![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা ছেড়ছি অনেক আগেই
জানি কবন্ধ প্রেমিকেরা কখনো কবি হয়না
আমাদের চলার পথের যে ভিন্নতা
তার কোন অর্থবোধক জ্যামিতি হয়না।
কবিতা ছেড়েছি অনেক আগেই
অনেক প্রথিতযশার ভিড়ে আমি কোন অর্বাচীন
কলমে আর কুঠারে যে সংঘাত
তুই কি তা জানিস না মোহসীন!
কবিতা ছেড়েছি অনেক আগেই
আমি দেখেছি তোমাদের চলমান মিছিল
অশুদ্ধ বোধ কাপুরুষ বানিয়েছে
ঝাপসা চোখে দেখা কোন নতুন নিখিল।
কবিতা ছেড়েছি অনেক আগেই
জানি প্রতারকরা কখনো কবি হয়না
যখন জীবন প্রতারণার নামান্তর
কবিতা লেখার কোন অর্থ হয়না।
©somewhere in net ltd.