নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

একটি দাওয়াত, একাধিক প্রশ্ন: ইউনূসের সঙ্গে সোহেল তাজের সাক্ষাতের রাজনৈতিক অর্থ

১৮ ই জুলাই, ২০২৫ রাত ৩:০২


বাংলাদেশের রাজনীতিতে প্রতিটি মুখ যেন একেকটি মুখোশ। যাকে আমরা ভাবি বিদ্রোহী, সে-ই হয়তো আড়ালে ক্ষমতারই আরেকটি মুখ। আর যাকে ভাবি বিকল্প, সে হয়তো নিয়ন্ত্রিত বিরোধী এক পুতুল মাত্র। এই নাট্যজগতে সোহেল তাজ নামটি দীর্ঘদিন ধরে ‘সততা’র প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হলেও সাম্প্রতিক কিছু ঘটনাবলী সেই ইমেজকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। সোহেল তাজ যখন শেখ হাসিনার সরকারের ‘ভ্রষ্টতা’ নিয়ে মুখ খুলছেন, তখনই তারই আপন বোন সিমিন হোসেন টানা তিনটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদে আসন আঁকড়ে ছিলেন । আমরা জানি ২০১৪, ২০১৮, এবং ২০২৪ সবগুলোই ছিল বিতর্কিত, প্রশ্নবিদ্ধ নির্বাচন। অথচ ভাইয়ের মুখে আপাতত সততার কথা, আর বোনের পায়ে সরকারি গদি এ কেমন দ্বিচারিতা ? শেখ হাসিনা খারাপ কিন্তু তার সংসদ ভালো এমন মানসিকতা কি আদৌ কোনো শুদ্ধ রাজনীতির পরিচয় দেয় ?

সোহেল তাজ দাবি করেছেন তিনি নাকি তাজউদ্দীন আহমদের ১০০তম জন্মবার্ষিকীর দাওয়াত দিতে গিয়েছিলেন ড. ইউনূসের কাছে। কিন্তু প্রশ্ন হলো, এই দাওয়াত দেওয়ার জন্য এখনই কেন? গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা, সরকারের প্রতিক্রিয়া, এবং ঠিক তার পরদিন এই সৌজন্য সাক্ষাৎ যেন নিছক ভদ্রতা নয়, বরং নিখুঁত রাজনৈতিক সমন্বয়ের অংশ। এই সাক্ষাতে কেবল জন্মবার্ষিকীর আমন্ত্রণ নয়, এনসিপির ভবিষ্যৎ, নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সোহেল তাজের আবির্ভাব, এবং বিকল্প শক্তির ‘আন্তঃগঠনমূলক’ রূপরেখা নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে।

২০১৮ সালে বিএনপির রুমিন ফারহানা ও অন্যরা সংসদে যাওয়ার কারনে এনসিপিসহ অনেকেই কঠোর সমালোচনায় মুখর হয়ে আপোষকামী ও সুবিধাবাদী বলে গালি দিতেসে । কিন্তু সোহেল তাজ ও তার বোনের সংসদীয় পদধারণ নিয়ে তারা একটিবারও প্রশ্ন তোলেন না। কেন ? তারাও কি জানেন, কিছু পরিবার, কিছু রক্তরেখা, কিছু গোষ্ঠী বাংলাদেশের রাজনীতিতে ‘অচ্ছুৎ নয়’? তাহলে প্রশ্ন আসে এই সুশীল নীরবতা কার ইশারায় ?

এনসিপির পাশে এখন যাদের দাঁড়াতে দেখা যাচ্ছে, তাদের অনেকেই অতীতে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কেউ ছিলেন বা সেই বৃত্তের অংশ। এনসিপির র‌্যালি ও সমাবেশে দেখা যায় চরমোনাই ঘরানার নেতাদের উষ্ণ সম্পর্ক, কিন্তু সেই উষ্ণতা পাওয়া যায় না হেফাজত বা খেলাফত মজলিসের ক্ষেত্রে। বরং শেখ হাসিনার আমলে বারবার মামলায় জর্জরিত হেফাজত এখন প্রান্তিক ও চুপ। চরমোনাই কী এনসিপি ও আওয়ামী লীগের ‘নতুন যুগলের’ ধর্মীয় রূপ ?

