নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। বাইরে থেকে সৌরজগতে ঢুকে পড়েছে রহস্যময় বস্তু, ছুটে যাচ্ছে সূর্যের দিকে! কী হতে পারে?.

০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ৯:২৯




হাওয়াই দ্বীপপুঞ্জে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ক্যামেরায় গত ১ জুলাই ধরা পড়ে সৌরজগতে বহিরাগত বস্তুর উপস্থিতি। বর্তমানে এর গতি সেকেন্ডে ৬০ কিলোমিটার।

সৌরজগতের বাইরে থেকে রহস্যময় একটি বস্তু সৌরজগতে ঢুকে পড়েছে। তা ছুটে যাচ্ছে সূর্যের দিকে। এমন ঘটনা যথেষ্ট বিরল। এই নিয়ে মোট তৃতীয় বার ঘটল। অর্থাৎ, বাইরে থেকে এই নিয়ে তৃতীয় বার কোনও বস্তু সৌরজগতের ভিতরে ঢুকে পড়ল। তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। নিবিড় ভাবে এই বস্তুটির গতিবিধির দিকে তাঁরা নজর রেখেছেন।

বিজ্ঞানীরা জানিয়েছেন, বহিরাগত বস্তুটি ধূমকেতুর মতো দেখতে। তাকে থ্রিআই/অ্যাটলাস বা সি/২০২৫ এন১ নামে চিহ্নিত করা হচ্ছে। এটি সেকেন্ডে ৬০ কিলোমিটার গতিতে সূর্যের দিকে ছুটে যাচ্ছে। মনে করা হচ্ছে, বাইরের কোনও নক্ষত্র থেকে এই বস্তুর উৎপত্তি। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অধীন মাইনর প্ল্যানেট সেন্টার (এমপিসি) ২ জুলাই এই বহিরাগত বস্তুটিকে ‘ইন্টারস্টেলার’ তকমা দিয়েছে। নক্ষত্র থেকে উৎপন্ন কোনও মহাজাগতিক বস্তুকে ‘ইন্টারস্টেলার’ বলা হয়। বস্তুটির গতিপথ বিশ্লেষণ করে এবং পর্যবেক্ষণের প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গিয়েছে। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা এই বস্তু চালিত হচ্ছে না। এটি কেবল সৌরজগতের মধ্য দিয়ে যাচ্ছে।
হাওয়াই দ্বীপপুঞ্জে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাটলাস সমীক্ষার ক্যামেরায় গত ১ জুলাই এই বহিরাগত বস্তুর উপস্থিতি ধরা পড়ে। ‘ইন্টারস্টেলার’ তাদেরই বলা হয়, যেগুলি সৌরজগতের অঙ্গ নয়। কোনও না কোনও সময়ে যেগুলি সৌরজগত ছেড়ে বেরিয়ে যাবে।

এর আগে সৌরজগতে এমন দু’টি মাত্র বস্তুর খোঁজ পাওয়া গিয়েছিল। ২০১৭ সালের সেই বস্তুর নাম ওইমুয়ামুয়া এবং ২০১৯ সালের বহিরাগত বস্তুর নাম দেওয়া হয়েছিল কমেট টুআই/বরিসভ। বিজ্ঞানীদের ধারণা, নতুন বহিরাগত বস্তুটি আদতে একটি ধূমকেতুই। তবে তার অধিকাংশ বরফে তৈরি। প্রাথমিক অনুমান বলছে, এই বস্তুর ব্যাস ১০ থেকে ২০ কিলোমিটারের মধ্যে। এখন পর্যন্ত আবিষ্কৃত বৃহত্তম ‘ইন্টারস্টেলার’ বস্তু এই থ্রিআই/অ্যাটলাস। এর আগের দু’টি বস্তু আকারে এর চেয়ে অনেক ছোট ছিল।ইউরোপীয় স্পেস এজেন্সির কর্তা রিচার্ড মোইস্‌ল জানিয়েছেন, চলতি বছরের অক্টোবরের মধ্যে এটি সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যাবে। সেই সময়ে তার সঙ্গে সূর্যের দূরত্ব হবে পৃথিবী-সূর্যের দূরত্বের দ্বিগুণ। মঙ্গল গ্রহের কক্ষপথের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। ২০২৬ সালের এপ্রিলের মধ্যে এই বহিরাগত বস্তুটির গতি পৌঁছোবে সেকেন্ডে ৯০ কিলোমিটারে। আপাতত এর মাধ্যমে পৃথিবীর কোনও ক্ষতির আশঙ্কা করছেন না বিজ্ঞানীরা। শক্তিশালী টেলিস্কোপ দিয়ে আগামী বছর পর্যন্ত এই বস্তুটিকে দেখা যাবে। তার পর ক্রমশ তা ফিকে হয়ে আসবে। একসময়ে দূরত্বের কারণে আর তা পৃথিবীর ক্যামেরায় ধরা পড়বে না।
আপনার মতামত লিখুনঃ

