৬
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ উপবাদ্য।
২৬| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১
প্রফেসর মরিয়ার্টি বলেছেন: বইমেলার জন্য অপেক্ষায় আছি। গত বইমেলায় অনুপস্থিতিটা এবার সুদে-আসলে পুষিয়ে নিতে হবে।
মহান এই দুই ব্লগার/লেখকের প্রতি শুভকামনা রইল।
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৭
প্রবাসী পাঠক বলেছেন: মহান এই দুই ব্লগার/লেখকের প্রতি শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ প্রফেসর মরিয়ার্টি।
২৭| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬
ঢাকাবাসী বলেছেন: লেখক দুজনকে আমার আন্তরিক শুভ কামনা।
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঢাকাবাসী।
২৮| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩১
আমি তুমি আমরা বলেছেন: শুভ কামনা রইলো
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা।
২৯| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮
মহামহোপাধ্যায় বলেছেন: এক কপির দাম ২০০ দিরহাম !! পুরাই তব্দা খায়া গেলাম।
যাই মাথায় একটু পানি দিয়া আসি
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০
প্রবাসী পাঠক বলেছেন: আমিও তব্দা খাইয়া আছি ভাই।
৩০| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:১৭
আরজু পনি বলেছেন:
২০১৫ এর বইমেলায় প্রকাশিত সহব্লগারদের বই নিয়ে পোস্টটিতে এই পোস্টের লিঙ্ক যুক্ত করে দিলাম ।।
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০১
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৩১| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬
মাহমুদ০০৭ বলেছেন: সুমন ভাই , নাসরিন চৌধুরী আপা ও ঘটন অঘটনপটীয়সী
আপনাদের আন্তরিকতায় কৃতজ্ঞ রইলাম ।
আশা করি সবসময় এভাবে পাশে থাকবেন ।
৩২| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৯
মাহমুদ০০৭ বলেছেন: প্রিয় সেলিম ভাইয়ের মন্তব্যে আপ্লুত হলাম ।
সেলিম ভাইয়ের কাছে সবসময় আমি কৃতজ্ঞ আছি । লেখালিখির শুরু হতেই
তিনি আমাকে উৎসাহিত করে আসছেন যা আমার জন্য বিরাট প্রাপ্তি ।
এবারের বইমেলায় সেলিম ভাইয়ের সাথে সেলফি তোলার জন্য মুখিয়ে আছি
সবার দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাই ।
প্রবাস জীবন ভালো কাটূক প্রিয় সেলিম ভাই ।
৩৩| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভকামনা নিরন্তর
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০২
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ লায়লা আপা।
৩৪| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫
মাহমুদ০০৭ বলেছেন: গুণী ব্লগার বিদ্রোহী বাঙালী ভাইকে পাশে পেয়ে ভাল লাগছে ।
আপনি অনেক দিন ব্লগে অনিয়মিত ছিলেন । আপনাকে মিস করেছি ।
আপনাকে এখন ব্লগে নিয়মিত দেখে ভাল লাগছে /
আপনার শুভকামনায় সামনে এগিয়ে যাবার উৎসাহ আরো জোরাল হল ।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।
৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭
মাহমুদ০০৭ বলেছেন: প্রিয় এহসান সাবির ভাই - আপনাকে না ভোলার কোন ব্যবস্থাই আপনি রাখেন নাই ।লেখালিখিতে আমি আলসে , অনেক সময় আপনার তাগাদায় খেয়াল হত আরে , এইবার ত লেখা উচিত। এইভাবে কজন পাশে
থাকে আমি জানি না। আমি সত্যি ভাগ্যবান ।
আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল ।
পরিবেশ বন্ধু - আপনার কবিতার বইয়ের জন্য শুভকামনা।
আপনার মঙ্গল কামনা করি সবসময় ।
৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুজনের জন্যই অভিনন্দন ও শুভকামনা তারা দুইজনই আমার খুব প্রিয় এবং পছন্দের মানুষ।
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ কাভা ভাই।
৩৭| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬
মাহমুদ০০৭ বলেছেন: আরজুপনি আপা - ব্লগিং জীবনে একদম শুরু হতেই আপনি আমাকে যে উৎসাহ দিয়ে আসছেন তা কিভাবে ভুলি ?
