নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কামালপুরী ব্লগ

মোঃ আব্দুল হালিম

মোঃ আব্দুল হালিম › বিস্তারিত পোস্টঃ

কন্ডম!!!!

১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪২

:Pপ্রায়৫বছর আগের ঘটনা ।তখন ও কনডম কী তা বুজতাম না তবে অনুমান করতে পারতাম যে এটাতে কিছু একটা ব্যাপার সেপার আছে।কারণ টিভিতে বিজ্ঞাপন দেখতাম।তো একদিন আমার এক বন্ধুকে বললাম;চল!আজ দেখে নেব কনডম কী।তখন পেনথার কনডমের বেশি বিজ্ঞাপন দিত।প্রায় ফার্মেসিতে এটা দেখা যেত।আমি আমার বন্ধুটিকে বললাম,'তুই গিয়ে দাম জিজ্ঞেস কর?'ও বলল,'না তুই কর'।পরে বললাম, চল দুজন একসাথে যাই।ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করতেই দোকানি মুচকি হেসে বলল '১০টাকা '।পকেট থেকে টাকা বের করে দিয়ে দ্রুত চলে আসালাম।আমাদের আর সহ্য হচ্ছে না তাই দু বন্ধু স্থির করলাম, টেক্সিতে যাব না বরং রিক্সা করে বাড়ি যাব। তাতে করে রাস্তায় কনডম কি তা দেখা হয়ে যাবে।রিক্সাতে ওঠে কিছু দূর আসার পর প্যাকেট খুললাম।খুলেই তো আমার চোখ কপালে উঠে গেল!!! একি!! এটাতো বেলুন।দু বন্ধু খুব হাঁসলাম আর বললাম,'ও বেলুন তুমি কোন দিন এই প্যাকেটের মধ্যে কনডম হইয়া ঢুকলা?'.এই ঘটনা মনে হলে আজো খুব হাঁসি পায়।

মন্তব্য ০ টি রেটিং +১/-১

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.