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ৯:৫৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: সূর্যের গ্র্যাভিটেশনাল রেডিয়াস ১/২ থেকে ২ লাইট ইয়ারের মত। তার আগে আছে কুইপার বেল্ট। আছে গ্রহ, উপগ্রহ,‌হাজারো এস্ট্রোয়েড। এত বড় এরিয়ার মধ্যে ইহা নিছক একটি তুচ্ছ বিষয়!! কোন কসমিক ম্যাগাজিনের চোখ ধাঁধানো খবর বলে মনে হচ্ছে।

২| ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ১০:০১

ওমর খাইয়াম বলেছেন:



ভালোয় ভালোয় সুর্য ও মংগলের মাঝ দিয়ে চলে যাক; ইহা বাংলাদেশের "জুলাই বিপ্লবের" কোন ঐশ্বরিক আভাস হতে পারে?

৩| ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ১০:২৮

সৈয়দ কুতুব বলেছেন: আমরা মানুষ — তাকিয়ে থাকি, কল্পনা করি, আর চেষ্টা করি বোঝার ।

০৫ ই জুলাই, ২০২৫ সকাল ৯:২২

শাহ আজিজ বলেছেন: মহাবিশ্ব এক আজিব ব্যাপার ।

৪| ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ১১:৪৬

কামাল১৮ বলেছেন: আখেরাতের আলামত।নবীকে প্রশ্ন করা হয়েছিলো আখেরাত কবে হবে।নবী একটি বালক কে দেখিয়ে বলেছিলো,এই বালক বৃদ্ধ হবার আগেই আখেরাত হবে।এখন হয়তো সেই বালক বৃদ্ধ হয়ে গেছে।সত্যবাদী নবীর কথা কি মিথ্যা হতে পারে।সহী হাদিস

০৫ ই জুলাই, ২০২৫ সকাল ৯:২৩

শাহ আজিজ বলেছেন: B-)

৫| ০৫ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৪৫

শেরজা তপন বলেছেন: এইসব নিয়ে আপনারে এখন ইন্টারেস্ট আছে জেনে ভালো লাগলো। ভালো থাকবেন

০৫ ই জুলাই, ২০২৫ রাত ৯:৫৮

শাহ আজিজ বলেছেন: বহুবিধ বিষয় নিয়ে আমার ইন্টারেস্ট ।

৬| ০৫ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৪৭

Manuel Barnes বলেছেন: https://geometrydashgame.lol
That's fascinating! The speed of 60 km/s is mind-boggling. It's amazing how we can detect these interstellar objects passing through our solar system. Thinking about objects hurtling through space at such speeds reminds me of the fast-paced reflexes needed in video games. It almost makes me want to dust off my phone and play some Geometry Dash; the game requires similarly precise timing! I hope scientists can gather more data before it fades away.

৭| ০৫ ই জুলাই, ২০২৫ রাত ৯:১৫

কথামৃত বলেছেন: বহিরাগত বস্তুটি যদি সত্যিই সৌরজগতের বাইরের হয়ে থাকে, তবে এটি একটি আকর্ষণীয় ঘটনা। এর গতি যদি সেকেন্ডে ৬০ কিলোমিটার হয়, তবে এটি সৌরজগতে অন্য যেকোনো কিছুর সাথে সংঘর্ষের সম্ভাবনা নিয়ে কিছু প্রশ্ন উত্থাপন করে।

বহিরাগত বস্তু, যেমন 'অমুয়ামুয়া' (Oumuamua) এবং অন্যান্য উল্কা, আমাদের সৌরজগতের বাইরে থেকে আসা বিভিন্ন গ্যাস, পাথর বা ধাতব পদার্থের উদাহরণ। বৈজ্ঞানিকভাবে, এই ধরনের বস্তুগুলো আমাদের জন্য নতুন তথ্য এবং সৌরজগতের গঠন ও বিবর্তন সম্পর্কে আরও বোঝার স্বার্থে গুরুত্বপূর্ণ।

৮| ০৬ ই জুলাই, ২০২৫ রাত ১২:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অনেক কিছু গবেষণার আছে।

৯| ০৬ ই জুলাই, ২০২৫ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: ভয়ের কিছু নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.