সবসময় এভাবে পাশে থাকবেন এই কামনাই করব ।
নীল লোহীত ভাই - আপ্নাকেও অনেক অনেক শুভকামনা
দোয়া রাখবেন আমাদের জন্য ।
পার্থ ভাই - দ্রুত আপনার কপি সংগ্রহ করুন । সময় সীমিত
৩৮| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১
নেক্সাস বলেছেন: বইটি পাঠক সমাদৃত হবে এমনটা আশা করছি।লেখকদ্বয়ের জন্য শুভকামনা।
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৫
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই।
৩৯| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০
মাহমুদ০০৭ বলেছেন: বৃতি - ব্লগে যে কয়জনের লেখা আমি খুবই
মনোযোগের সাথে পড়ি তার মধ্যে আপনি একজন ।
আপনার লেখার কারুকাজ আমাকে সবসময় মুগ্ধ করে।
আপনার পাশে থাকাটা আমাদের জন্য অনেক আনন্দের ।
আপনার জন্য অনেক শুভকামনা রইল ।
মাইনুদ্দিন মইনুল ভাই - আপনার হাসিমাখা মুখ বরাবরের মত
উদ্দীপনা যোগাল । আশা করি আপনার সাথে বইমেলায় দেখা হচ্ছে এবং আপনাকে বেশ কয়েক কপি বই গছাতে পারব
মহামহোপাধ্যায় - আমার প্রিয় ভাই সবসময় বেশি বেশি পছন্দ করেন । তাই এবারের বইমেলায় উনার জন্য থাকছে স্পেশাল উপহার
মাত্র ৩০০ দিরহাম দিয়ে এক কপি বই কিনলে থাকছে এক টা দেশি ফুলকপি উপহার মাস ব্যাপ্পি এই সুযোগ থাকছে
( আর হ্যা মাথায় পানি ঢাললেও লাভ হবে না
টাকা দিয়া তারপর মাথায় পানি ঢালেন
ভালা থাইকো ভাই ।
নাজমুল হাসান মজুমদার ভাই - ইনশাল্লাহ আপনার সাথে বইমেলায় দেখা হচ্ছে । দোয়া রাখবেন আমাদের জন্য ।
৪০| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১
মহামহোপাধ্যায় বলেছেন: আজকের বিনিময় হার অনুযায়ী ৩০০ দিরহাম=৬৩৭৪.৭২ টাকা।
কেউ আম্রে মাইরালা
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৭
প্রবাসী পাঠক বলেছেন: যাক এবার একটু শান্তি লাগতাছে। আমার চেয়েও আপনার কপির দাম বেশি।
৪১| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮
মাহমুদ০০৭ বলেছেন: হাসান মাহবুব ভাই - আরো অনেকের মত লেখালিখির জগতে
আপনি ও আমার শিক্ষক । অনেক শুভকামনা রইল আপনার জন্য ।
বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই - পাশে থাকার জন্য অনেক অনেক
ধন্যবাদ জানাই । বইমেলায় আস লে আপনার সাথে দেখা হবার ইচ্ছে রইল ।
স্নিগ্ধ শোভন ভাই - আন্নেরে মাইনাস । আমরার শুভকামনা কই ?
সব আল দিরহাম ভাইয়ের পিছনে ছুটে কেড়ে?