যদি সোহেল তাজ এনসিপির হয়ে নির্বাচনে দাঁড়ান, তাহলে সেটি হবে এক ঐতিহাসিক রকম পরিবর্তনের ইঙ্গিত। এনসিপি যদি তাকে প্রার্থী হিসেবে মেনে নেয়, তাহলে তাদের সেই আদর্শিক অবস্থান কী থাকবে? অথবা, এনসিপি কি এমনিতেই আওয়ামী লীগের বিকল্প সেজে ‘নিয়ন্ত্রিত বিরোধী’ ভূমিকা পালন করছে ? এই সম্ভাব্য মিলনের কেন্দ্রে রয়েছে ড. ইউনূস, যিনি নিজেও আন্তর্জাতিক মহলের পছন্দের মুখ এবং দীর্ঘদিন ধরে একটি ‘নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম’ তৈরির আড়ালে ছিলেন।

বাংলাদেশের রাজনীতি আজ সেই জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে কেউ প্রকৃত বিরোধী নয়, আবার কেউই পুরোপুরি ক্ষমতাসীনও নয়। সবাই কোনো না কোনোভাবে খেলায় অংশগ্রহণ করছে, কেউ মূল খেলোয়াড়, কেউ রিজার্ভ বেঞ্চে বসে থাকা অভিজ্ঞ মুখ। সোহেল তাজ যদি সত্যিই বিকল্প রাজনীতিতে আসেন, তাহলে সেটি শুধুই একটি নতুন চরিত্রের আগমন নয়, বরং একটি পুরনো চক্রের নব রূপেই প্রত্যাবর্তন। এই ব্লগটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক ধরণের দলিল হিসেবে রয়ে যাবে—যেখানে রাজনীতির মুখোশগুলো সময়ের আয়নায় ধরা পড়বে, আর প্রজন্ম চিনতে শিখবে আসল মুখ।


মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২৫ ভোর ৫:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তারপর কী হবে?

১৮ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: বাজে লোক। তার বোনের নামে মামলা হয় নাই। রানিং এমপি ।

২| ১৮ ই জুলাই, ২০২৫ সকাল ৭:৫১

রাসেল বলেছেন: আমাদের মতো সাধারণ মানুষের উচিত এমন নিরপেক্ষ বিশ্লেষণ, ধন্যবাদ।

১৮ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: এসব কুজাতেরা আমাদের ধোকা দেয় বারবার । সোহেল তাজ এত সুযোগ পায় কিভাবে ?

৩| ১৮ ই জুলাই, ২০২৫ সকাল ১০:০৮

কামাল১৮ বলেছেন: সে বোকা হলেও এতবড় ছাগলনা যে এনসিপিতে যোগ দিবে।

১৮ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: দিতেও পারে। উহার টারগেট আছে কোনো ।

৪| ১৮ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৩৯

নূর আলম হিরণ বলেছেন: সোহেল তাজ কোনো রাজনীতিবিদের কাতারে পড়ে না। সে একজন জিমনেশিয়াম যার বডি ফিট হলেও btein ফিট না!

১৮ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: ধড়িবাজ লোক। উহার কি এত কাজ ইউনুস সাহেবের সাথে ?

৫| ১৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: বাবার মতো বুদ্ধিমান হয়নি ছেলে।

১৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: ফাজিল টাইপের লোক।

৬| ১৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৯

নতুন নকিব বলেছেন:



সুবিধাবাদ জিন্দাবাদ।

১৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৪২

সৈয়দ কুতুব বলেছেন: সবাই চুপ কেন বুঝলাম না।

৭| ১৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০৯

অপলক বলেছেন: সোহেল তাজ একটা ধরি মাছ না ছুঁই পানি টাইপের বলদ।

কিন্তু আমি সত্যিই আশ্চর্য হয়ে গেলাম আপনার গভীর পর্যবেক্ষণ দেখে। আপনার প্রতিটা লাইন অর্থবহ। যে জায়গায় লেখাটা পৌঁছালে ভাল হত, সে পর্যন্ত তা যাবে না। তবও এটাই অনেক কিছু...

১৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: সোহেল তাজের বোনের নামে মামলা হতে শুনি নাই। বিষয়টা হতাশাজনক। যারা আমি-ডামির ইলেকশন করেছে সবাই খারাপ ।

৮| ২১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

২১ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:২৪

সৈয়দ কুতুব বলেছেন: শুকরিয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.