কলমের কালি শেষ ভাই - আপনার প্রতিও অনেক অনেক ধন্যবাদ
ও কৃতজ্ঞতা রইল।
উপপাদ্য , প্রফেসর মরিয়ার্টি,ঢাকাবাসী,আমি তুমি আমরা
- আপনাদের প্রতি আমার অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ।
সবসময় পাশে থাকবেন এই কামনাই করি।
৪২| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬
মাহমুদ০০৭ বলেছেন: আরজুপনি আপা , পুনরায় ধন্যবাদ জানাচ্ছি ।
লাইলী আরজুমান খানম লায়লা - ব্লগে আমার প্রথম কমেন্টার ।
এই বই বের করার পেছনে আপনি দায়ী । আপনাকে তাই বই কিনতেই হবে
অনেক শুভকামনা আপনার জন্য ।
কাল্পনিক_ভালোবাসা - গুরু , শুভকামনা পরে হবে । আগে বলেন
কয় কপির অর্ডার দেব
নেক্সাস ভাই - আমাদের জন্য দোয়া রাখবেন । ভাল থাকবেন ভাই ।
মহামহোপাধ্যায় - টাকার বিনিময় কি হইল না হইল এই মুহূর্তে ভাবার অবকাশ নাই । আগে লেখক বাঁচাও
৪৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩
জাহাঙ্গীর.আলম বলেছেন:
শুভেচ্ছা, শুভকামনা ৷
ম-দ্বয়ে মঙ্গল হোক মাঙ্গলিকযাত্রা ৷
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৯
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই।
৪৪| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩
খাটাস বলেছেন: বাহ পোস্টখানা রসাত্মক।
প্রিয় ডিমুন ভাই এবং মাহমুদ ভাই এর জন্য হাজার হাজার টন শুভকামনা ও অভিনন্দন।
বিবাহিত জীবনের সংসারের জ্বালা-যন্ত্রণা, অবিবাহিতদের স্বপ্ন পূরণ না হবার জ্বালা, ভাগ্যাহত যুবকের আশাভঙ্গের জ্বালা, প্রেমে ব্যর্থ হওয়া প্রেমিক কিংবা প্রেমিকার ব্যর্থতার যন্ত্রণা।- এসব বইয়ে আছে জেনে অতি ভাল লাগছে। বেসম্ভব শিক্ষামূলক।
প্রবাসী ভাই, পোস্ট সত্যিই দারুণ সাজিয়েছেন।
দুই লেখক কি বইমেলাতে ঢাকায় থাকছেন?
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৩
প্রবাসী পাঠক বলেছেন: এই বইতে সবার জন্যই কিছু না কিছু আছে ভাই। বেসম্ভব শিক্ষামূলক বই।
মেলাতে দুই লেখকেরই থাকার সম্ভাবনা আছে ভাই।
৪৫| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: লেখক দুইজনের জন্য অজস্র শুভকামনা আর অভিনন্দন।
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৬
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা।
৪৬| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪০
মাহমুদ০০৭ বলেছেন: প্রিয় জাহাঙ্গীর ভাই - আপনাকে দেখে ভাল লাগছে
আপনার মন্তব্য টা খুবই ভাল লাগল । সবস্ময় পাশে থাকবেন এই কামনাই করব ।
খাটাস - তোমরা আছ বলেই সাহস পাইতেছি ।
তোমরা পাশে না থাকলে এত আনন্দ , সাহস , মজা কিছুই থাকত না , বই বাহির হইত কিনা সন্দেহ ।
আর তোমরা অনেক বদ তোমাগো কারণে বই যে বাহির করতেছি কোন
ফিলিং স হইতাছে না । লেখক লেখক ভাব আহে না কেড়ে ?
ভালা থাইকো ভাই । হৃদয়ের শুভকামনা তোমাদের জন্য সবসময় থাকবে ।
৪৭| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০১
মাহমুদ০০৭ বলেছেন: প্রবাসী ভাই আপনার কথা বলে শেষ করা যাবে না , বুকের ভেতর অনেক কথা জমে , কিভাবে বলব ভেবে পাই না। আপনার আবেগ দেখে মুখে কোন
কথা বাহির হয় না, মাঝে মাঝে চিমটি কেটে ভাবি সত্যি আমাদের বই বের হচ্ছে নাকি প্রবাসী ভাইয়ের ?
এত আবেগ এত উষ্ণতা যেখানে আছে সেখানে ব্যর্থ হবার প্রশ্নই নাই ,
কখনো আর বই বের না হলে বা লেখালিখি না করলে ও মনে কোন আফসোস থাকবে না ।
যা পাইছি অনেক পাইছি । মন তৃপ্তিতে ভরে গেছে ।
পরম করুণাময় আপনার সব অতৃপ্তিকে তৃপ্তিতে পরিণত করুক ।
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬
প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। বই তো আমারাই বের হচ্ছে। আর এই বই মেলা না সামনের প্রতিটি বই মেলায় আপনাদের বই বের হোক এই প্রত্যাশা করি।
৪৮| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০৪
মাহমুদ০০৭ বলেছেন: রেজওয়ানা আলী তনিমা আপা - আপনার প্রতিও অনেক অনেক শুভকামনা রইল । সবসময় পাশে থাকবেন এই কামনা করি।
৪৯| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯
তুষার কাব্য বলেছেন: আমি কিছু বলতে চাইনা, এই পোস্ট আগে দেখি নাই কেরে ?
হাজার বালতি ভর্তি শুভেচ্ছা আর শুভকামনা নিয়ে বসে আছি দুজন প্রিয় লেখক কবি'র জন্য
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৮
প্রবাসী পাঠক বলেছেন: আপনি তখন পাহাড়ে ছিলেন তুষার ভাই। তাই এই পোস্ট দেখেন নাই।
শুভেচ্ছা গুলো রেখে বালতি গুলো আমাকে দেয়ার দাবী রইল।
৫০| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১১
মাহমুদ০০৭ বলেছেন: তুষার কাব্য ভাই - আন্নে কিছু কইতে চান না কেড়ে ?
বাল্ টি কোন কোম্পানির কইলে ভালা হইত বাহে
ছেদা থাকলে সব শুভেচ্ছা ত পইরা যাইত
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় তুষার ভাই ।
দোয়া রাখবেন ডি মুনের জন্য ।
৫১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৫
জাফরুল মবীন বলেছেন: ভাই মাহমুদ০০৭ ও ডি মুন দু’জনই আমার অত্যন্ত প্রিয় দুই লেখক ।তারা যে নিউজ ব্রেক করবে এবং প্রপা যে সেই ব্রেকিংনিউজ ব্লগে দিবে সেটা অবধারিত ছিল।নেট স্পীডের কারণে আমার আসতে একটু দেরী হয়ে গেল আরকি!
আমার এই দুই প্রতিভাবান ব্লগার ভাইয়ের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।বাংলা সাহিত্যের কালজয়ী লেখক হিসাবে তারা যেন সুপ্রতিষ্ঠিত হয় মহান আল্লাহর কাছে সে প্রার্থনা করি।
শুভকামনা সবার জন্য
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩২
প্রবাসী পাঠক বলেছেন: বাংলা সাহিত্যের কালজয়ী লেখক হিসাবে তারা যেন সুপ্রতিষ্ঠিত হয় মহান আল্লাহর কাছে সে প্রার্থনা করি।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় মবীন ভাই।
৫২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৩
অন্তরন্তর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা সকল ব্লগিয় লেখক/লেখিকাদের। সুন্দর পোস্টের জন্য আপনাকেও
অনেক ধন্যবাদ। আপনি কি এখন দেশে আছেন? ভাল থাকুন সর্বদা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৫
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় অন্তরন্তর।
না ভাই আমি এখনো দেশের বাইরেই আছি। সম্ভবত ২০১৬ তে দেশে যাব।
৫৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৯
মহান অতন্দ্র বলেছেন: বইটির জন্য শুভ কামনা রইল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৯
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে মহান অতন্দ্র ।
৫৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২১
মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা
অভিনন্দন দুজনকেই ...
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪০
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরা আপা।
৫৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১৮
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: অসাধারন সৃষ্টি। একটু দেরি হয়ে গেলেও প্রাণঢালা অভিনন্দন লেখকদ্বয়কে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
৫৬| ২৫ শে জুন, ২০১৫ ভোর ৪:২৬
মশিকুর বলেছেন:
আহ! পোস্টটিতে আসতে অনেক দেরি হয়ে গেল
দুজনের জন্যই রইল অভিনন্দন ও শুভকামনা।
ধন্যবাদ।
২৬ শে জুন, ২০১৫ রাত ১:৩২
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯
সুমন কর বলেছেন: শুভ কামনা এবং অভিনন্দন রইলো .................